তুমিও মানুষ
আমিও মানুষ
স্বভাব কিন্তু অমানুষের।।
কারণ যদি জানতে চাও
পিছনে ফিরে তাকাও ।
অবাক তুমি হয়ে গেছ
মুখে হাত দিয়ে বসে আছ।।
চিন্তার কোন কারণ নাই
মানুষের মত মানুষ হতে চাই ।
পড়ে নিলাম ছন্দ কথা
বর্তমানের বাস্তব কথা।।
কথা যদি মনে ধরে
বিশ্বাস রাখো আল্লাহর উপরে।
ঈমান আমল ঠিক রাখি
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।।
এখন দেশের যে অবস্তা চলতেছে বলার কোন ভাষা নেই মুখে। একই মায়ের ঘরে জর্ম নিয়ে রক্তের ভাই ভাইকে চিনেনা। এই ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে কত খারাপ কাজ করি আমরা। আসুন আমরা সবাই ঈমান আমল ঠিক করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ্র দরবারে তবা করি। আল্লাহ্ সর্ব শক্তিমান। আল্লাহ্ পারে আমাদেরকে সরল সঠিক পথে চালাতে। হে আল্লাহ্ আমাদের সরল সঠিক পথে চলার তাওপিক দান করুন। (আমিন)
১৬.০২.২০১৬ ইং
এন. সি