স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকে আয় করুন Make money from YouTube ( youtube চ্যানেল খোলার পদ্ধতি)

ইউটিউব থেকে আয় করতে হলে আপনাকে প্রথমেই youtube channel ইউটিউব চ্যানেল খুলতে হবে। 
youtube ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ইহা অনলাইন প্রযুক্তির বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এখানে সবার জন্য উন্মুক্ত একের ভীতর সব বিষয়... জানা অজানা, সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ, গল্প ইত্যাদি প্রায় বাংলা, ইরেজি, হিন্দি, আরবি চাইনিস সহ প্রায় সমস্ত দেশের ভাষায় ভিডিও দেখা যায়। কখনও ভেবে দেখেছেন? ইউটিউবে এই ভিডিও কোথায় থেকে আসে! হাহাহা হাঁসি পেলো মনে। হাসারি কথা ছোটদের মত বলতেছি তাই হাসেন। হাসলে স্বাস্থ্য থাকে ভালো । স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না। একারণেই বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। যাহোক হাসেন, বেশী বক বক করতেছি কিন্তু আপনি জানেন হইতো youtube এ এই ভিডিও গুলি আমাদের মতো লোকেরা আপলোড করে। যেমন সোশ্যাল মিডিয়া facebook এ আপলোড করি। facebook আপলোড করতে যেমন আইডি খুলতে হয় ঠিক তেমন youtube এ ভিডিও আপলোড করতে আইডি বা youtube চ্যানেল খুলতে হয়। চিন্তার কোন কারণ নাই। আপনিও ফেসবুক এর মতো youtube এ সম্পূর্ণ ফ্রিতে youtube চ্যানেল খুলতে পারবেন। 

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম?
ইউটিউব একাউন্ট খোলার নিয়ম ফেসবুক এর মতো সহজ। এখানে ছবি সহকারে আলোচনা করা হল। নিম্নের ছবি ও ধাপ অনুসরণ করে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি জেনে নিন। 

আপনি youtube সাইট ওপেন করুন। ওপেন করা হলে দেখুন উপরের ডান কোনে লগইন বা Sign In খুজে নিন। ওখানে যান তার পর ফেসবুক করে মত করে জিমেল আইডি দিয়ে লগইন করুন। জিমেইল আইডি না থাকলে Create a Gmail account ।জিমেইল আইডি কীভাবে খুলবেন? আরও পড়ুন  (Gmail জিমেইল খোলার পদ্ধতি) 

লগইন বা sign in করা সঠিক হলে (উপরের ছবইর মত দেখতে পাবেন উপরের ডান কোনে যান। তীর চিহ্নের যান তারপর (নিছের ছবি দেখুন) আপনার দেওয়া জিমেইল দিয়ে youtube আইডি করা না থাকলে নীচের ছবি মত দেখাবে। crest a channel এ যান। 


নেট কানেট ঠিক থাকলে নিছের ছবির মত দেখাবে। এখানে GET STARTED 
নেট কানেট ঠিক থাকলে নিছের ছবির মত দেখাবে।এইভাবে তৈয়ার হল আপনার 
youTube চ্যানেল। 

আশা করি এখন বুঝতে পেরেছেন কীভাবে youtube channel ইউটিউব চ্যানেল এর অ্যাডমিন বা পরিচালক হবেন। এখন আপনার দায়িত্ব, টিপাটিপি গুতাগুতি যা মন চায় করেন। আস্তে আস্তে সব জেনে যাবেন।


কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন অ্যানড্রয়েড মোবাইল দিয়েঃ youtube সফটওয়্যার ওপেন করুন।youtube এর ডান কোনে  প্রোফাইল ক্লিক করেন এরপর Create a video or post–এ (ক্যামেরার ওপর যোগ চিহ্ন দেওয়া আইকন) ক্লিক করলে Upload video এবং Go live অপশন পাবেন।Upload video ক্লিক করলে করলে নতুন পেইজ ওপেন হবে। এখানে select file ক্লিক করবেন। তাহলে একটি নতুন উইন্ডোজ আসবে এখান থেকে আপনার ড্রাইভে থাকা ভিডিও ফাইল খুজে মার্ক করুন। এবং ওপেন ক্লিক করে দিন। দেখবেন উক্ত ভিডিওটির ডিটেলস এবং next> next>save>finish করে ভিডিও আপলোড করুন। শিডিউল পোস্টও করতে পারেন। ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল ও প্লে লিস্ট যুক্ত করে Publish–এ ক্লিক করে ভিডিও পাবলিশ করুন।


My Channel থেকে Customize Channel–এ ক্লিক করে Channel Icon এবং Channel Art যোগ করুন। Channel Trailer যোগ করুন। হোম পেজ সাজান। প্লে লিস্ট তৈরি করুন।

About–এ ক্লিক করে চ্যানেল ডেসক্রিপশন, ই–মেইল, লোকেশন, সামাজিক যোগাযোগমাধ্যমের লিংক যোগ করুন।

Status and Features–এর পাশের Verify অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে চ্যানেলটি অবশ্যই ভেরিফাই করে নিন।


Channel থেকে Branding–এ ক্লিক করে চ্যানেল ব্র্যান্ডিং করুন।

Video Manager থেকে End Screen & Annotation যোগ করুন। Analytics থেকে বিভিন্ন তথ্য দেখে নিতে পারেন।
 

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকে আয় করুন  Make money from YouTube''  ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে অংশ নিতে হবে। কীভাবে অংশ নিবেন? মনিটাইজেশন কি?

আপনার চ্যানেলটিতে ১২ মাসে কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকলে, তা মনিটাইজেশনের জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুন-  সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পদ্ধতি সহ আর অনেক সাইট থেকে ভিডিও ডাউনলোড করার উপায় জেনে নিন। 


ইউটিউব থেকে আয় কি হালাল? হালাল শব্দের অর্থ হচ্ছে বৈধ, উপকারী ও কল্যানকর বস্তু ও কাজসমূহ। যা কিছু মানুষের জন্য উপকারী ও কল্যানকর ওই সকল কাজ ও বস্তুকে মহান আল্লাহ পাক মানুষের জন্য হালাল করে দিয়েছেন। যেমন: নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা করা, গরুর গোশত ইত্যাদি। 
হারাম শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, অবৈধ, অকল্যানকর কাজ ও বস্তুসমূহ। যে সমস্ত কাজ বা বস্তু মানুষের জন্য অপকারী বা ক্ষতিকর তার সব কিছুই ইসলামে মহান আল্লাহ পাক হারাম করেছেন। যেমন : শুকরের গোশত, ঘুষ, সুদ, বেপর্দা এবং সকল পাপ কর্ম ইত্যাদি।আরও জানুন daily-bangladesh ইসলামের দৃষ্টিতে হালাল ও হারাম


ইউটিউব থেকে কত আয় করা যায়? ইউটিউবে আয়ের পরিমাণ নির্দিষ্ট করে বলা কখনো সম্ভব নয়।কত টাকা উপার্জন হবে তা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও এর ধরণ, ভিডিও ভিউস, মনেটাইজেশনের পদ্ধতি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। এইসব বিষয়ের উপর ভিত্তি করে সেটা এক টাকা থেকে শুরু ১০ লাখ টাকাও হতে পারে।  

ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়?
ইউটিউব এ কত ভিউ এ কত টাকা দেবে তা নির্ভর করে গুগল অ্যাডসেন্স এর উপর। গুগল অ্যাডসেন্স অ্যাড বিজ্ঞাপন থেকে ইউটিউব থেকে কত আয় করা যায় তা সঠিক বলা মশকিল। কিন্তু এইটা ঠিক যে, ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউ হওয়ার সময় ভিডিওতে গুগল অ্যাডসেন্সবিজ্ঞাপন শো করে আর সেই বিজ্ঞাপনে ভিউয়াররা কি পরিমান ক্লিক করে বা বিজ্ঞাপন কতক্ষণ দেখছে বা বিজ্ঞাপন কতটুকো দেখার পর স্কিপ করছে এইসব মিলে আরো কিছু আনুষাঙ্গিক বিষয় হিসাব করে গুগল অ্যাডসেন্স ইউটিউব চ্যানেলের এর জন্য টাকা দিয়ে থাকে। তাই ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয় তা গুগল অ্যাডসেন্স নির্ধারণ করে। সুতারাং বুঝতে পেরেছেন ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়? এখানে ইউটিউব চ্যানেলের কিছু করার নাই।

ইউটিউব থেকে টাকা তোলার উপায়? আয় এর পরিমাণ ন্যূূনতম যদি 100.00 US$ হয় তাহলে আপনি টাকা তুলতে পারবেন। Youtube থেকে টাকা তুলব কিভাবে? আরও পড়ুন ইউটিউব বা গুগল অ্যাডসেন্স থেকে টাকা উঠাবেন যেভাব

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...