ধাঁধা |
২০ টি মজার ধাঁধা দেওয়া হল। ২০ টি মজার ধাঁধার উত্তর নিচে দেওয়া আছে।
- পাতা ভরা, গাছ নয়! কথা বলে, জীব নয়!?
- কোন জামা গাঁয়ে দেয় না?
- সাত দিনের নাম বাদ দিয়ে, ৩ দিনের নাম বলতে পারবে? আরও সহজ করে দেওয়া হল। যেমনঃ শনিবার,রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই ৭ দিনের নাম ব্যবহার না করে তিন দিনের নাম বলতে হবে?
- কোন গ্রামে শীত নাই ?
- কোন জিনিস ছেলেদের লোকানো থাকে,আর মেয়েদের বাহির করা থাকে!!!
- থুতু দিয়ে লেপ দেয়, পথ দেখে ঢুকায় দেয়?
- বলুন দেখি কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায়না?
- যার আছে সেই ঢোকায়,আর যার নাই সে আঙ্গুল ঢোকায়!!!
- জলে থাকা একটি পিচ্ছিল ল্যাটা মাছ খালি হাতে ধরলেন অথচ মাছটি হাত থেকে পড়ল না কেন?
- আপনার কোন জিনিসটি, আপনার বন্ধু বেশী USE করে?
- চির চির পাতা মির মির ডাল খাইতে মজা ভিতরে লাল ?
- কোন দেশে মাটি নেই ??
- চিকন পাতার বাঁকা ফল, দেখলে মুখে আসে জল, জিনিসটা কি?
- ইড়িং বিড়িং তিড়িং ভাই,চোখ দুটি তার মাথা নাই। আছে দুটি বাঁকা হাত,পানিতে বসে খায় ভাত
- আমি তুমি একজন, দেখি একই রূপ! আমি কতো কথা কই, তুমি কেন চুপ
- আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও মামা বলে, মাও বলে তাই
- জর্ন্মে ২ই শিং, মরনে ২ই শিং। যৌবোন কালে নাই শিং? বলেন দেখি জিনিসটা কি?
- কোন জিনিসটা যতো বেশি হয় আমরা কম দেখি
- টাকা দ্বিগুণ করার সহজ উপায় কী
- ছোট একটা পৃথিবী, বারটা তার ফ্যাক্টরি, তিনটি তার কর্মচারী।
dhadha2hasi |
এরকম আরও মজার ধাঁধা ও হাঁসির গল্প পড়ুন dhadha2hasi
২০ টি মজার ধাঁধার উত্তরঃ
- বই
- পায়জামা
- গতদিন, আজকের দিন এবং আগামী দিন। কাল ৩টি
- কিলোগ্রাম, ইনস্টাগ্রাম
- ম্যানিব্যাগ
- সুইয়ে সুতো ডোকানো
- no
- ব্রাশ
- মরা মাছ
- নাম
- ডালিম
- সন্দেশ
- তেতুল
- কাঁকড়া
- ছবি
- চাঁদ
- চাঁদ
- রাত/ অন্ধকার
- আয়নার সামনে ধরো, তাহলেই দ্বিগুণ দেখাবে!
- ঘড়ি