যাদের নিজের ব্লগ সাইট নেই কিন্তু পড়তে ভালোবাসেন তাদের জন্য এই পোষ্ট খানা লেখা হল। যদি ভালো লাগে পড়তে থাকেন আর ভালো না লাগলে হোম>>HOME পছন্দের যে কোন পোষ্ট পড়ুন। ভাবতেছেন এই খানে কি এমন কথা আলোচনা করা হবে??? আবারো বলতেছি যাদের ব্লগ সাইট নেই তারা থাকেন বাকিরা হোম>>HOME যে কোন পোষ্ট পড়ুন।
এইবার আসুন মুল আলোচনাই । অন্যের বল্গ সাইটে গল্প পড়তে পড়তে যদি মনে করেন যে, ইস-- যদি নিজের/ ব্যেক্তিগত একটি ব্লগ সাইট থাকত তাহলে আমার লেখা ব্লগটি অন্যেরা পড়ত। যতি আপনার এই মনে জাগে তা হলে নিছের দিকে এগিয়ে যান আর না হলে সময় নষ্ট না করে হোম>>HOME পছন্দের যে কোন পোষ্ট পড়ুন।
আপনার ব্লগ সাইট নেই ভাবতেছেন???
চিন্তার কোন কারন নাই। ইচ্ছা করলে আপনিও একটি ব্লগ সাইটের অ্যাডমিন হতে পারেন। কিভাবে ব্লগ তৈরি করব? ধৈর্য্য ধরে পড়া চালিয়ে যান। ব্লগ সাইটের অ্যাডমিন ২ ভাবে হতে পারবেন। এক হল টাকার বিনিময়ে ডোমেইন কিনে। দ্বিতীয় হল ফ্রী ডোমেনই তৈয়ার করে। ডোমেইন কি? ডোমেইন কাকে বলে এইখান থেকে ইত্যাদি জানতে পারবেন। এক কথায় ডোমেনই বলতে আপনার ব্লগ সাইটের নাম (যেমনঃ www.abcd.com)
আপনি নতুন, তাই আমি মনে করি। আমার মত ফ্রীতে নিজের নামে ব্লগ সাইট তৈয়ার করে চালাতে পারেন। আর এই ফ্রী সাইটে রেজিস্টার করার জন্য ভিবিন্ন সাইট আছে। যে কোন একটি ফ্রী সাইট থেকে আপনি একটি ব্লগ সাইটের পরিচালক বা ব্লগার হতে পারবেন। যদি ব্লগ সাইটের মালিক হতে চান তাহলে নিছের দিকে এগিয়ে যান আর না হলে সময় নষ্ট না করে হোম>>HOME পছন্দের যে কোন পোষ্ট পড়ুন।
কি ভাবে নিজের নামে ফ্রী ব্লগ সাইট বানাবেন???
অনেক সাইট আছে যেখানে আপনি ফ্রীতে তাদের দেয়া টেমপ্লেট ও Widget দিয়ে খুব সহজেই ব্লগ তৈরি বা বানানো যায়। আমার কাছে ভালো লেগেছে এমন দুইটা সাইটের নাম বলে দিচ্ছি। একটা হলো Blogger আরেকটা WordPress। ভেবে আর সময় নষ্ট করে লাভ কি? ভাল লাগলে নিচের ধাপ অনুসরন করে একটি ফ্রী বল্গ সাইটের মালিক হয়ে যান। ব্লগ সাইট বানাতে প্রথমে আপনার একটি জিমেইল আইডি লাগবে। যদি না থাকে Gmail জিমেইল আইডি Create a Gmail account ।জিমেইল আইডি কীভাবে খুলবেন? আরও পড়ুন (Gmail জিমেইল খোলার পদ্ধতি)।