talbiyah ki.
তালবিয়া আরবি শব্দ। তালবিয়া নামের অর্থ কি? তালবিয়া একটি ইসলামী প্রার্থনা। আল্লাহ্র কাছে চাওয়া বা আবেদন করা। আরাফাতের ময়দানে হাজীরা হজ্জের সময় মহান আল্লাহ্ কে খুশী করে কাছে পাওয়ার আশা-আকাংখা নিয়ে তালবিয়া পড়েন।
talbiyah / তালবিয়া বাংলা উচ্চারণঃ
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নিমাতা লাকা ওয়ালমুল্ক লা শারি-কা লাক
বাংলা অর্থঃ আমি হাজির হে আল্লাহ! আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোন অংশীদার নেই। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র আধিপত্য আপনার। আপনার কোন অংশীদার নেই।” (বুখারি, হাদিস : ১৫৪৯; মুসলিম, হাদিস : ২৮১১)