আপনার আমার সমপত্তি বা জমি জমার হিসাব নিকাশ করার সময় ভুমি জরিপকারী বা আমিন'গন হিস্যা অনুযায় মালিকানা বুঝায় দিয়ে থাকেন।
হিস্যা অর্থ অংশ, ভাগ, প্রাপ্য ভাগ।
মনে করেন, জায়গা জমির একটি খতিয়ান আছে। ঐ খতিয়ানে ১৯ শতক সম্পতি আছে। এই সম্পতির মালিক আপনি সহ আরও ৫ জন ব্যক্তির নাম আছে। প্রতেক ব্যক্তির নামের পাশে কে কত অংশ সম্পতির মালিক তা ভাগ করে দেওয়া আছে। ভাগ করে দেওয়া সম্পতির অংশকে খতিয়ানের হিস্যা বলে। এক কথায়, খতিয়ানের প্রাপ্য অংশকে হিস্যা বলে।
আরও পড়ুন খতিয়ানে /১।৴১ আনা গন্ডা কড়া ক্রান্তি তিল থেকে শতাংশে হিসাব করার নিয়ম