স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

সোনা বা স্বর্ণের ওজন পরিমাপ ও স্বর্ণের হিসাব নিকাশ সম্পর্কে জেনে নিন

আমি ফ্রী সময়ে ''গুগল'' সার্চ করে বিভিন্ন বাংলা সাইটে টু মারি এইটা নিত্য দিনের বদ অভ্যাস হয়ে পড়েছে। আমার কাছে যে পোষ্টা দেখতে ভালো লাগে তাহা কপি করে, সবার জন্য উন্মুক্ত ব্লগে পোস্ট করে পুরাতনকে নতুন ভাবে আপনাদের কাছে তুলে ধরি মাত্র। যাহোক আর বেশী কথা না বলি, আজকের মূল  আলোচনার বিষয় সোনা বা স্বর্ণের ওজন পরিমাপ পদ্ধতি বা স্বর্ণের ওজনের হিসাব । 

আমাদের সবার পরিবারে কম-বেশি স্বর্ণ ব্যবহার করে। বিভিন্ন প্রয়োজনে আবার সবাই মোটামুটি স্বর্ণ কেনা-কাটা করি। আমাদের দেশে সাধারনত স্বর্ণ বিক্রির একক হিসেবে ভরি ব্যবহার করা হয়। কিন্তু 

বিদেশে স্বর্ণ কিনতে গেলে ভরি হিসেবে কিনতে পারবেন না। কারণ, বিদেশে স্বর্ণ বিক্রির একক হিসেবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক কিলোগ্রাম ব্যবহার করা হয়। যার ভগ্নাংশ হচ্ছে গ্রাম। স্বর্ণ যেহেতু অনেক মূল্যবান, তাই লোকে অত্যন্ত অল্প পরিমাণে এটা কিনে থাকে। তাই স্বর্ণের ওজন পরিমাপে গ্রাম ই বেশি ব্যবহার হয়।

আমরা অনেকেই জানি না। ১ ভরি সমান কত গ্রাম বা কত গ্রামে ১ ভরি।  এটা জানা থাকলে দেশ-বিদেশে স্বাচ্ছন্দে স্বর্ণ কেনাকাটা করতে পারবেন। সেইসঙ্গে দামের পার্থক্যটাও ধরতে পারবেন। তার আগে  

স্বর্ণ স্বর্ণ কেনার সময় যা জানা বেশী প্রয়োজনঃ 
আপনি কত ক্যরেটের স্বর্ণ কিনছেন বা কিনবেন। স্বর্ণ সাধারনত: ২৪, ২২, ২১ ও ১৮ ক্যরেটের হয়ে থাকে বা ১৪ এবং ১০ ক্যরেটেরও স্বর্ণ আছে। কোন ক্যরেট স্বর্ণের মান ভালো বা কেমন হবে তাহা জানা প্রয়োজন। স্বর্ণের ক্যারেট চেনার উপায় জানার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।   

ক্যারেট অনুযায়ী পিউরিটির একটি তালিকা নিন্মে তুলে ধরছিঃ  

২৪ ক্যারেট= ৯৯.৯৯ % পিউর

২২ ক্যারেট= ৯১.৬০ % পিউর

২১ ক্যারেট=৮৭.৫০% পিউর

১৮ ক্যারেট= ৭৫.০০ % পিউর

১৪ ক্যারেট= ৫৮.৫ % পিউর

১০ ক্যারেট= ৪১.৭ % পিউর

এ তালিকা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই আপনি যখনই কোন স্বর্ণের অর্ণামেন্টস কিনবেন অবশ্যই অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা ক্যারেট লেখা দেখে নিবেন। 22 ক্যারেট স্বর্ণ চেনার উপায় অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা লেখা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট , ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট। চেনের হুকে খোদায় করা থাকে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরঃ মনে করেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ গ্রাম (১১.৬৬৩৮ গ্রামে ১ ভরি)। ধরেন, স্বর্ণের দাম এখন ৪৪.৫০ ইউএস ডলার। যদি ১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি হয়, এই হিসেবে এক ভরি স্বর্ণের মুল্য ১১.৬৬৩৮X৪৪.৫০ = ৫১৯.০৪ ডলার এখন মনে করেন এক ডলার সমান বাংলাদেশের ১০০ টাকা। তাহলে ৫১৯.০৪ ডলার সমান ৫১৯০৪ টাকা হয়। ঠিক, আন্তর্জাতিক ও বাংলাদেশী টাকায় বাজারের মূল্য ধরে  নির্ণয় করা যাবে স্বর্ণ কত টাকা ভরি এবং বাংলাদেশী কত টাকা হবে।  

সিঙ্গাপুরের মোস্তাফা মার্কেটের দরঃ 
১ গ্রাম (১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি) স্বর্ণের দাম এখন ৫৫.৭০ ডলার। যদি ১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি হয়, এই হিসেবে এক ভরি স্বর্ণের মুল্য ১১.৬৬৩৮X৫৫.৭০ = ৬৪৯.৬৭ ডলার
এখানে যে দাম দেখানো হল, নিজ দায়িত্বে স্বর্ণের বর্তমান দাম ধরে হিসাব করে নিবেন।  

সোনার পরিশুদ্ধতা (ক্যারাট) পরিমাপের গাণিতিক সুত্রঃ 
X=24/(Mg/Mm) এখানে, X হল সোনার ক্যারাট হিসাব ,Mg হল অলংকারে খাটি সোনার ভর এবং Mm হল অলংকার এর মোট ভর। 

স্বর্ণ পরিমাপের এককঃ 
এই পরিমাপের একক আমাদের বাংলাদেশে বহুল ব্যবহার হয়ে থাকে। 
১ ভরি = ১৬ আনা
১ ভরি = ৯৬ রতি
১ আনা = ৬ রতি

কিন্তু আন্তর্জাতিক পরিমাপের একক ভিন্ন যেমনঃ 
১ আউন্স = ২.৪৩০৫ ভরি
১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম 
১ ভরি = ০.৪১১৪৩ আউন্স 
১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম

আশা করি আপনাদের কাজে লাগবে। নেট থেকে সংগৃহীত 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...