ফোনে বা মোবাইল নাম্বারে অপরিচিত নম্বর থেকে কল আসলে রিসিভ করতে মন চায় না। ভাবতেছেন এইটা কার নাম্বার? কে কল দিল? কেন কল দিল? মনে হাজার প্রশ্ন কিন্তু কল রিসিভ করতেছেন যে কোন কারনে। আবার মনে মনে ভাবতেছে- যদি অপরিচিত নাম্বারের ঠিকানা পরিচয় জানতাম তা হলে কল রিসিভ করে কথা বলতাম। চিন্তার কন কারন নেই। যদি এমন হয় মনে, তাহলে আপনি ঐ নুতুন নাম্বার কার চেক করে নিতে পারেন। বর্তমান ডিজিটাল যুগে আপনি যে কারো মোবাইল নাম্বার দিয়ে পরিচয় জানতে পারেন এই জন্য শুধু আপনাকে কিছু পদ্ধতি বা নিয়ম অবলম্বন করতে হবে।
(নোটঃ এই জন্য আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে সুংযুক্ত থাকতে হবে।)
মোবাইল ডাটা অথবা ওয়াইফাই নেটওয়ার্ক এর মাধ্যমে ট্র্যাক করে জেনে নিন নাম্বার ব্যাবহারকারীর পরিচয়।
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় জানার জন্য google play store এ রয়েছে কিছু mobile tracking apps । যেমনঃ WhosCall, truecaller app ইত্যাদি। এছাড়াও রয়েছে Imo, WhatsApp, Viber Messeng, এবং কিছু ওয়েবসাইট। আপনি এই সব এর মাধ্যমে জানতে পারবেন নতুন নাম্বারের লোকটির নাম, ঠিকেনা। কিভাবে মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করা যায়? এই জন্য আপনার মোবাইলে-
truecaller app ডাউনলোড করে ইনস্টল করুন।
(নোটঃ আপনাকে এই ওয়েবসাইটে gmail অথবা microsoft account দিয়ে জইন বা রেজিস্টার করে নিতে হবে।)
WhosCall: truecaller app এর বিকল্প অ্যাপের মধ্যে WhosCall সবচেয়ে জনপ্রিয়। WhosCall এর কার্যকারিতা truecaller app এর মতোই।
Mobile Number Locator: মোবাইল নম্বর লোকেটর হল একটি ট্র্যাকিং অ্যাপ। এই অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই পরিচালনা করা যায়। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপটি। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দিতে সক্ষম।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার উপায় বা গাইড গুগল প্লে থেকে download করুন।