বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। ইসলাম ধর্মের দেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের দাবীদার বাংলাদেশ। গর্বের সাথে বলতে পারি। আমাদের আল্লাহ এক, একক, অদ্বিতীয়, অবিভাজ্য। তিনি 'লা শরিক' অংশীবিহীন। কোরআন মাজিদে সুরা তাওহিদে এই বিষয়ের পরিপূর্ণ বিবরণের সারসংক্ষেপ বিবৃত হয়েছে। তাঁর সমকক্ষ কেউ নেই। এবং মহানবী (সা.) সর্বশ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা মুসলমান।
অতচ!! জন্ম সুত্রে মুসলিম আমরা আর কর্ম সুত্রে বহুরূপী।