আপনার বিশ্বাস হচ্ছে না?!
বিশ্বাস এ মিলায় বস্তু তর্কে বহু দূর। একবার চিন্তা করে দেখুন উপরে বাক্যটিতে কি বুঝানো হচ্ছে। যদি না বুঝে থাকেন। তাহলে নিচের গল্পটি পড়ুন। বুঝতে আর কষ্ট হবে না, আশা করি।
ছবিঃ নেট থেকে সংগৃহীত |
আমরা জানি বা শুনেছি যে, একটি হরিণ এক ঘণ্টায় ৯০ কিলোমিটার যেতে পারে। আর একটি বাঘ যেতে পারে এক ঘণ্টায় ৫০ কিলোমিটার। ৯০ থেকে ৫০ বিয়োগ করলে দেখা যায় যে, ৪০ কিলোমিটার বেশী হরিন দুড়াতে পারে। তাহলে অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণ কে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণ কে কাবু হতে হয়। কিন্তু কেন?
কারণ টা কী ?
কারণ হলো হরিণ দৌড়াতে দৌড়াতে কখনো কখনো পিছনে ফিরে তাকায় বাঘের চাইতে কতটুকু এগিয়ে আছে তা বুঝার জন্য। পিছনে ফিরে দেখা, এটাই হয় হরিণের সর্বনাশের কারণ।
হরিন পেছনে ফিরতে গিয়ে দৌড় এর বেগ কমে যায় । অপরদিকে বাঘ ঠিকই দৌড় এর বেগ ঠিক রেখে হরিণের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে এক সময় বাঘের কাছে হরিণের পরাজয় ঘটে।
কারণ হলো হরিণ দৌড়াতে দৌড়াতে কখনো কখনো পিছনে ফিরে তাকায় বাঘের চাইতে কতটুকু এগিয়ে আছে তা বুঝার জন্য। পিছনে ফিরে দেখা, এটাই হয় হরিণের সর্বনাশের কারণ।
হরিন পেছনে ফিরতে গিয়ে দৌড় এর বেগ কমে যায় । অপরদিকে বাঘ ঠিকই দৌড় এর বেগ ঠিক রেখে হরিণের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে এক সময় বাঘের কাছে হরিণের পরাজয় ঘটে।