সোশ্যাল মিডিয়া ইউটিউব ও ব্লগার ভাইয়েরা adsense অ্যাডসেন্স এর কথা কমবেশি শুনেছেন।এই পোষ্টের মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করবো এডসেন্স এর খুঁটিনাটি।
adsense অ্যাডসেন্স কি?
অ্যাডসেন্স (ইংরেজি: AdSense) গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। আরও জানুন গুগল অ্যাডসেন্স
গুগল এডসেন্স এর কাজ কি?
অ্যাডসেন্স গুগলের বিজ্ঞাপন প্রচার প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে গুগল তৃতীয় পক্ষের বিভিন্ন বিজ্ঞাপন ওয়েবমাস্টার এবং ব্লগের মালিকদের নিকট বণ্টন করে। ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ওয়েবমাস্টাররা অর্থ উপার্জন করতে পারে। বিজ্ঞাপণদাতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের ৬৮ শতাংশ (কনটেন্ট এর ক্ষেত্রে) এবং ৫১ শতাংশ (সার্চ এর ক্ষেত্রে) ওয়েবমাস্টারদের মাধ্যমে বিতরণ করে গুগল। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে কেউ অর্থ আয় করতে পারে। প্রচুর বাংলাদেশী ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমে বর্তমানে অর্থ আয় করছেন।আরও পড়ুন গুগল অ্যাডসেন্স
এখন আপনি যদি adsense অ্যাডসেন্স এর সেবা গ্রহন করতে চান তাহলে ফ্রীতে গুগল এডসেন্সর নিয়ম নীতি মেনে অংশগ্রহণ করতে পারেন। গুগল এডসেন্স অংশগ্রহণ করার আগে AdSense-এ অংশগ্রহণ করার যোগ্যতামান অর্জন করতে হবে। কীভাবে এর যোগ্যতা অর্জন করবেন বা আপনার যোগ্যতা আছে নাকি এই সব নীচের পদক্ষেপ অনুসরণ করে জানতে পারবেন।
AdSense-এ অংশগ্রহণ করার যোগ্যতা কি?AdSense-এ অংশগ্রহণ করার যোগ্যতা নিন্মে আলোচনা করাহল। গুগল এডসেন্স এর নিয়ম অনুযায়ী কিছু ধাপ নিচে দেওয়া হল-
১ ধাপ.
ডোমেইন কি?
এক কথাই বলতে গেলে কোন ওয়েব সাইটের নাম কে ডোমেইন বলা হয়। আরও পড়ুন ডোমেইন কি বা কাকে বলে? হোস্টিং কি বা কাকে বলে? আপনার ডোমেইন নেই, চিন্তার কোন কারণ নেই blogger blogspot সাইটে free তে আপনি একটি ডোমেইন তৈয়ার করে AdSense যোগ্যতা অর্জন করে নি।আরও পড়ুন ব্লগার ব্লগস্পট একটি ব্লগ তৈরি করবেন যেভাবে।
ইউটিউব চ্যানেল? youtube ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইহা অনলাইন প্রযুক্তির বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। আপনিও ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আরও পড়ুন ( youtube চ্যানেল খোলার পদ্ধতি)
২ ধাপ.
আপনার ওয়েব সাইটের কন্টেন্ট এর গুনগতমান ভালো থাকতে হবে। কন্টেন্ট কি?কন্টেন্ট মানেই হচ্ছে একগুচ্ছ লেখা চোখের সামনে ভেসে ওঠে পড়ার জন্য। আর বিস্তারিত কন্টেন্ট কাকে বলে? যেকোনো তথ্যবহুল বিষয় বা পণ্যকে বিস্তারিতভাবে উপস্থাপন করাই হচ্ছে কনটেন্ট। যেমন আমরা কোন নির্দিষ্ট বিষয়ের উপর গুগল সার্চ করলেই যে লেখা চোখের সামনে ভেসে ওঠে বা দেখতে পাই তাহা কন্টেন্ট। অনলাইনের দুনিয়াতে কন্টেন্টকে রাজা বলা হয়। আরও পড়ুন কন্টেন্ট কি? জানার চেষ্টা করি
৩ ধাপ.
আপনার বয়স ১৮ বছর হতে হবে। ১৮ বছর বা তার বেশি হলে তবেই AdSense-এ অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারবেন।
ওপরের উল্লিখিত বিষয় এর যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি AdSense সাইন-আপ বা রেজিস্টার বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারেন।
গুগল এডসেন্স একাউন্ট কি?
এইটা আবার নতুন করে কি আর বলব। আমরা সবাই কম বেশী ফেসবুক ব্যাবহার করি। ফেসবুক ব্যাবহার করতে যেমন একাউন্ট বা রেজিস্টার করতে হয় ঠিক তেমন গুগল এডসেন্স একাউন্ট বা google adsense sign up করতে হয়।
সাইন আপ বলতে কি বুঝায়?
এক কথায় sign up মানে আপনি যেখানে প্রবেশ করতে চান ঐ খানে একাউন্ট খোলা।
বিস্তারিত ভাবে বলতে গেলে, আপনি যদি কোন ওয়েব সাইটে প্রথম একাউন্ট করে ভিতরে প্রবেশ করতে চান তাহলে আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনি প্রথম যেই বাটন টা ক্লিক করবেন সেটা হচ্ছে Sign Up. একবার Sign Up করার পর আপনি যত বার ঐ ওয়েব সাইটে প্রবশ করতে চান তত বার আপনাকে যেই বাটন টা ক্লিক করতে হবে সেটা হচ্ছে Sign In. ( Amdad Ullah)
অ্যাডসেন্স একাউন্ট কিভাবে খুলবো?
অ্যাডসেন্স একাউন্ট খুলতে হলে আপনার ২টি আইডি লাগবে।এই ২ই হলে আপনি AdSense অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন আপনার AdSense অ্যাকাউন্ট তৈরি করবেন কি ভাবে?
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?
আপনি AdSense অ্যাকাউন্ট তৈরি করতে নীচের ধাপগুলি অনুসরণ করুন:
আপনি AdSense অ্যাকাউন্ট খুলতে প্রথমে https://www.google.com/adsense/start-এ যান।
> আপনি যে সাইটে বিজ্ঞাপন দেখাতে চান সেই সাইটের ইউআরএল লিখুন। (যেমনঃhttps://www.abac.com) > আপনার ইমেল আইডি লিখুন।(AdSense আপনাকে কাস্টমাইজড সহায়তা ও পারফর্ম্যান্স সম্পর্কিত পরামর্শ পাঠাবে কিনা বেছে নিন।) এবং সেভ করুন ও চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন। তারপর> আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
> আপনার দেশ বা অঞ্চল বেছে নিন।
> AdSense-এর নিয়ম ও শর্তাবলী পড়ে নিয়ে তাতে সম্মতি দিন। তারপর
> অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্পে ক্লিক করুন। এভাবে আপনি নিজের নতুন AdSense অ্যাকাউন্টে সাইন-ইন এর কাজ শেষ করলেন।
গুগল এডসেন্স লগ-ইন বা সাইন-ইন করুন। সাইন-ইন পর আপনি হয়ত দেখতে পাবেন যে, আপনার নতুন AdSense অ্যাকাউন্টের কয়েকটি বিকল্প আবছা দেখাচ্ছে। এর কারণ হল আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি চালু হয়নি- আরও জানুন কীভাবে আপনার AdSense অ্যাকাউন্ট চালু করবেন।
এর উত্তর আগেও বলেছি,ওয়েবসাইট বা ইউটিউব এ কত ভিউ এ কত টাকা দেবে তা নির্ভর করে গুগল অ্যাডসেন্স এর উপর। গুগল অ্যাডসেন্স অ্যাড বিজ্ঞাপন থেকে কত আয় করা যায় তা সঠিক বলা মশকিল। কিন্তু এইটা ঠিক যে, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ হওয়ার সময় ভিডিওতে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন শো করে আর সেই বিজ্ঞাপনে ভিউয়াররা কি পরিমান ক্লিক করে বা বিজ্ঞাপন কতক্ষণ দেখছে বা বিজ্ঞাপন কতটুকো দেখার পর স্কিপ করছে এইসব মিলে আরো কিছু আনুষাঙ্গিক বিষয় হিসাব করে গুগল অ্যাডসেন্স ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের এর জন্য টাকা দিয়ে থাকে। তাই প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয় তা গুগল অ্যাডসেন্স নির্ধারণ করে। সুতারাং বুঝতে পেরেছেন ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়? এখানে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের কিছু করার নাই।
গুগল এডসেন্স ব্যাংক একাউন্টঃ যদি আপনার আয় 100.00 US$ এর নিচে হয় তাহলে টাকা তুলতে পারবেন না। এবং কি আপনার আয় 100.00 US$ এর নিচে হলে গুগল এডসেন্স ব্যাংক একাউন্ট এর জন্য দরখাস্ত করতেও পারবেন না।
adsense appro হতে কত দিন লাগে?
ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে যখন AdSense-এর মাধ্যমে আয় এর জন্য উপযুক্ত মনে করবে তখন আপনার উক্ত সাইট এডসেন্স এপ্রুভ করে দেবে। । AdSense এর নিয়ম নীত সব ঠিক থাকলে ৭ দিনের মাঝে এডসেন্স এপ্রুভ করে দেবে।
adsense approval, এডসেন্স এপ্রুভাল, ডিজেবল এডসেন্স, এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি
গুগল এডসেন্স এর বিকল্প, এডসেন্স এর সেরা বিকল্প