স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বাংলা ব্লগ বা ব্লগস্পটে গুগল অ্যাডসেন্স সোনার হরিণ)

আপনি কি নতুন? আমিও নতুন। নতুন কি হয়েছে, তাই বলে কি অবিজ্ঞতা শেয়ার করবো না। আপনি জানেন কি? বাংলা ব্লগ বা ব্লগস্পটে গুগল অ্যাডসেন্স অনুমোদন দিচ্ছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু  নেই। গুগল অ্যাডসেন্স এর অ্যাড ব্যাবহার করে অনেকেই আয় করে যাচ্ছে। আপনার সখের ব্লগস্পট বা ব্লগ সাইট গুগল অ্যাডসেন্স এর অনুমোদন পেলে কেমন লাগবে একবার ভেবে দেখুন। হ্যাঁ, সত্যি বলতেছি ব্লগ বা ব্লগস্পটে গুগল অ্যাডসেন্স অনুমোদন দিচ্ছে।  খেয়াল করে   দেখুন  ctg2baliadi.blogspot.com  ব্লগস্পট সাইট।  গুগল অ্যাডসেন্স এর অনুমোদন পেয়েছে। 

 

 বার বিশ্বাস হয়েছে। আপনার সখের ব্লগ বা ব্লগস্পট সাইটকে নিজের মত করে  গড়ে তুলেন। 

আপনি নতুন? ব্লগ বা ব্লগস্পট সাইট নাই? নো টেনশন, ব্লগ বা ব্লগস্পট বিষয়ে আরও জানুন। অনুসরণ করুন যাদের নিজের বল্গ সাইট নেই তাদের জন্য  । ব্লগ বা ব্লগস্পট তৈয়ার করে নিন এবং গুগল অ্যাডসেন্স থেকে আয় করুন। একটি কথা মনে রাখবেন। কোন কিছু করতে হলে ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে। কথায় আছে, এক লাপে গাছে ওঠা যায় না। ধৈর্য্য নিয়ে এগিয়ে যেতে হবে যে কোন কাজ সহজ হয়ে যাবে। ইনশাল্লাহ।  


গুগল অ্যাডসেন্স থেকে আয় করা যায় এই কথা সত্য। গুগল অ্যাডসেন্স থেকে আয় এর মূল উৎস ভিজিটর। ভিজিটর কি? ভিজিটর হল আপনি ও আমি। এই ভিজিটর কোথায় পাবো? আপনার ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেলের এর মাধ্যমে। যদি আপনার ওয়েব সাইট না থাকে তা হলে  ব্লগার ব্লগস্পট/একটি ব্লগ তৈরি করুন  এবং আপনার যদি youtube Chanel না থাকে তাহলে  youtube চ্যানেল খোলার পদ্ধতি অনুসরণ করুন। এখন আসেন, ভিজিটর দিয়ে কীভাবে আয় হয়? আপনার ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দিয়ে। এখন adsense অ্যাডসেন্স কি? গুগল এডসেন্স ইনকাম বা গুগল এডসেন্স থেকে টাকা আয় করবেন যেভাবে অনুসরণ করে বিস্তারিত জেনে নিন। এককথায় আপনার ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেলের প্রচারিত গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন এর ভিউ ও ভিজিটর উপর ভিত্তি করে আয় হয়।


গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে হলে Google Adsense account থাকতে হবে।

আবার চিন্তায় পড়ে গেলেন। অ্যাকাউন্ট তৈরি করার ঝামেলা। বিরক্তি বোধ করলে হবেনা। ধৈর্য্য ছাড়া কি হয়।  গাছ লাগিয়ে ফল খাওয়ার আশা করলে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়। Google Adsense থেকে কিছু পেতে হলেও ধৈর্য্য সহকারে এগিয়ে যেতে হবে। তাই   https://www.google.com/adsense/start থেক সাইন-আপ করে নিন। ধৈর্য্যহারা হলে চলবেনা। চালিয়ে যেতে হবে। দেখবেন আপনিও পারবেন।


ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...