স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ব্লগ/ ব্লগার/ ব্লগার ব্লগস্পট/একটি ব্লগ তৈরি করুন। ( ব্লগার ব্লগস্পট একটি ব্লগ তৈরি করবেন যেভাবে)

নিজের হাতে নিজের জন্য তৈয়ার করুন blogger সাইটে ফ্রী ব্লগস্পট ব্লগ সাইট। তার আগে জেনে নিন ব্লগ কি?   

ব্লগ blog: ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। আরও পড়ুন ব্লগ

blogger কি ?
ব্লগার কি যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। আরও পড়ুন ব্লগ 

ব্লগ ও ব্লগার একটি উন্মুক্ত ব্লগ তৈরির প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক ব্লগ মুক্তভাবে তৈরি করা যায়। আরও পড়ুন ব্লগার (সেবা)

ব্লগার ব্লগস্পট blogger blogspot
জেনে রাখা ভালো ব্লগস্পট বা ব্লগার ব্লগ হলো গুগলের একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। । ঠিক, ব্লগস্পট বা ব্লগার Google পরিষেবার একটি।
এই ব্লগ পরিচালনা করবে কে? আপনি নিজেই এই ব্লগ পরিচালন করবেন। তাই দেরি না করে আপনার জন্য একটি ফ্রী ব্লগ তৈয়ার করুন। আশা করি উপরের বক্তব্য থেকে blogspot কি, ব্লগস্পট কি জানতে পারলাম। 

নিজের জন্য ফ্রীতে একটি ব্লগ তৈরি করুনঃ আপনার নিজের জন্য পছন্দের নাম দিয়ে ফ্রি ব্লগ সাইট তৈরি করুন।ফ্রি ব্লগ সাইট তৈরি বা ব্লগ সাইট খোলার নিয়ম নিন্মে দেওয়া হল-

blogger প্রথমে আপনি জিইমেল দিয়ে ব্লগারে সাইন ইন করুন। যদি আপনার জিইমেল না থাকে ইন্টারনেট ব্রাউজার বা গুগলে সার্চ করুন new gmail account অথবা   Create your Google Account  এ যান। না বুঝলে আরও পড়ুন (Gmail জিমেইল খোলার পদ্ধতি) 

এখন বাম দিকে, ডাউন তীরটি V ডাউন তীরটি ক্লিক করুন। 
নতুন ব্লগ ক্লিক করুন। 
আপনার ব্লগের জন্য একটি নাম লিখুন। 
পরবর্তী ক্লিক করুন। এ
কটি ব্লগের ঠিকানা বা URL চয়ন করুন। 
সংরক্ষণ ক্লিক করুন। 
এইভাবে তৈয়ার হল আপনার নিজের একটি ফ্রি ব্লগ সাইট বা ওয়েব সাইট।এবং অ্যান্ড্রয়েডে মোবাইল ফোন ব্যবহার কারী ব্লগার blogspot সাইটে পোস্ট, পোস্ট সম্পাদনা, সংরক্ষণ কম্পিউটার এর মত সব কাজ করতে পারবেন।

নাবুঝলে নতুনদের জন্য আরও সহজ ভাবে আলোচনা করা হল।
ব্লগস্পট টিউটোরিয়াল বিস্তারিঃ আপনি আপনি নতুন blogger সাইট কীভাবে শুরু করবেন? নীচের ধাপ অনুসরণ করুন, আশা করি সহজ ভাবে ফ্রি ব্লগ সাইট তৈরি করতে পারবেন। তাহলে শুরু করুন।

ধাপ ১. একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করুনঃ কিভাবে ব্লগ তৈরি করা যায়? আপনি  www.blogger.com এ যান।
 
এখানে create your blog যান। এখন আপনার জিমেইল আইডি দিয়ে লগইন করেন। লগ ইন করার পরে, এখানে আপনার ডিফল্ট গুগল প্লাস প্রোফাইল হিসাবে ব্যবহার করতে বলা হবে।

আপনার ব্লগটি চালু করতে continue to blogger "আপনার ব্লগ তৈরি করুন" বোতামে ক্লিক করুন। 

ধাপ ২. ব্লগের নাম এবং থিম নির্বাচন করাঃ এই ধাপে আপনি আপনার ব্লগের জন্য একটি পছন্দের ডোমেন নাম নির্বাচন করুন। (জেনে নিন- ডোমেইন কি বা কাকে বলে? হোস্টিং কি বা কাকে বলে? ) আপনি চেষ্টা করুন একটি সংক্ষিপ্ত ডোমেন নাম দেওয়ার জন্য। কারণ এই ডোমেইন নাম সহজ ও সরল হলে মানুষ মনে রাখতে পারবে। এবং এমন নাম নির্বাচন করবেন যে নামের সাথে আপনার ব্লগ বিষয়ের সাথে মিল থাকে। মনে করেন আপনি গল্প, বিজ্ঞান, ভিডিও বা খবর যে কোন বিষয়ে ব্লগ করতে চান তা হলে ঐ বিষয় মিল রেখে বল্গ নাম দিন।

এর পরে, আপনার ব্লগের জন্য একটি উপযুক্ত থিম চয়ন করুন এবং  crate blog  "ব্লগ তৈরি করুন" (চিন্তা করবেন না , সর্বদা এগুলি পরে পরিবর্তন করতে পারেন)

ধাপ ৩.  Optimizing Your Blogger Blog- আপনি আপনার ব্লগটি তৈরি করার পরে নিজের পছন্দ অনুযায় সাজিয়ে নিন।

ব্লগার সেটিংসঃ এর পর আপনার ব্লগে একটি বিবরণ যুক্ত করুন।

"সেটিংস" এ থাকা বিকল্প গুলো থেকে আপনি নিজের মত আপনার ব্লগটিকে সাজিয়ে তৈয়ার করতে পারেন।

আপনার ব্লগার ব্লগের এই বিবরণ এর অনেক গুরুত। পাঠকগন চার্চ ইঞ্জিনগুলিতে অনুসন্ধান করে তখন এই বিবরণ আপনার ব্লগটি কী তা জানতে সহায়তা করে। তাই আপনি মূল "সেটিংস প্যানেল" এর নীচে বেসিক সেটিংস বিকল্পটি নির্বাচন করে এইটা সেট করতে পারেন।

পোস্ট বিভাগঃ এখানে কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ সেটিংস
Optimizing your blog for SEO

এই বিভাগে, আপনি অনুসন্ধান ইঞ্জিনগুলির জন্য আপনার ব্লগটিকে অনুকূলিত করতে পারবেন।

ব্লগ অনুসন্ধান পছন্দসমূহঃ মেটা ট্যাগ: আপনি এখানে আপনার ব্লগ সম্পর্কে একটি ভাল সংক্ষিপ্ত বিবরণ লিখবেন। এটি অনুসন্ধান ইঞ্জিনগুলিতে উপস্থিত হবে এবং পাঠকদের আপনার ব্লগে আকৃষ্ট করবে।
কাস্টম পৃষ্ঠাটি পাওয়া যায় নি: লোকেরা যখন কোনও URL এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে অবতরণ করে, তখন আর আপনি তাদের কাছে একটি বার্তা সেট করতে পারেন যে পৃষ্ঠাটি বিদ্যমান নেই। আপনি যে কোনও কাস্টম টেক্সট বা এইচটিএমএল বার্তা সেট করতে পারেন তাদের পরবর্তী কী করতে হবে তা নির্দেশ করে। কাস্টম পুনর্নির্দেশগুলি: যদি কেউ আপনার পোস্ট বা পৃষ্ঠাগুলির সাথে কোনও লিঙ্ক করে এবং আপনি সেই পৃষ্ঠাটি মুছে ফেলতে পারেন বা সে কোনও অস্তিত্ব নেই এমন কোনও ভুল URL এর সাথে লিঙ্ক করে, আপনি এই বিকল্পটি কোনও একক পৃষ্ঠায় পুনঃনির্দেশ করতে এই বিকল্পটি ব্যবহার করতে পারেন। আদর্শভাবে, এটি এখানে আপনার হোমপৃষ্ঠা URL হওয়া উচিত।

ধাপ ৪. থিম এবং লেআউটঃ এখন, এই বিভাগে, টেম্পলেট বিন্যাস সম্পাদনা করা যায়। আপনার ব্লগে গ্যাজেটগুলি যুক্ত করুন, সরান এবং সম্পাদনা করুন। গ্যাজেটগুলি পুনরায় সাজানোর জন্য ক্লিক করুন এবং টেনে আনুন। কলাম এবং প্রস্থ পরিবর্তন করতে, ব্যবহার করুন।

ধাপ ৫  আপনি প্রথম পোষ্ট শুরু করবেন যেভাবে-  পোষ্ট এর শিরনাম (title) দিয়ে নীচের বক্সে  পছন্দের গল্প কবিতা শুরু করেন। ডান পাশে লেবেল উল্লেখ  করুন এবং পোষ্ট লেখা শেয হলে পাবলিশ করে দিন।  



ব্লগস্পট থেকে আয় করুনঃ এই বিভাগের মাধ্যমে আপনার সাইট থেকে আয় করার জন্য সেটিং করতে পারবেন। ছবি দেখুন বুঝতে পারবেন।



ব্লগস্পট সাইটে কীভাবে অ্যাডসেন্স ব্যাবহার করবেন এই বিষয় অন্য কোন পোষ্টে আলোচনা করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...