স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

পরকীয়া থেকে সাবধান 'ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে এক শ ঘা করে বেত্রাঘাত কর।’ (সুরা নুর, ২)

আমার মতে, এক পরপুরুষ অন্য এক পরনারীর অথবা এক নারি অন্য এক পরপুরুষের সাথে প্রেম ভালবাসা বা শারিলিক সম্পর্ক গড়ে তুলাকে পরকীয়া বলে।বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মাকে পছন্দ হয় না কিন্তু পরকীয়া করতে.চার বাচ্চার মাকে নায়িকা মনে হয় এই হল বর্তমান সমাজ
পরকীয়া থেকে সাবধান
আরো বিস্তারিত ভাবে পরকিয়া বলতে যা বুঝায়, ছেলে হোক বা মেয়ে দুই জনের মাঝে যে কোন এক জন বিবাহিত পুরুষ হোক বা নারী দুই জন বিবাহিতর মাঝে দুষ্টু মিষ্টি ভালোবাসার বা শারিলিক সম্পর্কে কে পরকিয়া বলে। এছাড়াও, স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোন এক পরপুরুষ বা অন্য এক পরনারীর সাথে ভালবাসা বা শারিলিক সম্পর্ক গড়ে তুলাকে পরকীয়া বলে।
দুষ্টু মিষ্টি ভালোবাসা
পরকীয়া থেকে সাবধানঃ ইসলামী দৃষ্টিতে পরকীয়া এক মারাত্মক অপরাধ। পরকীয়া নিয়ে ইসলাম কি বলে। আল্লাহ্‌র মহান বানিঃ তোমরা পরকীয়ার নিকটবর্তী হয়ো না। এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। — আল-কুরআন, পরকীয়াকারী ও যার সাথে তা করা হয় উভয়কে এক’শ ঘা করে বেত্রাঘাত কর।
পরকীয়াকারীর শাস্তি

পরকীয়া ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে।
ব্যভিচারের শাস্তি হিসেবে আল্লাহ বলেন, ‘ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে এক শ ঘা করে বেত্রাঘাত কর।’ (সুরা নুর, ২)
হাদিসের মাধ্যমে জানা যায় যে, রাসূলুল্লাহ সা: বলেন, ‘হে মুসলমানগণ! তোমরা ব্যভিচার পরিত্যাগ করো। কেননা, এর ছয়টি শাস্তি রয়েছে। এই মন্দ পরিণতির মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখিরাতে প্রকাশ পাবে। যে তিনটি শাস্তি দুনিয়াতে হবে তা হচ্ছে- ১. তার চেহারার ঔজ্জ্বল্য বিনষ্ট হয়ে যাবে; ২. তার আয়ুষ্কাল সঙ্কীর্ণ হয়ে যাবে এবং ৩. তার দরিদ্র্যতা চিরস্থায়ী হবে। আর যে তিনটি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে- ১. আল্লøাহর অসন্তোষ; ২. কঠিন হিসাব ও ৩. জাহান্নামের শাস্তি’ (বায়হাকি-৫৬৪)।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...