স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বিবাহ নিয়ে রাজনীতি

শিরোনাম দেখে বুঝতেছেন বিবাহ নিয়ে রাজনীতি মূলক পোষ্ট। বিবাহ শব্দের অর্থ, বিয়ে কি? বিয়ে মানে কি? দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি হল বিয়ে। বাঙালি বিয়ে এখন রং আর ডং দিয়ে শুরু হয়। সামাজিক ভাবে বিয়ের ইতিহাস বলার সঠিক কোন তথ্য আলোচনা কয়া মুশকিল। তবে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ঐ দিকে তাকালে বুঝা যায়, আল্লাহ তাআলা মানুষ থেকে শুরু করে সব কিছু জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। এখান থেকে বুঝা যায় পৃথিবী সৃষ্টির সঙ্গে বিয়ের কোননা কোন মিল আছে।

ইসলামে বিয়ে করার নিয়ম। বিবাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। বর, কনে ২টি পড়িবারের সমতীতে সমাজের উপস্থিতি ও শরিয়ত সুন্নত মতে বর ও কনের সাথে সম্পর্কের স্বীকৃতি দেওয়া হয়।

ইসলামিক বিয়ে, বিয়ে নিয়ে হাদিস/ বিবাহ সম্পর্কিত হাদিস-

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হলো— তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবনসঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম-প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। ’ (সুরা রুম, আয়াত :২১)
বিবাহ কত প্রকার/ বিবাহের প্রকারভেদঃ এখানে বিভিন্ন প্রকার বিয়ে নিয়ে আলোচনা করা হল
1)পারিবারিক বিয়ে হলো-ইলেকশন
2)প্রেমের বিয়ে হলো- সিলেকশন।
3)আর পালিয়ে বিয়ে হলো- স্বতন্ত্র।
4)দুই জনের অমতে বিয়ে হলে স্বৈরতন্ত্র।
5)প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করা হলো দলীয় মননয়ন।
6) নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধার সম্মুখীন হওয়াই হলো বিরোধী দলের ষড়যন্ত্র।
7) বিয়ে নাহ করা হচ্ছে, একনায়কতন্ত্র।
8)নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলো গণতন্ত্র।
9)কাজিনের সাথে বিয়ে হলে রাজতন্ত্র।
10) তাবিজ করে বিয়ে করলে তন্ত্রমন্ত্র।

বিয়ে কবিতা ইসলামে বিবাহ হিন্দু বিবাহ, বিবাহ মন্ত্র বিবাহ পড়ানোর নিয়ম

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...