৯৯৯ কি? জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ সেবা হটলাইন নম্বর । দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই সেবার জন্য ফোন করতে পারেন। পুলিশের অধীনে পরিচালিত একটি জরুরি কল সেন্টার 999। যেকোনো মোবাইল ও অন্যান্য ফোন থেকে সরাসরি বিনা খরচে ৯৯৯ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সহায়তা নেওয়া যাবে।
বাংলাদেশের জরুরি সেবা পুলিশ হেল্প লাইন নাম্বার ৯৯৯। নারী নির্যাতন হেল্পলাইন নাম্বারঃ নারী ও শিশুর সহায়তায় জাতীয় হেল্পলাইন সেন্টারের নম্বর 109 । যেকোনো মোবাইল ও অন্যান্য ফোন থেকে সরাসরি বিনা খরচে ১০৯ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সহায়তা নেওয়া যাবে।
প্রয়োজনীয় আরও হটলাইন নম্বর সমূহ
জরুরী সেবাঃ ৯৯৯
শিশু সহায়তাঃ ১০৯৮
নারী ও শিশু নির্যাতনঃ ১০৯/১০৯২১
জাতীয় পরিচয়পত্রঃ ১০৫
সরকারী আইন সেবাঃ ১৬৪৩০
দুর্যোগের আগাম বার্তাঃ ১০৯৪১
দুদক হটলাইনঃ ১০৬
তথ্য সেবাঃ ৩৩৩