পড়ুন কীভাবে কুকুর মানব জাতীকে শিক্ষা দিল। এইটি একটি কাল্পনিক কাহিনী। কে লেখেছে জানিনা ফেসবুক থেকে সংগ্রহ করে কিছু লেখা অ্যাড করে পোস্ট করলাম মাত্র। নীচে লিংক সুত্র দেওয়ার আছে।
কুকুরের অসাধারণ উত্তর!
এক ব্যাক্তি কুকুরকে বলল যে, তোর মধ্যে ৩ টি খারাপ অভ্যাস আছে। কুকুর পাল্টা ব্যাক্তিকে বলল যে, কি কি এই অভ্যাস বল। দেখি সমাধান দিতে পারবকিনা। হাহাহাহা
ব্যাক্তি বললঃ দেখ তোর মধ্যে ৩ টি খারাপ অভ্যাস হল।
১। তুই দেওয়ালে পেশাব করিস ?
২। তুই ভিক্ষুকের কাছে গিয়েও ঘেউ ঘেউ করিস ?
৩। তুই রাতে আধারেও ঘেউ ঘেউ করিস? যখন মানুষ ঘুমিয়ে থাকে।
কিছুক্ষণ কুকুর চুপ থেকে ব্যাক্তিকে
কুকুর উত্তর দিলঃ
১। জমিনে এজন্য পেশাব করিনা। আল্লাহর বান্দা যদি এখানে সেজদা করে, তবে তার সেজদা হবে না।
২। ভিক্ষুকের কাছে এ জন্য ঘেউ ঘেউ করি, যাতে সে মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চায়।
৩। রাতে ঘেউ ঘেউ করে এ কথা বলি, হে গাফলত -অলসতায় পতিত হে নিদ্রামগ্ন মানুষ! উঠ এবং স্বীয় রবকে স্বরণ কর !!
লিংক সুত্রঃ এইখান থেকে সংগৃহীত।
লিংক সুত্রঃ এইখান থেকে সংগৃহীত।
শিক্ষার কোন শেষ নেই, তাই বলা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহন কর। যেই ভাবে হোক শিক্ষা নেওয়া অতি গুরুত্ব।