খতিয়ান কি? মৌজা ভিত্তিক এক বা একাদিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা হয় তাকে খতিয়ান বলে। বিভিন্ন খতিয়ান সম্পর্কে আরও পড়ুন CS(সি এস)/ RS(আর এস)/ SA(এস এ)/ PS(পি এস)/ BS(বি এস/ সিটি জরিপ/ দিয়ারা জরিপ- সি.এস. জরিপ/ পেটি/ পর্চা/ চিটা/ দখলনামা/ বয়নামা/ জমাবন্দি/ দাখিলা/ হুকুমনামা / জমা খারিজ/ মৌজা
আনা গন্ডা কড়া ক্রান্তি তিল কে শতকে রূপান্তর |
মনে রাখবেনঃ
১টি খতিয়ানের মোট জমিকে ১৬ আনা ধরা হয়। তাই, আনা সংক্রান্ত সম্পর্ক যাবতীয় হিসাব জানা জরুরি।
আমরা জানি, স্বর্ণ-রূপা আনাতে হিসাব করা হয়। ১৬ আনা সমান ১ ভরি।আরও পড়ুন সোনা বা স্বর্ণের ওজন পরিমাপ ও স্বর্ণের হিসাব নিকাশ সম্পর্কে জেনে নিন ।
আমরা জানি, ১৬ আনা = ১ টাকা।
১ টাকার হিসাব নিন্মে দেওয়া হলঃ
২৫ পয়সা = ৪ আনা
৫০ পয়সা = ৮ আনা
১০০ পয়সা = ১ টাকা পূর্ণ
১ টাকা = ১০০ পয়সা= ১৬ আনা
সুতারাং ১ টাকা = ১৬ আনা।
বিস্তারি জেনে রাখা ভালঃ
(২৫ পয়সা সমান ৪ আনা + ২৫ পয়সা সমান ৪ আনা + ২৫ পয়সা সমান ৪ আনা + ২৫ পয়সা সমান ৪ আনা ) = ১০০ পয়সা = ১৬ আনা= ১ টাকা
(৫০ পয়সা সমান ৮ আনা + ৫০ পয়সা সমান ৮ আনা) = ১০০ পয়সা = ১৬ আনা= ১ টাকা)
সুতারাং ১৬ আনা = ১ টাকা = ১০০ আনা = ১ টাকা পূর্ণ । যখন বাংলাদেশে ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা চল ছিল। এখন এই সব পয়সা অচল। আরও পড়ুন বাংলাদেশি মুদ্রা ও কাগজের নোট কয়টি ও কি কি জেনে নিন।
নিচে খতিয়ানে /১।৴১ আনা গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুন এর বিস্তারিত আলোচনা করা হলঃ
আমরা প্রায় দেখি পুরাতন খতিয়ানে মালিকের নামের পাশে /১।৴১ সাংকেতিক চিহ্ন রূপে কে কত অংশ জমি পাবে উল্লেখ করা থাকে। এই সাংকেতিক চিহ্নকে আনা গন্ডা-কড়া-ক্রান্তি-তিল-রেনু-ঘুন-বলা হয়।
সাংকেতিক চিহ্ন /১।৴১ এর অর্থ আনা গন্ডা কড়া ক্রান্তি তিল। এই সব সাংকেতিক চিহ্ন সহজ ভাবে বুঝার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।
আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল-রেনু-ঘুন এর মাধ্যমে জমিজমার হিসাব নিকাশ করার নিয়মঃ-
ধরেন, আপনার একটি খতিয়ান আছে। এই খতিয়ানে ১০১,১০৩,১০৬ দাগ বা আর বেশী দাগ আছে। সব দাগ মিলে যেমনঃ ৮+৬+৫= ১৯ শতক জমি আছে। এখানে ভাই, বোন, চাচা, ফুফু সহ ৭ জন ১৯ জমির মালিক। কিন্তু খতিয়ানে সাংকেতিক চিহ্ন /১।৴১ রূপে পরিষ্কার উল্লেখ করা আছে যে, কে কত অংশের মালিক।
মনে রাখবেন,
১ টি খতিয়ানের মোট জমিকে ১৬ আনা ধরা হয়।
১৬ আনার চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ
চিহ্ন = সাংকেতিক নাম
⁄ = ১ আনা
১৬ আনার হিসাব |
এই ১৬ আনা ধরে পুরাতন খতিয়ানের সকল মালিকদের সম্পূর্ণ জমির অংশকে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি,তি্ রেনু ঘুন করে জমির মালিকানা ভাগ করে দেওয়া হয়। নিচে গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুন এর চিহ্ন = সাংকেতিক নাম দেওয়া হল।
গন্ডা চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ
চিহ্ন = সাংকেতিক নাম
২ = ২ গন্ডা
৩ = ৩ গন্ডা
৪ = ৪ গন্ডা
৫ = ৫ গন্ডা
৬ = ৬ গন্ডা
৭ = ৭ গন্ডা
৮ = ৮ গন্ডা
৯ = ৯ গন্ডা
১০ = ১০ গন্ডা
১১ = ১১ গন্ডা
১২ = ১২ গন্ডা
১৩ = ১৩ গন্ডা
১৪ = ১৪ গন্ডা
১৫ = ১৫ গন্ডা
১৬=১৬গন্ডা
১৭=১৭গন্ডা
১৮=১৮গন্ডা
১৯=১৯গন্ডা
২০ = ২০ গন্ডা
চিহ্ন = সাংকেতিক নাম
। = ১কড়া [ । চিহ্ন বাংলা অর্থ দাড়ি, ইংরাজী অর্থ ফুলস্টপ ]
।। = ২কড়া
৸ = ৩কড়া
ক্রান্তি চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ
চিহ্ন=সাংকেতিক নাম
৴ = ১ক্রান্তি
৴৴ = ২ক্রান্তি
৴৴৴ ক্রান্তি = ১কড়া
তিল চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ
২০ তিলে ০১ ক্রান্তি । তিল কে ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ ইত্যাদি হিসাবে লেখা হয়ঃ
চিহ্ন=সাংকেতিক নাম
১ = ১তিল
২ = ২তিল
৩ = ৩তিল
৬ = ৬তিল
৭ = ৭তিল
৮ = ৮তিল
৯ = ৯তিল
১০ = ১০তিল
১১ = ১১তিল
১২ = ১২তিল
১৩ = ১৩তিল
১৪ = ১৪তিল
১৫ = ১৫তিল
১৬=১৬তিল
১৭=১৭তিল
১৮=১৮তিল
১৯=১৯তিল
২০ = ২০ তিল
আনা গন্ডা কড়া ক্রান্তি তিলের চিহ্ন = সাংকেতিক নাম জানার পর ওখন, রেনু ঘুন চিহ্ন জানা প্রয়োজন আছে। যেমন ১ ভাগের ৭ সমান 0.142857, কথায়ঃ শূন্য পয়েন্ট এক চার দুই আট পাঁচ সাত। পুলস্টপ এর পরের সংখ্যা গুলকে আমরা পয়েন্ট হিসাবে ধরি। এই পয়েন্ট গুলীকে জমিজমার হিসাব নিকাশ এর সময় রেনু-ঘুন হিসাবে গণনা করা হয়। তাই আসুন রেনু- ঘুন এর চিহ্ন সহ হিসাব জানার চেষ্টা করি ।
আনা গন্ডা কড়া ক্রান্তি তিলের হিসাব ক্যালকুলেটরঃ কড়া গন্ডা চিহ্ন
আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল এর চিহ্ন |
ঘুন- রেনু-তিল- ক্রান্তি- কড়া- গণ্ডা -আনার হিসাব নিচে দেওয়া হল
কড়া গন্ডার হিসাব বাহির করার সূত্র |
আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল সমান কত বর্গফুট এর হিসাব নিচে দেওয়া হলঃ
⁄ (এক আনা) = ১৭,২৮০ বর্গফুট
১ গণ্ডা = ৮৬৪ বর্গফুট
১ কড়া = ২১৬ বর্গফুট
৴ (১ ক্রান্তি) = ৭২ বর্গফুট
৷ (১ তিল) =৩.৬ বর্গফুট
প্রশ্নঃ
সুতারাং ১৬ আনা= ৩২০ গণ্ডা
আনা গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুন এর হিসাবঃ
১৬ আনাকে গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুনের হিসাব করে দেখানো হল।
তাহলে, ১৬ আনা= 16 x 480 = 76800 তিল