স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

রডের ওজন বের করার নিয়ম জেনে নিন

আসুন, দুর্নীতিবাজ এর বিরুদ্ধে রুখে দাড়ায়। দুর্নীতিবাজ এর হাত থেকে নিজেকে রক্ষা করি। নিজ প্রয়োজনে রডের ওজন মাপার সূত্র জেনে নি।

রড মাপার সূত্র 
রডের ওজন বাহীর করার পদ্ধতি জানার আগে কিছু ধারনা জেনে নেওয়া যাক।

১ ফুট = ১২ ইঞ্চি
1 ইঞ্চি = 25.4 মিলিমিটার
১ ফুট = ৩০৪.৮ মিলিমিটার ।
১ ফুট = ০.৩০৪৮ মিটার। (প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
১ মিটার = ৩.২৮০৮৪ ফুট (প্রায়)
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ সুতা = ৩.১৭৪৯৯৯৮৯৮৪ মিলিমিটার । সাধারণত ১ সুতা = ৩ মিলিমিটার ধরা হয়। 
১ টন = ১০০০ কেজি। চলতি ভাষায় একে টন বলে, আসলে  এটি মেট্রিক টন। 
১ মেট্রিক টন=১০০০ কেজি
১ কেজি = ১০০০ গ্রাম। 

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি 
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta

জেনে নেওয়া যাক roder ojon bahir korar niom
১। ১০ মিলি মিটার রডের প্রতি ফিটে ওজন ০.১৯ কেজি এবং প্রতি মিটার আ ০.৬১ কেজি।
২। ১২ মিলি মিটার রডের প্রতি ফিটে ওজন ০.২৭ কেজি এবং প্রতি মিটার আ ০.৮৮ কেজি।
৩। ১৬ মিলি মিটার রডের প্রতি ফিটে ওজন ০.৪৮ কেজি এবং প্রতি মিটার আ ১.৫৭ কেজি।
৪। ২০ মিলি মিটার রডের প্রতি ফিটে ওজন ০.৭৫ কেজি এবং প্রতি মিটার আ ২.৪৬ কেজি।
৫। ২২ মিলি মিটার রডের প্রতি ফিটে ওজন ০.৯০ কেজি এবং প্রতি মিটার আ ২.৯৮ কেজি।
৬। ২৫ মিলি মিটার রডের প্রতি ফিটে ওজন ১.১৭ কেজি এবং প্রতি মিটার আ ৩.৮৫ কেজি।

রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1কগ
1m3 MS রডের ওজন = 7850 kg or 78.50 কুইন্টাল,
এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন= 0.00785A কেজি,

রডের ওজন নির্ণয়ের সূত্র
এখানে রডের ওজন জানার জন্য ২টি পদ্ধতি অনুসরণ করতে পারেন। ক) মিটার থেকে কেজি, ও খ) ফিট থেকে কেজি। নিন্মে ২টি রডের হিসাব বের করার সূত্র দেওয়া হল।

মিটারে রডের হিসাব
For MKS method: মিটার-কিলোগ্রাম-সেকেন্ড (MKS) পদ্ধতি
রডের ওজন বের করার সূত্র / রড মাপার সুত্রঃ D2/162.2
এখানে, D= রডের ডায়া/ব্যাস

ধরা যাক,রডের ডায়া D= ১০ মিমি
তাহলে ১ মিটার রডের ওজন হবে-
D2/162.2= (10)2/162.2 = 0.62 kg.

তাহলে ১০ মিটার রডের ওজন হবে, 10x.62=6.2 kg.

ফিটে রডের ওজন বের করার সূত্র
For FPS method: F.P.S এর পূর্ণরূপ হলো- ফুট পাউন্ড সেকেন্ড ( Foot Pound Second )
রড মাপার সূত্রঃ D2/532
এখানে, D= রডের ডায়া/ব্যাস

রডের ডায়া/ব্যাস মানে রডের সাইজ বুঝানো হয়েছে।

ধরা যাক, ডায়া D= ১০ মিমি।

এখন,
১ ফিট রডের ওজন হবে
D2/532 = (10)2/532 =0.188 kg.

এই পদ্ধতিতে সকল ব্যাসের রডের ওজন মাপা যাবে। আমাদের দেশে Mks ও Fps এই ২ পদ্ধতিতেই বেশি কাজ হয়। 
এছাড়াও নিচের আর সূত্র দেখতে পারেন। 
প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/162.2 কেজি।
প্রতি ফুট এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/532 কেজি।
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 162.2/d2 m.
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 532/d2 ফত

আরও পড়ুন

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...