স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

CFT তে ইটের খোয়ার হিসাব

নিজ প্রয়োজনে অথবা ব্যবসার জন্য ইট পাথর কিনতে চান? ভালোকথা। কিন্তু কিভাবে ইট পাথরের সি এফ টি হিসাব বাহীর করতে হয় জানেন না? কমবেশি সাধারণ জ্ঞান থাকা ভালো। ব্যবসা হোক বা নিজেরর জন্য  তার আগে সি এফ টি হিসাব জেনে নেওয়া ভালো। তাই আর বিলম্ব না করে নিচের ধাপ অনুসরণ করে ইটের খোয়া মাপার নিয়ম জেনে নিন।  তার আগে জেনে নিন খোয়া কাকে বলে?

পাথর এর টুকরা অথবা ১ নং ইট এর টুকরা খোয়া হিসেব এ ব্যাবহার করা হয়। আমাদের দেশ ( বাংলাদেশ ) এ সাধারণত ১ নং ইট ভেঙে টুকরা করে ব্যাবহার করাকে খোয়া বলা হয়।


খোয়ার হিসাবঃ-

১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

cft এর পূর্ণরূপ cubic foot/cubic feet (বাংলায় ঘনফুট)। এটি একটি পরিমাাপের একক যা নির্ণয় করতে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার মাপ নেওয়া হয়। 

সুত্রঃ  cft = দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা

আরেকটি কথা আছে, তাহলঃ 1 ফুট খোয়া, আর 1 সিএফটি (cft) খোয়ার মধ্যে পার্থক্য। 
 
1ফুট =12” আর 1 সিএফটি =17”

খোয়া সিএফটি তে মাপা হয়,  তাই এক ফুট নয় ,এক সিএফটি হবে ৷ 

এখানে কোন ভুল থাকলে কমেন্ট করে জানাবেন। এবং আর সহজ কোন পদ্ধতি জানা থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আশা করি সবার উপকার হবে। 

নেট থেকে সংগৃহীত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...