স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

জেনে নিন গাছের মাপ বা ফুট হিসাব.

গাছ মাপের হিসাব, গাছের ফুট হিসাব, সাইজ কাঠের হিসাব, কাঠ পরিমাপের সূত্র ইত্যাদি সবাই জানে না। বর্তমান প্রযুক্তির যুগে অনলাইন থেকে google মামার সাহায্য নিয়ে যে কোন বিষয় জানা যায় খুব সহজে। নিজ প্রয়োজনে গুগোল থেকে Search করলাম গাছের হিসাব এবং আপনাদের সাথে শেয়ার করে এখানে সংগ্রহ করলাম মাত্র। আশা করি আপনাদের ভালোলাগবে। 
gacer map
তার আগে জেনে নিন গাছের মাপ হিসাব কিভাবে করতে হয়। ১ সিএফটি = কত ফুট?

সিএফটি বের করার নিয়ম নিম্নে আলোচনা করা হলঃ 
১ সিএফটি = ১ ফুট (এক কথায়) আবার ১ ফুট = ১৪৪ পাঠ 
১৪৪ পাঠ = ১ সিএফটি বা ফুট
১২ পাঠ = ১ ইঞ্চি 
১২ ইঞ্চি = ১ ফুট  

এখন গাছ মাপার হিসাব দেখুন 
আমরা সাধারণত ফুট হিসাবে গাছ/ কাঠ কেনা বেচার কথা বলি। আমরা কিন্তু গাছ/ কাঠ হিসাব হয় সিএফটি অনুযায়। আমরা এই সিএফটিকে ফুট বলে থাকি। কারণ ফুটের সাথে সিএফটি সংখ্যার মিল। ১cft=১ft । এই জন্য আমরা সিএফটিকে ফুট বলে থাকি। যাহোক, আপনি ১ সিএফটি বা ১ ফুট কাঠ কিভাবে বাহির করবেন? cft বা ফুট বের করার নিয়ম জানতে হলে আপনাকে কাঠ মাপার নিয়ম ও সূত্র জানতে হবে। নিচে কাঠ মাপার সূত্র দেওয়া হলঃ 

চেরাই কাঠের হিসাব ২ ভাবে করা যায়।
kater hisab সুত্রঃ
১। দৈঘ্য (ফুট)  X প্রস্থ(ইঞ্চি) X থিকনেস্থ(ইঞ্চি) X সংখ্যা  ÷  ১৪৪ =  সিএফটি


ব্যাখ্যাঃ 
উচ্চতা (৬ফুট বা ৭২ ইঞ্চি )  X পাশ (১২ ইঞ্চি) X পুরুত্ব (২ ইঞ্চি) = ১৪৪ পাঠ = ১ ফুট বা ১ সিএফটি । 

অথবা, ১৪৪পাঠ X ১২ইঞ্চি = ১৭২৮ ইঞ্চি= ১ ফুট বা ১ সিএফটি 

উদাহারনঃ ১
মনে করি, একটি দরজার মাপ।  উচ্চতা ৬.৮ ফুট, পাশে ৩৭ ইঞ্চি, পুরুত্ব হলো ১.০৫ ইঞ্চি হলে এখানে দরজার মাপ অনুযায়ী কত সিএফটি বা ফুট কাঠ হবে??  

চেরাই কাঠের হিসাব 

মনে রাখবেন, দৈর্ঘ্য  মাপ ফুটে হিসাব হবে,  আর প্রস্থ ও  থিকনেসের মাপ হিসাব ইঞ্চিতে হবে।   
সমাধানঃ  
প্রশ্ন মতে,
উচ্চতা ৬.৮ ফুট আর পাশে ৩৭ ইঞ্চি ও পুরুত্ব হলো ১.৫ ইঞ্চি

চেরাই কাঠের হিসাব করার সূত্র। 
দৈঘ্য (ফুট) x প্রস্থ(ইঞ্চি) x থিকনেস্থ(ইঞ্চি)  x সংখ্যা  ÷  ১৪৪ = সিএফটি 

সুত্র মতে, উচ্চতা ৬.৮ (ফুট বা ৮১.৬ ইঞ্চি ) X পাশে ৩৭ (ইঞ্চি) x পুরুত্ব বা প্রস্থ ১.৫ (ইঞ্চি)  ÷  ১৪৪ = সিএফটি  (মনে রাখবেন উচ্চতার ক্ষেএে এখানে হিসাবে ফুট আসবে)  

=>৬.৮X৩৭X১.৫ ÷ ১৪৪  = সিএফটি 
=>  ৩৭৭.৪  ÷  ১৪৪ = সিএফটি 
=> ২.৬৩ = সিএফটি 

আমরা জানি, সিএফটি সমান ফুট
সুতারাং ২.৬৩ = সিএফটি বা ফুট গাছে। 

২। সূত্রঃ ইঞ্চিতে চেরাই কাঠের হিসাব সূত্র দৈঘ্য (ইঞ্চি) X প্রস্থ(ইঞ্চি) X থিকনেস্থ(ইঞ্চি) X সংখ্যা ÷  ১৭২৮=  সিএফটি  

উদাহারনঃ ২ 
মনে করি, একটি দরজার মাপ।  উচ্চতা ৬.৮ ফুট বা ৮১.৬ ইঞ্চি পাশে ৩৭ ইঞ্চি, পুরুত্ব হলো ১.০৫ ইঞ্চি হলে এখানে দরজার মাপ অনুযায়ী কত সিএফটি বা ফুট কাঠ হবে??  
 
=>৮১.৬X৩৭X১.৫ ÷ ১৭২৮=  সিএফটি  
=>  ৪৫২৮.৮ ÷  ১৭২৮=  সিএফটি  
=> ২.৬৩ = সিএফটি 


গোল কাঠের হিসাব: গাছের গোল মাপের হিসাব
kater map

 gol kater hisab সূত্র
গোল কাঠের হিসাব ২ ভাবে করা যায়।
১। ফুটে {(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬=CFT 
২।  ইঞ্চিতে  কাঠের হিসাব সুত্র {(বেড়xবেড়)ইঞ্চিx লম্বা ফুট }÷2304= CFT
৩। ইঞ্চিতে  কাঠের হিসাব সুত্র {(বেড়xবেড়)ইঞ্চি x লম্বা ইঞ্চি }÷২৭৬৪৮= CFT 

উদাহারনঃ ১  
মনে করি, একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ) ৫ ফুট ও লম্বা ১০ ফুট হয়। তাহলে কাঠটি কত CFT বা ফুট হবে

গোল কাঠের কেবি হিসাব
সমাধানঃ 
সুত্র মতে, {(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬= CFT
=> {(৫x৫)x ১০}÷১৬= CFT
=> {২৫x১০}÷১৬= CFT 
=> ২৫০÷১৬= CFT 
=> ১৫.৬২  = CFT বা ফুট।

উদাহারনঃ 2  
মনে করি, একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ) ৬০ ইঞ্চি ও লম্বা ১০ ফুট হয়। তাহলে কাঠটি কত CFT বা ফুট হবে?  

সুত্র মতে, {(বেড়xবেড়)ইঞ্চি x লম্বা ফুট }÷2304= CFT
=> {(৬০x৬০)x ১০}÷২৩০৪= CFT 
=> {৩৬০০x১০}÷২৩০৪= CFT 
=> ৩৬০০০÷২৩০৪= CFT 
=> ১৫.৬২  = CFT বা ফুট।


উদাহারনঃ ৩  
মনে করি, একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ) ৬০ ইঞ্চি ও লম্বা ১০ ফুট বা ১২০ ইঞ্চি হয়। তাহলে কাঠটি কত CFT বা ফুট হবে?   


সুত্র মতে, {(বেড়xবেড়)ইঞ্চি x লম্বা ইঞ্চি }÷২৭৬৪৮= CFT 
=> {(৬০x৬০)x ১২০}÷২৭৬৪৮= CFT 
=> {৩৬০০x১২০}÷২৭৬৪৮= CFT 
=> ৪৩২০০০÷২৭৬৪৮= CFT 
=> ১৫.৬২  = CFT বা ফুট। 
হিসাবে কোন ভুল ধরা পড়লে কমেন্ট করে জানাবেন, এর থেকে আর কোন সহজ মাপ জানা থাকলে এখানে শেয়ার করবেন। আশা করি সবার উপকারে আসবে।   

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...