মিথ্যার চাপে আজ সত্য বিলুপ্ত। মিথ্যা বলা মহাপাপ এই কথার মূল্য দিতে আমরা জানি না। শত্রু হওয়ার মিশিন, সত্য বড় কঠিন। তা না হলে কেন, সর্বস্তরে উচ্চস্বরে মোড়ল সমাজ মিথ্যা বলে যাচ্ছে!!! বিশ্বাস করেন বা না করেন, এই মিথ্যার পূজারি আমরা। মিথ্যার চাপে আজ সত্য বিলুপ্ত।মিথ্যা কথা বললে কি হয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই কথা আমরা মানি না।
শত্রু হওয়ার মিশিন, সত্য বড় কঠিন। বিশ্বাস করেন বা না করেন, সত্য বলে দেখুন বুক ফুলিয়ে চলা ফেরা করতে পারবেন না। সমাজকে মিথ্যার কালো ছায়াই ঘিরে রেখেছে। এই জন্য মনে হয়, আইনের চোখ কালো কাপড়ে বাধা। মিথ্যা কথা নিয়ে উক্তি, মিথ্যার চাপে আজ সত্য বিলুপ্ত।
মিথ্যা বলা মহা পাপ হাদিস, কোরআন ও হাদিসের আলোকে
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘মিথ্যা তো তারাই বানায়, যারা আল্লাহর নিদর্শনসমূহের ওপর ঈমান রাখে না। বস্তুত তারাই মিথ্যুক। ’ (সুরা নাহাল, আয়াত: ১০৫)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘মুনাফেকদের নিদর্শন তিনটি : কথা বলার সময় মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। ’ (বুখারি, হাদিস নং : ৩৩, মুসলিম, হাদিস নং : ৫৯)