পাথর এর টুকরা অথবা ১ নং ইট এর টুকরা খোয়া হিসেব এ ব্যাবহার করা হয়। আমাদের দেশ ( বাংলাদেশ ) এ সাধারণত ১ নং ইট ভেঙে টুকরা করে ব্যাবহার করাকে খোয়া বলা হয়।
খোয়ার হিসাবঃ-
১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
cft এর পূর্ণরূপ cubic foot/cubic feet (বাংলায় ঘনফুট)। এটি একটি পরিমাাপের একক যা নির্ণয় করতে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার মাপ নেওয়া হয়।
সুত্রঃ cft = দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা
আরেকটি কথা আছে, তাহলঃ 1 ফুট খোয়া, আর 1 সিএফটি (cft) খোয়ার মধ্যে পার্থক্য।
1ফুট =12” আর 1 সিএফটি =17”
খোয়া সিএফটি তে মাপা হয়, তাই এক ফুট নয় ,এক সিএফটি হবে ৷
এখানে কোন ভুল থাকলে কমেন্ট করে জানাবেন। এবং আর সহজ কোন পদ্ধতি জানা থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আশা করি সবার উপকার হবে।
নেট থেকে সংগৃহীত।