সাধারণত আমরা জানি, পানি ও মাটির মিশ্রণে আঠালো কাদা মাটির তৈরি ইট। ইট আয়তকার একটি কঠিন ঘনবস্ত। ইট রোদে শুকিয়ে বা আগুনে পুড়ে বানানো হয়। ইট কাচা অবস্থায় নমণীয় এবং উচ্চ তাপে পোড়ানোর পর কৃত্রিম পাথরের ন্যায় হয়। সর্বোচ্চ ২১০০ °F তাপমাত্রায় ইটে পরিনত হয়। একটি ইটের ওজন প্রায় ৩.১২৫ কেজি।
ইট সাধারণত ৪ প্রকার। যথা- ১ম শ্রেনীর ইট, ২য় শ্রেনীর ইট, ৩য় শ্রেনীর ইট, এবং ঝামা বা পিকেট ইট ইত্যাদি।
ভালো ইটের গুণাবলি বা বৈশিষ্ট্যঃ ১.ভালো ইট আকারে সুষম, তলগুলো সমান,পাশগুলো সমান্তরাল হবে।
২.ভালো ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হবে।
৩.ভালো ইট নখ বা ছুড়ি দিয়ে আছড় কাটা যায় না।হাতুড়ি দিয়ে আঘাত করলে ঝন ঝন শব্দ হয়।
৪.ভালো ইটের পানি বিশোষণ এর শুষ্ক অবস্থায় ওজনের ১/৫ থেকে ১/৭ অংশ (১৫%থেকে ২০%) এর অধিক হবে না।
৫.ভালো ইটে দ্রাব্য লবণের পরিমান ২.৫% এর অধিক হবে না।
৬.ভালো ইট অগ্নিরোধী হবে। এবং
৭.ভালো ইট পানিতে ভেজালে আয়তনে পরিবর্তন হয় না। ইত্যাদি।
ইট এর সাইজ বা ইটের দৈর্ঘ্য প্রস্থ কত ইঞ্চি হয়।
আমাদের দেশে ইটের প্রচলিত আকার ৯.৫" x ৪.৫" x ২.৭৫" ইট বা ২৪২মিমি×১১৪মিমি×৭০মিমি হয়ে থাকে, এই মান PWD এর সিডিউল অনুযায়ী। মসলা সহ ১০" x ৫" x ৩" বা ২৫৪ মিমি×১২৭মিমি×৭৬মিমি
একটি আদর্শ ইটের সাইজ সাধারণত দৈর্ঘ্য ০.২৪ মিটার, প্রস্থ ০.১২ মিটার ও উচ্চতা ০.০৬ মিটার।
এখন জেনে নিন, কোন কাজে কি পরিমাণের ইট লাগে।
মনে করেন যে, আপনার একটি ১০০ SFT বা স্কয়ার ফিট জায়গা আছে। ভাবতেছেন ঐ জায়গায় ৫" ও ১০'' ইঞ্চি ইটের গাঁথুনি দেবেন। তাহলে কতটি ইট লাগবে ?
ইট গাথুনির হিসাবঃ
০৫ ইঞ্চি ওয়াল প্রতি ০১ স্কয়ার ফিট গাথুনীতে ০৫ টি ইট লাগে।
১০ ইঞ্চি ওয়াল প্রতি ০১ স্কয়ার ফিট গাথুনীতে ১০ টি ইট লাগে।
১০০ SFT বা স্কয়ার ফিট জায়গায় ৫ ইঞ্চি ইটের গাঁথুনিতে ৫০০ টি ইট লাগবে ।
১০০ sft জায়গায় ১০ ইঞ্চি ইটের গাথুনিতে ১০০০টি ইট লাগবে।
১ ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন ৪১০ টি।
১ ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন ৫০০ টি।
১ ঘনমিটার ইটের গাঁথুনির ওজন ১৯২০ কেজি।
1m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 12 টি
1m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
১ ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
১ ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
১ বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%.
মনে রাখবেন, ইট বিছানোর পরিমান বর্গএককে ধরা হয়। ২৫ সে.মি বা তার উপর এর পরিমান কাজের পর ইটের গাঁথুনির পরিমান ঘনমিটারে ধরা হয়। গাঁথুনির কাজে ০.১ বর্গমিটার পরিমান ফাঁকা অংশের জন্য কোন বিয়োগ হবে না।
সোলিং এ ইটের হিসাবঃ ব্রিক ফ্লাট সোলিং কাজে ইটের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল ২৫.৪ সেঃ মি x ১২.৭ সেঃমিঃ। অতএব প্রতিটি ইটের ক্ষেত্রফল ০.২৫৪ x ০.১২৭ বর্গ মিঃ। সুতারাং
১ sft নিচের সলিং করতে ০৩ টি ইট লাগবে। অর্থাৎ ছলিং এর জন্য প্রতি 1sft এর জন্য 3 টি ইট প্রয়োজন।
১ বর্গমিটার জায়গায় এক স্তর ফ্লাট সোলিং এর কাজে প্রচলিত মাপের ইট লাগবে ৩১টি।
১ বর্গমিটার জায়গায় এক স্তর হেরিং বোন বন্ডের সোলিং এর কাজে প্রচলিত মাপের ইট লাগবে ৫২টি।
১০০sft জায়গায় সলিং করতে ৩০০ টি ইট লাগবে।
1 Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
ইট থেকে খোয়ার হিসাবঃ
পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। cft সিএফটি অর্থাৎ ঘনফুট খোয়ার হিসাব
১টি ইটে ০.১১ সিএফটি খোয়া হয়।
১০০ টি ইটে ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে ১১১.১১ সিএফটি খোয়া হয়।
১ সিএফটি খোয়াতে ৯টি ইট লাগে।
০৯টি ইটে ১ সিএফটি খোয়া হয়।
১ রানিং মিটার দৈর্ঘ্যে এন্ড এজিং এ ০৮টি ইট লাগবে।
১ ঘনমিটার খোয়ার ওজন ১২০০ কেজি।
১ ঘনমিটার ইট ভাঙ্গার ওজন ১২৮০-১৭৬০ কেজি।
প্রতি ঘনফুট এর জন্য ১১.৫ বা ১২টি প্রচলিত ইট লাগবে।
১ ঘনমিটার ইটের ওজন ১১১০ কেজি।
১ m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
সূত্র- নেট থেকে সংগৃহীত।