পরকীয়া থেকে সাবধান |
দুষ্টু মিষ্টি ভালোবাসা |
পরকীয়াকারীর শাস্তি |
পরকীয়া ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে।
ব্যভিচারের শাস্তি হিসেবে আল্লাহ বলেন, ‘ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে এক শ ঘা করে বেত্রাঘাত কর।’ (সুরা নুর, ২)
হাদিসের মাধ্যমে জানা যায় যে, রাসূলুল্লাহ সা: বলেন, ‘হে মুসলমানগণ! তোমরা ব্যভিচার পরিত্যাগ করো। কেননা, এর ছয়টি শাস্তি রয়েছে। এই মন্দ পরিণতির মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখিরাতে প্রকাশ পাবে। যে তিনটি শাস্তি দুনিয়াতে হবে তা হচ্ছে- ১. তার চেহারার ঔজ্জ্বল্য বিনষ্ট হয়ে যাবে; ২. তার আয়ুষ্কাল সঙ্কীর্ণ হয়ে যাবে এবং ৩. তার দরিদ্র্যতা চিরস্থায়ী হবে। আর যে তিনটি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে- ১. আল্লøাহর অসন্তোষ; ২. কঠিন হিসাব ও ৩. জাহান্নামের শাস্তি’ (বায়হাকি-৫৬৪)।