স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

জমি বন্ধকী চুক্তিপত্র কিভাবে করবেন জেনে নিন

নেট থেকে সংগৃহীতঃ জমি বন্ধকী চুক্তিপত্র। আমার প্রয়োজনে সংগ্রহ করেছি এবং আপনাদের সাথে জমি বন্ধকী চুক্তিপত্র শেয়ার করলাম মাত্র। আশা করি আপনাদের বন্ধকী চুক্তিপত্র করার কাজে লাগবে ।  
জমি বন্ধকী চুক্তিপত্র নুমুনা নিচে দেওয়া হল।    নাম ঠিকানা পরিবর্তন করে ব্যাবহার করুন। নিচে জমির চুক্তিনামার ২টি নিয়মে দেওয়া আছে যেটা আপনার ভালো লাগে ব্যাবহার করতে পারবেন। 

jomi bondhok nama kivave kore

জমি বন্ধকী চুক্তিপত্র
নুরুস ছাফা পিতাঃ নুরুল ইস্লাম , মাতাঃ জাহানারা বেগম, সাং- বালিয়াদি, ৯ নং ওয়ার্ড, ইউনিয়নঃ ১৪ নং হাইতকান্দি, উপজেলাঃ মিরসরাই, জেলাঃ চট্টগ্রাম।
.................. জমি বন্ধক গ্রহীতা।
জনাব সফর আলী, পিতাঃ কেলা মিয়া, মাতাঃ খাতুন, সাং- বালিয়াদি, ৯ নং ওয়ার্ড, ইউনিয়নঃ ১৪ নং হাইতকান্দি, উপজেলাঃ মিরসরাই, জেলাঃ চট্টগ্রাম।
.................... জমি বন্ধক দাতা।
পরম করুণাময় মহান আল্লাহর নামে জমি বন্ধকী চুক্তিনামা সম্পাদন করার উদ্দেশ্যে আমি বন্ধক দাতা এই মর্মে ব্যক্ত করিতেছি যে, তপশীলোক্ত জমি আমি দাতার ওয়ারিশী ও খরিদা সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় জমি হয়। আমার পারিবারিক খরচ নির্বাহ জন্য নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় তপশীলোক্ত ২০(বিশ) শতক অর্থাৎ ৬০(ষাট) কড়া নাল জমি অদ্য ১৯/০২/২০১৫ ইং তারিখ হইতে ১৮/০২/২০১৮ পর্যন্ত অর্থাৎ ০৩(তিন) বছরের জন্য বন্ধক রাখিয়া অদ্য ১৯/০২/২০১৫ ইং তারিখ নিম্নলিখিত সাক্ষীগণের সাক্ষাতে আমি গ্রহিতার নিকট হইতে মং-২৫,০০০/-
চলমান পাতা-০২

পাতা-০২
(পচিশ হাজার) টাকা নগদ গ্রহণ করিলাম। নির্ধারিত সময় পর্যন্ত আপনি গ্রহীতা নিম্নবর্ণিত তপশীলোক্ত জমি ভোগ দখলে থাকিবেন। মেয়াদ পূর্ণ হইলে আপনার প্রদত্ত সমুদয় টাকা আপনার বরাবরে ফেরত প্রদান পূর্বক জমি বন্ধক মুক্ত করিতে বাধ্য থাকিব। উল্লেখ্য যে, মেয়াদের পরও আপনার আসল টাকা ফেরত না দেওয়া পর্যন্ত জমি আপনার ভোগ দখলে স্থিত থাকিবে। আপনার আসল টাকা ফেরত দেওয়ার পর জমি বন্ধক মুক্ত হইবে। বন্ধককৃত জমি আপনি গ্রহিতা ব্যতিত অন্য কাহাকেও কোন প্রকার বন্ধক, হেবা, দান, বা হস্থান্তর করি নাই। যদি আপনার ভোগ দখলে কোন প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করি বা করাই আপনার ভোগ দখলে কোন প্রকার সমস্যা হইলে আসল টাকা ফেরত সহ দ্বীগুন ক্ষতিপূরণ দিতে এবং শঠামীর দায়ে আইন আদালতে শাস্তিভোগ করিতে বাধ্য থাকিব। আমার সম্পাদিত অত্র বন্ধকনামা সর্বাদালতে গ্রহণযোগ্য ও বলবৎ হইবে।
চলমান পাতা-০৩

পাতা-০৩
এই করারে, স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিস্কে, কাহারো বিনা প্ররোচনায় উপরোক্ত বিষয়াদি পড়িয়া শুনিয়া নগদ টাকা গ্রহণ করে অত্র বন্ধকনামার শিরোভাগে নিজ নাম স্বাক্ষর/ টিপসহি করিলাম।

ইতি/তারিখঃ ১৯/০২/২০১৫ ইং।
তপশীলঃ
মৌজাঃ বালিয়াদি, উপজেলাঃ মিরসরাই, জেলাঃ চট্টগ্রাম।
ওয়ারিশী সূত্রে ও খরিদা সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় জমি।
বি.এস. খতিয়ান নং- ৫৬৯, বি.এস.দাগ নং-  

মোট জমির পরিমাণঃ ২০(বিশ) শতক বা ৬০(ষাট) কড়া জমি বন্ধককৃত বটে।
মেয়াদঃ ৩ বসর। টাকার পরিমাণঃ ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা। প্রকাশ থাকে যে, কেরামত আলীর জমিতে ভোগদখল থাকিবে।

সাক্ষীগণের স্বাক্ষরঃ
১।
২।

৩।

তথ্য সূত্রঃ fminternationalbd জমি বন্ধকী চুক্তিপত্র সংগৃহীত। 



জমির চুক্তিনামা নুমুনা নং ২ 

জমি বন্ধকের অঙ্গিকার নামা


প্রথম পক্ষ (গ্রহীতা) :     মোঃ  ছাহাদ আলী

পিতাঃ মৃত- তছলিম উদ্দিন

সাং- শরিফেরপাড়া ।

ডাকঃ বাগদুয়ার ।

উপজেলাঃ পীরগঞ্জ,জেলাঃ রংপুর।

 

 

দ্বিতীয় পক্ষ (দাতাঃ):     মোঃ ফুল মিয়া

                           পিতাঃ ফছির উদ্দিন

সাং-  মহাদীপুর ।

ডাকঃ রায়পুর ।

উপজেলাঃ পীরগঞ্জ, জেলাঃ রংপুর। 

 

চলমান পাতা-২ 

 

আমি দ্বিতীয় পক্ষ মোঃ ফুল মিয়া আমার টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় অন্য কোন উপায় না পাইয়া আমার ৫০ শতক আবাদী  জমি যাহার মৌজাঃ---------------------------জে,এল,নং-------------খতিয়ান নং-সাবেক -------নতুন--------, দাগ নং-সাবেক--------------- নতুনঃ--------------------বন্দক রাখার প্রস্তাব করিলে প্রথম পক্ষ উহা বন্দক গ্রহণ করিতে সম্মত হন। উক্ত জমির বিপরীতে ৮০,০০০/- (আশি হাজার) টাকা, একযোগে বুঝিয়া পাইয়াছি, উক্ত জমি  বন্দক ৩ বছরের জন্য।   উপস্থিত স্বাক্ষীগনের সম্মূখে নিজ নাম সহি সম্পাদন করিলাম।

প্রথম পক্ষের নাম ও স্বাক্ষর                                           দ্বিতীয় পক্ষের নাম ও স্বাক্ষর





স্বাক্ষীগনের নাম ও স্বাক্ষরঃ

১। নামঃ 
পিতার নামঃ পিতার নামঃ
গ্রামঃ গ্রামঃ
ডাকঃ ডাকঃ
উপজেলাঃ উপজেলাঃ
জেলাঃ জেলাঃ


২। নামঃ  
পিতার নামঃ পিতার নামঃ
গ্রামঃ গ্রামঃ
ডাকঃ ডাকঃ
উপজেলাঃ উপজেলাঃ
জেলাঃ জেলাঃ



তথ্য সূত্রঃ kumedpurup.rangpur.gov.bd জমি বন্দকের চুক্তি নামা সংগৃহীত।


স্ট্যাম্প ব্যবহারে সতর্কতাঃ টাকা লেনদেনের ক্ষেত্রে সাধারণ চুক্তির নিয়ম পালন করলেই হবে। সাধারণত দেখা যায়, কেউ চুক্তিপত্রের কাজ শুনলেই পঞ্চাশ, একশো কিংবা একশো পঞ্চাশ টাকার সমমূল্যের স্ট্যাম্পে দলিল তৈরি করে থাকে। সাধারণ চুক্তিপত্র আসলে তিনশ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এটাচড করতে হয়। ক্ষেত্র বিশেষে এর ব্যতিক্রম হতে পারে যদিও, তবুও এই প্রক্রিয়ায়ই স্ট্যাম্প ব্যবহার করে টাকা লেনদেনের চুক্তিবদ্ধ এবং চুক্তি পত্র তৈরি করতে হবে। 
সাধারণ চুক্তিপত্র নোটারী পাবলিক কিংবা প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট দিয়ে নোটারাইজড করতে হবে। এই প্রক্রিয়ায় সহজেই চুক্তি বদ্ধ হওয়া যাবে। 

জমি বন্ধক রাখার নিয়ম , জমি ইজারা চুক্তিনামা, জমি ভাড়ার চুক্তিপত্র, জমি বন্ধক আইন, বন্ধকী জমির মাসআলা জমি বিক্রয় চুক্তিনামা, টাকা লেনদেনের চুক্তিপত্র লেখার নিয়ম



ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...