নস্টালজিয়া ছোটবেলার স্মৃতি গুলো যখন পড়ে মনে, যদি আবার ফিরে পাওয়া যেতো সেই আগের ছোটবেলা। কত স্রিথি আর কত ছোটবেলার মজার ঘটনা আছে তাহার কোন হিসাব নাই। এমন এক সৃতি মনে পড়ল, আগুনে পোড়ে শিমের বিচি খাওয়ার মজা আলাদা।
এক দিন বন্ধুরা মিলে বিলে আগুনে পোড়ে শিমের বিচি খাওয়ার পরিকল্পনা করলাম। এক বন্ধু বলে, তাহলে আগুন পাবো কই? তাইতো, আগুন পাবো কই। দুষ্ট মাথার বুদ্ধি কি আর কম!! এক বন্ধু বলে, দোকানের চুলাতে কাটের আগুন আছে, নো টেনশান। বাহ, দারুণ। আগুনের বেবস্থা হয়ে গেলো। ঠিক আছে, তোরা শিমের বিচি সংগ্রহ করতে করতে বিলের শেষ মাথায় ব্রিজের পাশে যা। আমি আগুন নিয়ে আস্তেছি।
দোকানে চুলায় কাঠের আগুন জলে কয়লা হয়ে যাচ্ছে। আগুন নিয়ে যেতে হবে অনেক দূরে, কীভাবে নিয়ে যাব আগুন চিন্তাই মগ্ন। যেভাবে হোক নিতে হবে। কিছু কাঁচা পাকা খড় কুড়িয়ে নিলাম। পাখির বাসার মত করে বানিয়ে নিলাম। কয়েকটা আগুন যুক্ত কাটের কয়লা তৈয়ারি পাখির বাসায় নিয়ে দিলাম দূর।
টাইপিং চলতেছে--