বন্ধু অর্থ কি, বন্ধু কখন কীভাবে হয় তাহার কোন সময় রেখা নেই। চলতে পথে জীবনের সঙ্গে নানান ভাবে বন্ধুত্ব ঘটে। নতুন বন্ধুত্ব যখন হয় আসতে আসতে এক জনের সাথে এক জনে মায়া মহব্বত তৈয়ার হয়।
প্রকৃত বন্ধু সেই যে বন্ধুর বিপদে চায়ার মত লেগে থাকে। বর্তমানে বন্ধু নিয়ে স্ট্যাটাস এর কোন অভাব নেই। ভালো বন্ধু, সুসময়ের বন্ধু উক্তি- যে স্বার্থ নিয়ে বন্ধুত্ব করে। সত্যিকারের বন্ধুত্ব সবাই হতে পারে না। বন্ধু মানে কি বর্তমানে সবাই জানে না। বন্ধু মানে ২ দেহ এক আত্মা। এমনি হওয়া চায় বন্ধু। বন্ধু কাকে বলে বা বন্ধুত্ব কাকে বলে বিশ্লেষণ করা সম্ভব নয়। একেক বন্ধু একেক রকমের হয়।
বন্ধুত্বের সংজ্ঞা হল, এক আত্মা, এক প্রান হয়ে একে অপরে সুখে দুঃখের সাথী। বন্ধুত্ব কি বলে বা লেখে শেষ করা মত নয়। বন্ধু চাড়া জীবন সংসার শুন্য। বন্ধুত্বের ভালোবাসা হবে ফুলের মত।
বন্ধু কবিতা, বন্ধুত্ব কবিতা, বন্ধু পিক, বন্ধুত্ব রচনা