স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

''কারেন্ট'' বিষণ্ণ মন অস্থির জীবন

ছবি সংগৃহীত 
বিষণ্ণ মন অস্থির জীবন, কিছু ভালো লাগেনা। জীবন কারো জন্য থেমে থাকে না। বাস্তব জীবন বড়ই কঠিন। গল্প হলে ও সত্যি বিশ্বাস না হইলে পড়ে দেখুন। মনটা একটু হলেও ভালো হয়ে যাবে।

কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে "সরলতা"
কারেন্ট আসার পর ফোন চার্জ হচ্ছে মনে করা হলো "বিশ্বাস"
তিন ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেই নি এইটা হলো "বোকামি"
যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে "ক্ষমা"
সুইচ দেওয়ার সাথে আবার কারেন্ট যাওয়া কে বলে "মন ভাঙ্গা"
কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাহিরে যাওয়া হলো "কনফিডেন্ট"
তিন ঘন্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পর পরই কারেন্ট আসছে,এইটা হলো "কাটা ঘা'য়ে নুনের ছিটা"
আবার তাড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে কারেন্ট যাওয়া কে বলে "ছ্যাঁকা"
কারেন্ট আসতে পারে ভেবে তিন ঘন্টা বাসায় বসে থাকা হলো "অপেক্ষা"
তিন ঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে "ডিপ্রেশন"
মোড়ে কারেন্ট আছে,ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বেরিয়ে যাওয়া হলো "বিকল্প ব্যবস্থা"
মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে, একে বলে "প্রাক্তন ফিরে আসা"
বাসায় যাবেন কিনা মোড়ে যাবেন এইটা চিন্তা করা হলো "কনফিউসন"
বাসার কাছা কাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে "প্রান্তনকে বিশ্বাস করে বাঁশ খাওয়া"
এর পর মোড়ে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো "প্রান্তনকে বিশ্বাস না করা"
রাত বারোটা পর্যন্ত মোড়ে বসে থেকে বাসায় এসে যখন শুনলেন আর কারেন্ট যায় নি,এটাই হলো "এক্সকে বিশ্বাস না করে ভুল করা"

এত কিছুর পর কারেন্ট কে মনে মনে গালি দেওয়া হলো "এক্সের পরিণতি"

নেট থেকে সংগৃহীত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...