স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ইউটিউব বা গুগল অ্যাডসেন্স থেকে টাকা উঠাবেন যেভাবে

ইউটিউব থেকে টাকা তোলার উপায়? ইউটিউব থেকে টাকা ওঠানো যায় না কারণ ইউটিউব টাকা দেয় না। ভুল বললাম কি? সত্যি, টাকা দেবে গুগল অ্যাডসেন্স কারণ ইউটিউব ভিডিও তে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন দেখায় এর ফলে টাকা দিয়ে থাকে গুগল অ্যাডসেন্স। ইউটিউব থেকে আয় এর টাকা গুগল অ্যাডসেন্স একাউন্ট এ জমা হয়। সুতারং ইউটিউব এর এই টাকা গুগল অ্যাডসেন্স প্রদান করে। এখন জানার বিযয় হল ইউটিউব বা গুগল অ্যাডসেন্স থেকে টাকা উঠাবেন। 

কিভাবে গুগল অ্যাডসেন্স থেকে টাকা উঠাবেন? আপনি কি অ্যাডসেন্স এর (পেমেন্টগুলি) পেমেন্ট সেটিংস করেছিলেন? না করে থাকলে প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগইন করে পেমেন্ট সেটিংস অপশনে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত যেভাবে চেয়েছে সেভাবে যোগ করুন।

অ্যাডসেন্স কী ভাবে পেমেন্ট করে? আয় এর পরিমাণ ন্যূূনতম যদি 100.00 US$ হয়, তবে প্রতি মাসে পেমেন্ট করে থাকে। ১০০ ডলারের কম হলে আপনি পেমেন্ট সেটিংস করতে হইত পারবেন না। যদি না পারেন চিন্তার কোন কারণ নাই যখন ১০০ ডলার হবে তখন পেমেন্ট সেটিংস করে নিয়েন।

পেমেন্ট সেটিংস করার পর কাজ শেষ। এরপর ১০০ ডলার বা তার বেশি হলে তা আপনার অ্যাকাউন্টে চলে আসবে।

এ ছাড়া আপনি চেক হিসেবে টাকা গ্রহণ করতে পারবেন। চেক হিসেবে টাকা গ্রহণ করতে গেলে আপনি যে ঠিকানা দেবেন সেখানে অ্যাডসেন্স কর্তৃপক্ষ চেক পাঠাবে। ব্যাংকে সেই চেক জমা দিয়ে ক্যাশ অর্থ গ্রহণ করতে পারবেন।

তবে চেক গ্রহণের ক্ষেত্রে আপনার Payee প্রোফাইলে যে ঠিকানা যুক্ত করবেন সেই অনুসারে চেকে ঠিকানা লেখা থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...