স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ঘরে বসে article writing আর্টিকেল লিখে টাকা আয় করুন

অনলাইনে এর মাধ্যমে আয় করার নানা রকমের উপায় আছে। নানা রকমের উপায়ের মাঝে একটি হল,   ঘরে বসে article writing আর্টিকেল লিখে টাকা আয় করুন । আর্টিকেল কি? গুগলে ট্রান্সলেট article এর অনুবাদ প্রবন্ধ, অনুচ্ছেদ, সামগ্রী, বস্তু, দফা, সম্পাদকীয় প্রবন্ধ, বিষয়বস্তু, দ্রব্য, সম্ভার, জিনিস, অণুচ্ছেদ ইত্যাদি। আবার ইংলিশ গ্রামার - English grammar অনুযায় যে Word কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বুঝায় তাদেরকে Article বলে । সংক্ষেপে a, an, এবং the কে Article বলে । Article দুই প্রকার।
1. Indefinite Article and
2. Definite Article.

ঘরে বসে article writing  আর্টিকেল লিখে টাকা আয় করুন 
অনলাইন থেকে আর্টিকেল লিখে টাকা আয় করতে হলে আপনাকে ভালো মানের কন্টেন্ট লেখতে হবে।কন্টেন্ট কি? এক কথায় কন্টেন্ট মানেই হচ্ছে একগুচ্ছ লেখা। আরও বিস্তারিত ভাবে  কন্টেন্ট কি? জানার চেষ্টা করি। 

কিন্তু অনলাইন এর ভাযায় আর্টিকেল বলেতে বুঝায় লেখনী বা Writer বা লেখক। সহজ ভাষায়  article writing হচ্ছে যে কোন ব্যক্তি বা বস্তুুকে সুন্দর করে মনের ভাব প্রকাশ করে সবার মাঝে ফুটিয়ে তুলা বা উপস্থাপন করা। আপনি যেকোনো বিষয় বা বস্তু নিয়ে  ঘরে বসে article writing  আর্টিকেল লিখে টাকা আয় করুন। এখন বুঝতে পেরেছেন আর্টিকেল কি। আপনি 
বাংলা আর্টিকেল লেখেও  টাকা আয় করতে পারবেন।

আর্টিকেল লেখার জন্য কি জানতে হবে? আশা করি উপর্যুক্ত আলোচনা থেকে জানতে পেরেছেন যে আর্টিকেল রাইটিং বা আর্টিকেল কাকে বলে। এখন আপনার জানার ইচ্ছা হল, আর্টিকেল লেখার জন্য কি জানতে হবে? এক কথায় ''শিক্ষা'' তাছাড়া আমি বলবো লেখতে হলে পড়া লেখা জানতে হবে। 

আপনি আর্টিকেল লেখার কৌশল আয়ত্ত করতে পারলে আর্টিকেল লেখার ওয়েবসাইট এ লেখে টাকা আয় করতে পারবেন। এ ছাড়াও আপনি নিজের ওয়েবসাইটে লেখে আয় করতে পারেন। যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে free তে   ব্লগ/ ব্লগার/ ব্লগার ব্লগস্পট/একটি ব্লগ তৈরি করুন। বাংলা আর্টিকেল রাইটিং। 

আর্টিকেল লেখার কৌশলঃ মনে করেন আপনি একটি আর্টিকেল  অর্থাৎ  প্রবন্ধ বা  রচনা লেখতেছেন। আশা করি আপনি প্রবন্ধ বা  রচনা লেখার নিয়ম কি জানেন। আপনি যেভাবে প্রবন্ধ বা  রচনা  লেখেন ঠিক ঐ ভাবে সাজিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করেবন। আপনিও পারবেন আর্টিকেল লিখে টাকা আয় করতে  ''ইনশাআল্লাহ''  আর্টিকেল লেখার কৌশল হল যেকোনো   ব্যক্তি বা বস্তুুকে নিয়ে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লেখে পাঠক বা ওয়েবসাইট ভিজিটর/ ব্লগ ভিজিটর এর নিকট হাজির বা তুলে ধরবেন। যেমন প্রবন্ধ বা  রচনা  লেখার শুরু হয় টাইটেল বা নাম দিয়ে এখানেও টাইটেল বা নাম দিয়ে শুরু করবেন। কি নিয়ে লেখতেছেন তার  টাইটেল বা নাম। এর পর আপনি ভুমিকা, গুরুত্ব, উপকারিতা, অপকারিতা এবং উপসংহার তথ্য বিস্তারিত আলোচনা করে শেষ করবেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...