স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

স্বপ্ন

স্বপ্ন দেখে না এমন কেউ নাই। এখানে যে স্বপ্ন নিয়ে আলোচনা হচ্ছে তাহা ঘুমের ঘরে দেখা স্বপ্ন নয়। কল্পনা শক্তি ব্যাবহার করে সুন্দর ভাবে বেঁচে থাকার স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজন ইচ্ছা শক্তির। ইচ্ছা শক্তির মাধ্যমে কর্ম ও শ্রম দিয়ে স্বপ্ন পূরণ করা হয়। কর্ম ও শ্রম হল এ জগত জীবনের সুখে থাকার চাবিকাটি। সঠিক কর্ম ও পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 'পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। আলস্যে দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ'। যে যত বেশী কর্ম করে, সে সর্বদাই ধনী। অন্য দিকে কুকর্মে জীবনে নেমে আসে দুঃখ। কথায় আছে- যেমন কর্ম তেমন ফল। ভালো মন্দ দুই মিলে জগত সংসার। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী তার পরেও একটু সুখের আশায় আমরা স্বপ্ন দেখি। বাস্তব জীবনে লক্ষ পূরণের স্বপ্ন। সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখুন। স্বপ্ন না দেখলে ভালো কিছু আশা করা যায় না। স্বপ্ন এক ধরনের চাহিদা। স্বপ্ন না দেখলে চাহিদা কখনো পূরণ হয় না।

চিন্তা করে দেখুন। এই পর্যন্ত আপনার যে চাহিদা পূরণ হয়েছে, তাহা কি না চাইতে পেয়েছেন? যদিও না চেয়ে কিছু পেয়েছেন এর আনন্দ ক্যামন ভালো বুঝতে পারতেছেন। আর কল্পনা করে সপ্নের মত বাস্তবায়ন করে পেয়েছেন, এমন জিনিসের মাঝে কত আনন্দ ও ভালো লাগে আপনি বুঝতেছেন। কি বলতে চেয়েছি, বুঝেছেন।

দেখুন, নিজের মত করে স্বপ্ন। মন যা চায়, সুন্দর ও ভালোভাবে সবার সাথে মিলেমিশে বেঁচে থাকার জন্য স্বপন দেখুন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...