প্রিয় সুধী
আস-সালামু আলাইকুম
পড়ার শুরুতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পড়ার জন্য অনুরোধ রইল। বিশেষ করে আমার, মা ও বোনেরা একটু মন দিয়ে পড়বেন। সুস্থ মস্তিকে চিন্তা করবেন। যদি ভুল হয়, ক্ষমা করে দেবেন।
প্রিয় সুধী
ছেলে মেয়ে, বালক বালিকা, লায়লি মজনু, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা প্রেম ভালোবাসা যে যাই বলুন না কেন একটু চিন্তা করে দেখুন। ধৈর্য নিয়ে পোস্ট পড়ুন। উপকার না হলেও, ক্ষতি হবে না। ইনশা আল্লাহ।
একবার ভাবুন তো?
মেয়ে, যখন বয়ফ্রেন্ড তোমার থেকে, তোমার হট পিক চায় তখন কি তোমার মনে থাকেনা তুমি কাকে কি দিতে যাচ্ছো?
ছবিঃ নেট থেকে সংগৃহীত। |
বালিকা, যখন তোমার প্রেমিক তোমার জামার ভিতর হাত দেয় তখন কি মনে থাকেনা,,,কার সম্পদ কার জন্য উন্মুক্ত করে দিলে?
বালিকা, যখন তোমার বয়ফ্রেন্ড এর সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাও,,তখন কি মনে থাকেনা তুমি কার সম্মান নিয়ে মাঠে নামলে নিজেকে খোলা রেখে?
এখন দেখুন, মা ও বোনেরা। মনে কষ্ট পেয়েছেন? আগে বলেছি। ক্ষমা করে দিবেন।
একবার চিন্তা করে দেখুন তো, নিজের মত করে যখন নিজেকে বিলিয়ে দিচ্ছো তখন সেই অপবাদ সব ছেলেকে দিচ্ছো কেন.....?
এই মেয়ে,একটা ছেলের জন্য কেন সব ছেলেকে দোষী করছো?
বলতে লজ্জা লাগে। তারপরেও বলতেছি, ক্ষমা করে দিবেন।
মজা কি শুধু ছেলেই নিয়েছে??? তুমি নাওনি?
ছেলেটা যেমন একটু সুখের জন্য তোমাকে চেয়েছে। ঠিক তেমনি ভাবে সেই সুখের ভাগিদার তুমিও হতে চেয়েছো। আর সেই সুখ পেতে নিজেকে শিয়াল কুকুরের খাবার বানালে।!!!
মাপ করবেন, মা ও বোনেরা। নিজের ভালোতো একটা পাগলেও বুঝে। আর তুমি ছি: কেও চাইলো আর তুমি শুয়ে পড়লে?!!!
কখনো কি ভেবে দেখেছো???
যাকে সব কিছু দিলে যদি তার সাথে তোমার বিয়ে না হয়??
যদি অন্য জনের সাথে হয়?
তখন তাকে কি দিবে?
কি আছে তোমার কাছে দেবার মত তোমার স্বামীকে?
তখন কি তোমার লজ্জা করবেনা নষ্ট একটা শরীর নিয়ে বধু সেঁজে বসে থাকতে?
তুমি জানোনা? ঈদের চাঁদ দেখলে মানুষ যতটা খুশি হয় ততটা খুশি ঈদের দিনও হয়না... কেন জানো?
কারন ঈদের দিন মানে ঈদ শেষ।
আর চাঁদ দেখা মানে কাল ঈদ।
এটা ভাবতেই তো খুশিতে বুকটা ভরে যায়...
ঠিক তেমনি যে তোমাকে বিয়ের আগে পেয়ে গেছে,, তার আবার কি ধরকার তোমাকে বিয়ে করার।
ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা, নর ও নারী, যুবক যুবতিরা ক্ষনস্থায়ী জীবন এ একটু সুখের জন্য পাপের সাগরে সাতার প্রতিযোগিতা দিবেন না। আখিরাতের কথা চিন্তা করে সঠিক শুদ্ধ ও সহী পথে চলুন। খুবই সাবধানতার সাথে থাকার অনুরোধ রইলো। হে আল্লাহ! আমাদের গোনাহ ক্ষমা করুন আমিন।