স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

খতিয়ানে /১।৴১ আনা গন্ডা কড়া ক্রান্তি তিল থেকে শতাংশে হিসাব করার নিয়ম জেনে নিন

খতিয়ান কি?  মৌজা ভিত্তিক এক বা একাদিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা হয় তাকে খতিয়ান বলে। বিভিন্ন খতিয়ান সম্পর্কে আরও পড়ুন CS(সি এস)/ RS(আর এস)/ SA(এস এ)/ PS(পি এস)/ BS(বি এস/ সিটি জরিপ/ দিয়ারা জরিপ- সি.এস. জরিপ/ পেটি/ পর্চা/ চিটা/ দখলনামা/ বয়নামা/ জমাবন্দি/ দাখিলা/ হুকুমনামা / জমা খারিজ/ মৌজা 


আনা গন্ডা কড়া ক্রান্তি তিল কে শতকে রূপান্তর

মনে রাখবেনঃ
১টি খতিয়ানের মোট জমিকে ১৬ আনা ধরা হয়। তাই, আনা সংক্রান্ত সম্পর্ক যাবতীয় হিসাব জানা জরুরি। 

আমরা জানি, স্বর্ণ-রূপা আনাতে হিসাব করা হয়। ১৬ আনা সমান ১ ভরি।আরও পড়ুন সোনা বা স্বর্ণের ওজন পরিমাপ ও স্বর্ণের হিসাব নিকাশ সম্পর্কে জেনে নিন ।

আমরা জানি, ১৬ আনা = ১ টাকা।


১ টাকার হিসাব নিন্মে দেওয়া হলঃ
২৫ পয়সা = ৪ আনা
৫০ পয়সা = ৮ আনা
১০০ পয়সা = ১ টাকা পূর্ণ 
১ টাকা = ১০০ পয়সা= ১৬ আনা
সুতারাং ১ টাকা = ১৬ আনা।


বিস্তারি জেনে রাখা ভালঃ
(২৫ পয়সা সমান ৪ আনা + ২৫ পয়সা সমান ৪ আনা + ২৫ পয়সা সমান ৪ আনা + ২৫ পয়সা সমান ৪ আনা ) = ১০০ পয়সা = ১৬ আনা= ১ টাকা

(৫০ পয়সা সমান ৮ আনা + ৫০ পয়সা সমান ৮ আনা) = ১০০ পয়সা = ১৬ আনা= ১ টাকা)

সুতারাং ১৬ আনা = ১ টাকা = ১০০ আনা = ১ টাকা পূর্ণ । যখন বাংলাদেশে ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা চল ছিল। এখন এই সব পয়সা অচল। আরও পড়ুন  বাংলাদেশি মুদ্রা ও কাগজের নোট কয়টি ও কি কি জেনে নিন। 

নিচে খতিয়ানে /১।৴১ আনা গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুন এর বিস্তারিত আলোচনা করা হলঃ 

আমরা প্রায় দেখি পুরাতন খতিয়ানে মালিকের নামের পাশে  /১।৴১ সাংকেতিক চিহ্ন রূপে কে কত অংশ জমি পাবে উল্লেখ করা থাকে। এই সাংকেতিক চিহ্নকে আনা গন্ডা-কড়া-ক্রান্তি-তিল-রেনু-ঘুন-বলা হয়।

 সাংকেতিক চিহ্ন  /১।৴১  এর অর্থ আনা গন্ডা কড়া ক্রান্তি তিল। এই সব সাংকেতিক চিহ্ন সহজ ভাবে বুঝার জন্য নিচের ধাপ অনুসরণ করুন।   

আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল-রেনু-ঘুন এর মাধ্যমে জমিজমার হিসাব নিকাশ করার নিয়মঃ-  

ধরেন, আপনার একটি খতিয়ান আছে। এই খতিয়ানে ১০১,১০৩,১০৬ দাগ বা আর বেশী দাগ আছে। সব দাগ মিলে যেমনঃ ৮+৬+৫= ১৯ শতক জমি আছে। এখানে ভাই, বোন, চাচা, ফুফু সহ ৭ জন ১৯ জমির মালিক। কিন্তু  খতিয়ানে সাংকেতিক চিহ্ন /১।৴১ রূপে পরিষ্কার উল্লেখ করা আছে যে, কে কত অংশের মালিক। 

মনে রাখবেন,

১ টি খতিয়ানের মোট জমিকে ১৬ আনা ধরা হয়। 

১৬ আনার চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ  


চিহ্ন = সাংকেতিক নাম
⁄ = ১ আনা
৵ = ২ আনা
৶ = ৩ আনা
৷ = ৪ আনা
৷⁄ = ৫ আনা
৷৵ = ৬ আনা
৷৶ = ৭ আনা
৷৷ = ৮ আনা
৷৷⁄ = ৯ আনা
৷৷৵ = ১০ আনা
৷৷৶ = ১১ আনা
৸ = ১২ আনা
৸ ⁄ = ১৩ আনা
৸৵ = ১৪ আনা
৸৶ = ১৫ আনা
১ পূর্ণ = ১৬ আনা= পূর্ণ সম্পত্তি
অর্থাৎ ১ টাকা সমান ১৬ আনা= পূর্ণ সম্পত্তি


কেউ কেউ আনা কে পন- কানি ভাবে হিসাব করে।
১৬ আনার হিসাব

এই ১৬ আনা ধরে পুরাতন খতিয়ানের সকল মালিকদের সম্পূর্ণ জমির অংশকে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি,তি্‌ রেনু ঘুন করে জমির মালিকানা ভাগ করে দেওয়া হয়। নিচে গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুন এর চিহ্ন = সাংকেতিক নাম দেওয়া হল। 

গন্ডা চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ  

গন্ডাকে ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ ইত্যাদি হিসাবে লেখা হয়। 

চিহ্ন = সাংকেতিক নাম
১ = ১ গন্ডা
২ = ২ গন্ডা
৩ = ৩ গন্ডা
৪ = ৪ গন্ডা
৫ = ৫ গন্ডা
৬ = ৬ গন্ডা
৭ = ৭ গন্ডা
৮ = ৮ গন্ডা
৯ = ৯ গন্ডা
১০ = ১০ গন্ডা
১১ = ১১ গন্ডা
১২ = ১২ গন্ডা
১৩ = ১৩ গন্ডা
১৪ = ১৪ গন্ডা
১৫ = ১৫ গন্ডা
১৬=১৬গন্ডা
১৭=১৭গন্ডা
১৮=১৮গন্ডা
১৯=১৯গন্ডা
২০ = ২০ গন্ডা 
২০ গণ্ডা = ১আনা

কড়া চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ

চিহ্ন = সাংকেতিক নাম
। = ১কড়া  [ । চিহ্ন বাংলা অর্থ দাড়ি, ইংরাজী অর্থ ফুলস্টপ ]
।। = ২কড়া
৸ = ৩কড়া
৸। কড়া = ১গন্ডা

ক্রান্তি চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ

চিহ্ন=সাংকেতিক নাম
৴ = ১ক্রান্তি
৴৴ = ২ক্রান্তি
৴৴৴ ক্রান্তি = ১কড়া

তিল চিহ্ন বা সংখ্যা নিন্ম রুপঃ

২০ তিলে ০১ ক্রান্তি । তিল কে ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ ইত্যাদি হিসাবে লেখা হয়ঃ

চিহ্ন=সাংকেতিক নাম
১ = ১তিল
২ = ২তিল
৩ = ৩তিল
৪ = ৪তিল
৫ = ৫তিল
৬ = ৬তিল
৭ = ৭তিল
৮ = ৮তিল
৯ = ৯তিল
১০ = ১০তিল
১১ = ১১তিল
১২ = ১২তিল
১৩ = ১৩তিল
১৪ = ১৪তিল
১৫ = ১৫তিল
১৬=১৬তিল
১৭=১৭তিল
১৮=১৮তিল
১৯=১৯তিল
২০ = ২০ তিল
২০ তিল=১ক্রান্তি

আনা গন্ডা কড়া ক্রান্তি তিলের চিহ্ন = সাংকেতিক নাম জানার পর ওখন, রেনু ঘুন চিহ্ন জানা প্রয়োজন আছে। যেমন ১ ভাগের ৭ সমান 0.142857, কথায়ঃ শূন্য পয়েন্ট এক চার দুই আট পাঁচ সাত। পুলস্টপ এর পরের সংখ্যা গুলকে আমরা পয়েন্ট হিসাবে ধরি। এই পয়েন্ট গুলীকে জমিজমার হিসাব নিকাশ এর সময় রেনু-ঘুন হিসাবে গণনা করা হয়। তাই আসুন রেনু- ঘুন এর চিহ্ন সহ হিসাব জানার চেষ্টা করি ।  

 আনা গন্ডা কড়া ক্রান্তি তিলের হিসাব ক্যালকুলেটরঃ কড়া গন্ডা চিহ্ন


 আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল এর চিহ্ন 


ঘুন- রেনু-তিল- ক্রান্তি- কড়া- গণ্ডা -আনার হিসাব নিচে দেওয়া হল 

কড়া গন্ডার হিসাব বাহির করার সূত্র  

আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল সমান কত বর্গফুট এর হিসাব নিচে দেওয়া হলঃ

⁄ (এক আনা) = ১৭,২৮০ বর্গফুট
১ গণ্ডা = ৮৬৪ বর্গফুট
১ কড়া = ২১৬ বর্গফুট
৴ (১ ক্রান্তি) = ৭২ বর্গফুট
৷ (১ তিল) =৩.৬ বর্গফুট

আনা গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুন জমির অংশকে শতক বা শতাংশে রূপান্তর করার নিয়ম নিচে বিস্তারিত আলোচনা করা হল। 
 
নিচের ধাপ অনুসরণ করি,   

আসুন নিজেই নিজে, আমরা পুরাতন খতিয়ান থেকে আনা গন্ডা কড়া ক্রান্তি তিলে উল্লেখিত জমির মালিকানা অংশ শতক এ বের করি। আমরা জানি, ১ শতক সমান ৪৩৫.৬০ বর্গফুট। জমি মাপার নিয়ম ও জমি মাপার সূত্র এবং ভূমির পরিমাণ পদ্ধতি জেনে নিন

আনা গন্ডা কড়া ক্রান্তি তিলের শতক হিসাব করার পদ্ধতিঃ 

প্রশ্নঃ
আপনার ১টি খতিয়ানে ১৯ শতক জমি আছে । ঐ জমির মালিক ৭ জন। এর মাঝে আপনার অংশ উল্লেখ করা আছে  /২।৴৫ অঙ্কেঃ ১ আনা, ২ গন্ডা, ১ কড়া, ২ ক্রান্তি ও ৫ তিল। তাহলে উক্ত জমিতে, আপনার কত অংশ জমি আছে?  

খতিয়ানে আনা গন্ডা কড়া ক্রান্তি তিল চিহ্ন হিসাবের কারণে, কত অংশ বুঝতে পারছেন না। 

তার আগে জেনে নেওয়া যাক,  
১ পূর্ণ মানে মোট সম্পতি  
১ টাকা= ১৬ আনা= ৩২০ গণ্ডা= মোট সম্পত্তি 
সুতারাং ১৬ আনা= ৩২০ গণ্ডা

আনা গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুন এর হিসাবঃ 
১ আনা = ২০ গণ্ডা, 
১ গণ্ডা = ৪ কড়া
১ কড়া = ৩ ক্রান্তি
১ ক্রান্তি = ২০ তিল;
১ তিল = ৪ রেনু
১ রেনু= ৪ ঘুন
১ ঘুন= ২০ বিন্দু

আনাকে গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুনের হিসাব করে দেখানো হল।
১ আনা= আনাxগন্ডা1x20= 20 গণ্ডা
১ আনা= আনাxগন্ডাxকড়া1x20x4= 80 কড়া
১ আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তি 1x20x4x3= 240 ক্রান্তি
১ আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তিxতিল 1x20x4x3x20= 4800 তিল
১ আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তিxতিলxরেনু 1x20x4x3x20x4= 19200 রেনু
১ আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তিxতিলxরেনুxঘুন 1x20x4x3x20x4x4 = 76800 ঘুন
১ আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তিxতিলxরেনুxঘুনxবিন্দু 1x20x4x3x20x4x4x20= 1536000 বিন্দু

এক কথায়, 
১ আনা= ৪৮০০ তিল 
১ গন্ডা = ২৪০ তিল
১ কড়া = ৬০ তিল
১ ক্রান্তি = ২০ তিল 


১৬ আনাকে গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুনের হিসাব করে দেখানো হল।
১ আনা= ২০ গণ্ডা
১৬ আনা= আনাxগন্ডা 16x20= 320 গণ্ডা
১৬ আনা= আনাxগন্ডাxকড়া16x20x4= 1280 কড়া
১৬ আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তি 16x20x4x3= 3840ক্রান্তি
১৬ আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তিxতিল 16x20x4x3x20= 76800 তিল
১৬আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তিxতিলxরেনু 16x20x4x3x20x4= 307200 রেনু
১৬আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তিxতিলxরেনুxঘুন 16x20x4x3x20x4x4 = 1228800 ঘুন
১৬ আনা= আনাx গন্ডাxকড়াxক্রান্তিxতিলxরেনুxঘুনxবিন্দু 16x20x4x3x20x4x4x20= 24576000 বিন্দু

এক কথায়, 
পূর্ণ সম্পত্তি = ১৬ আনা= ১টাকা  
১৬ আনা সমান ৩২০ গন্ডা ( ১৬ আনা x ২০গন্ডা  = ৩২০গন্ডা ), ১ আনা = ২০ গণ্ডা 
১৬ আনা সমান ১২৮০ কড়া (৩২০ গন্ডা  x ৪ কড়া = ১২৮০) , ১ গণ্ডা = ৪ কড়া  
১৬ আনা সমান৩৮৪০ ক্রান্তি (১২৮০ কড়া x ৩ক্রান্তি = ৩৮৪০ ক্রান্তি), ১ কড়া = ৩ ক্রান্তি 
১৬ আনা সমান ৭৬৮০০ তিল (৩৮৪০ক্রান্তি x ২০তিল= ৭৬৮০০ তিল), ১ ক্রান্তি = ২০ তিল; 

প্রশ্ন মতে, 
১৯ শতক জমিতে আপনার  /২।৴৫ অংশ অনুযায়ী এখানে লেখা আছে ১ আনা, ২ গন্ডা, ১ কড়া, ২ ক্রান্তি ও ৫ তিল। এই জন্য প্রথমেই উল্লেখিত আনা গন্ডা কড়া ক্রান্তি তিল  অংশকে মোট তিলে রুপান্তরিত করতে হবে। 

আপনার অংশ /২।৴৫ এর রূপান্তর ১ আনা, ২ গন্ডা, ১ কড়া, ২ ক্রান্তি এবং ৫ তিল

প্রথমে, আনা,  গন্ডা,  কড়া, ক্রান্তি, তিল কে আমরা তিলে রূপান্তর করব। এর পত প্রতিটি তিলকে যোগ করে মোট তিল করব। এই মোট তিল হবে  উল্লিখিত খতিয়ানের আপনার অংশ। 
 
আসুন অংক করি, 
১ আনা, ২ গন্ডা, ১ কড়া, ২ ক্রান্তি এবং ৫ তিল

(১ আনা = ৪৮০০ × ১ = ৪৮০০ তিল) (২ গন্ডা = ২৪০ × ২ = ৪৮০ তিল) (১ কড়া = ৬০ তিল
২ ক্রান্তি = ৪০ তিল) এবং ৫ তিল
তাহলে, 
৪৮০০+ ৪৮০ + ৬০ + ৪০ + ৫ = মোট ৫৩৮৫ অংশ তিল
সুতারাং, আমরা খতিয়ান থেকে পায় ৫৩৮৫ অংশ তিল 

আমরা জানি, 
১ আনা= ৪৮০০ তিল
তাহলে, ১৬ আনা= 16 x 480 = 76800 তিল
সুতারাং, ১৬ আনা= 76800 তিল 


এরপর মোট সম্পত্তি কে অংশ দ্বারা গুণ এবং উক্ত গুণফলকে ষোলআনা দ্বারা ভাগ দিতে হবে। এখানে যে ভাগ ফল পাওয়া যাবে তাহা আপনার মোট সম্পত্তির অংশ। 

মোট সম্পত্তি ১৯ শতক
আপনার খতিয়ানের /২।৴৫ অংশ ৫৩৮৫ তিল (উপরে উল্লেখিত হিসাব থেকে আমরা জেনেছি) 
১৬ আনা= 76800 তিল (উপরে উল্লেখিত হিসাব থেকে আমরা জেনেছি)  

সুতারাং, ১৯x৫৩৮৫ ÷76800= 1.3322265625 

ফলাফলঃ আপনার প্রাপ্য সম্পত্তির অংশ 1.3322265625 শতক 

আশা করি বুঝতে পেরেছেন। 



আমরা জানি,
১ আনা = ২০ গণ্ডা
১৬ আনা = ১৬x২০=৩২০ গণ্ডা
 
চিহ্ন ৵ = ২ আনা
চিহ্ন ৶ = ৩ আনা
চিহ্ন ৷ = ৪ আনা

আশা করি,  খতিয়ানের হিস্যা বের করার নিয়ম বুঝতে পেরেছেন। পুরাতন  যে কোন পরিমাণের জমিকে উপরের নিয়ম অনুযায় খতিয়ানে উল্লেখিত আনা গন্ডা কড়া ক্রান্তি তিল রেনু ঘুন এর হিসাব নিকাশ করা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...