স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ছন্দ কবিতা ( তুমিও মানুষ- আমিও মানুষ)

তুমিও মানুষ
আমিও মানুষ 
স্বভাব কিন্তু অমানুষের।। 
কারণ যদি জানতে চাও  
পিছনে ফিরে তাকাও ।  
অবাক তুমি হয়ে গেছ 
মুখে হাত দিয়ে বসে আছ।।
চিন্তার কোন কারণ নাই
মানুষের মত মানুষ হতে চাই ।

পড়ে নিলাম ছন্দ কথা
বর্তমানের বাস্তব কথা।। 
কথা যদি মনে ধরে 
বিশ্বাস রাখো আল্লাহর উপরে। 
ঈমান আমল ঠিক রাখি 
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।। 


এখন দেশের যে অবস্তা চলতেছে বলার কোন ভাষা নেই মুখে। একই মায়ের ঘরে জর্ম নিয়ে রক্তের ভাই ভাইকে চিনেনা। এই ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে কত খারাপ কাজ করি আমরা। আসুন আমরা সবাই ঈমান আমল ঠিক করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ্‌র দরবারে তবা করি। আল্লাহ্‌ সর্ব শক্তিমান। আল্লাহ্‌ পারে আমাদেরকে সরল সঠিক পথে চালাতে। হে আল্লাহ্‌ আমাদের সরল সঠিক পথে চলার তাওপিক দান করুন। (আমিন) 

১৬.০২.২০১৬ ইং
এন. সি



ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...