স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

১ থেকে ১ ট্রিলিয়ন পর্যন্ত গণনা শিখি

আমরা ১ থেকে ১০০ পর্যন্ত নিমিষেই গণনা করতে পারি। এভাবে আর জানি, এক হাজার (১,০০০), এক লাখ বা লক্ষ (১০০,০০০), এক কোটি (১০,০০০,০০০), এর পরে আর জানি না। না জানার কারণ একটাই, এই পরিমাণের হিসাব অফিস আদালতে হয়। ব্যক্তি জীবনে একেবারে সামান্য। এই কারণে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সমান কত টাকা হয় সহজে বলতে পারি না।

যেমন ধরেনঃ
আপনাকে বলা হল যে, আপনার এলাকায় ১ জন কোটিপ্রতি আছে। সাথে সাথে সহজে বলবেন হ্যাঁ আছে। কোটিপতি মানে ১০০ লাখে ১ কোটি টাকার মালিক। কিন্তু যদি বলা হয় আপনার এলাকায় এক জন ট্রিলিয়নার আছে। এই কথা শুনে বোকার মত চুপ করে থাকা ছাড়া আর কিছু বলার নাই। কারণ ট্রিলিয়ন সমান কত টাকা? আপনার সঠিক জানা নেই। এই জন্য মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সমান কত টাকা সাধারণ ভাবে জানার ধরকার আছে।

আসুন আমরা জানার চেষ্টা করি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সমান কত টাকা?
১ থেকে ১ ট্রিলিয়ন পর্যন্ত সাধারণ ভাবে জানার চেষ্টা করিঃ

এক টাকা


দশ টাকা
১০

একশ টাকা
১০০

একহাজার টাকা
১,০০০

একলক্ষ টাকা (লাখ বা লক্ষ একই কথা)
১০০,০০০
১০০ হাজারে ১ লক্ষ টাকা

এক কোটি টাকা
১০,০০০,০০০
১০০ লাখে ১ কোটি টাকা

১ এক মিলিয়ন টাকা, ১ মিলিয়ন সমান কত টাকা?
১ মিলিয়ন সমান ১০ লক্ষ টাকা
১,০০০,০০০

 ১ বিলিয়ন টাকা, ১ বিলিয়ন সমান কত টাকা? 
১ বিলিয়ন সমান ১০০ কোটি টাকা 
১,০০০,০০০,০০০

১ ট্রিলিয়ন টাকা
১ ট্রিলিয়ন সমান কত টাকা? 
১ ট্রিলিয়ন সমান ১ লক্ষ কোটি টাকা 
১০০০,০০০,০০০,০০০

মিলিয়ন, বিলিয়ন এবং ট্রিলিয়ন টাকার সাথে তুলনা করে নিচে কিছু হিসাব দেওয়া হয়েছেঃ
মিলিয়ন সমান কত টাকা:
১ মিলিয়ন সমান ১০ লক্ষ টাকা
১০ মিলিয়ন সমান ১ কোটি টাকা
১০০ মিলিয়ন সমান ১০ কোটি টাকা
১০০০ মিলিয়ন সমান ১০০ কোটি টাকা

বিলিয়ন সমান কত টাকা:
১ বিলিয়ন সমান ১০০ কোটি টাকা
১০ বিলিয়ন সমান ১০০০ কোটি টাকা
১০০ বিলিয়ন সমান ১০০০০ কোটি টাকা

ট্রিলিয়ন সমান কত টাকা:
১ ট্রিলিয়ন সমান ১ লক্ষ কোটি টাকা
১ ট্রিলিয়ন সমান ১০ লক্ষ কোটি টাকা
১০০ ট্রিলিয়ন সমান ১০০ লক্ষ কোটি টাকা

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...