স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

পত্র

পত্র কি?
পত্র খবর আদান প্রদান এর একটি মাধ্যম।

পত্র অর্থ চিঠি বা লিখিত কাগজ।
বর্তমান আধুনিক যুগে মেইল, এসএমএস এবং ফ্যাক্স সহ পত্র হিসাবে ব্যাবহার করা হয়।

পত্র কাকে বলে
খবর আদান প্রদানে মনের ভাব মুখের কথা মেইল, ফ্যাক্স, এসএমএস, কাগজে লেখে প্রকাশ করাকে পত্র বলে।

পত্র কত প্রকার ও কিকি
পত্র অনেক প্রকারের হতে পারে।
যেমনঃ
সংবাদপত্র,
সরকারী পত্র,
বাণিজ্যিক পত্র,
বেসরকারি পত্র,
স্কুল কলেজের পত্র
আবেদনপত্র
মানপত্র
প্রশংসা পত্র,
প্রত্যয়ন পত্র,
চরম পত্র,
সনদ পত্র,
চুক্তি পত্র,
অফিস স্পেস/ রুম ভাড়ার চুক্তিপত্র
জমি বন্ধকী চুক্তিপত্র
অফিসিয়াল পত্র,
সামাজিক পত্র,
অনানুষ্ঠানিক পত্র,
আনুষ্ঠানিক পত্র,
আমন্ত্রণ পত্র,
প্রচার পত্র,
সাময়িক পত্র,
ব্যক্তিগত পত্র,
প্রেম পত্র ইত্যাদি।

এক কথায়, মুখের কোন কথা লেখে প্রকাশ করাকে পত্র বলে।

সাধারণ পত্র লেখার নিয়ম ও পদ্ধতিঃ যেমন, 

পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ার খবর দিয়ে বন্ধুর কাছে পত্র।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

তারিখঃ

প্রিয় রাফিদ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
শুভেচ্ছা নিও। তুমি জেনে খুশি হবে যে, এ মাসের ২ তারিখ আমি চিরিয়াখানা বেড়াতে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমি কখনও চিরিয়াখানা যাইনি। বাবার মুখে অনেক গল্প শুনেছি চিরিয়াখান সম্পর্কে। বাঘ, হরিণ, বানর, কুমির, সাপ কত কি জীবজন্তু আছে সেখানে। এইসব শুনে আমার তো বুক ঢিব ঢিব করছে। তবে বাবা-মাও সঙ্গে যাবে। নিজ গ্রাম থেকে বাস নিয়ে আমরা যাব। বাবা বলেছেন, সময় পেলে আসার পথে আর কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে।

আমার খুব ইচ্ছে ভুমিও আমাদের সঙ্গে যাবে। তুমি এলে দুজনে মিলে বই, ক্যামেরা, দূরবীন, গিটার, রেকর্ডার, ক্যাসেট, ছবি আঁকার সরঞ্জাম সব গুছিয়ে নেব। তুমি যথাসময়ে অবশ্যই আমাদের এখানে পৌঁছবে। এ ব্যাপারে তোমার মতামত দ্রুত জানা দরকার।

আশা করি, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। সাক্ষাতে বিস্তারিত কথা হবে। আজ এখানে শেষ করছি। আল্লাহ্‌ হাপেয।

ইতি
সাফোয়ান

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...