স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

সভ্য নীতিতে অসভ্যতার বসবাস

বর্তমান সমাজের অবস্থা বিভিন্ন রুপে রুপান্তরিত। শহর ও গ্রামের মানুষের পোশাক আশাক, খাওয়াদাওয়া, চলাফেরা এবং কথাবার্তায় কারো সাথে কারো মিল নাই। এক এক জনের কাছে এক এক রকমের নীতি। কিন্তু সবাই মনে করে যে, নিজ নিজ স্থান থেকে সবাই সভ্য। আসলে তার বিপরীত। সভ্যতার চাঁদরে , সভ্য নীতিতে অসভ্যতার বসবাস। চিন্তা করে দেখুন শহর ও গ্রামের কালচার মানে সংস্কৃতি যেমন নিজ জন্মস্থান এর আঞ্চলিক ভাষা, আচরণ, যোগ্যতা, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, আদর্শ, এবং আইন, প্রথা ইত্যাদি।

গ্রামের কালচারে গড়ে ওঠা মানুষ, শহরের কালচারের লোকের কাছে ভালো লাগে না। অনেকে বলে থাকে যে ওরা ক্ষেত, গাঁয়ে, দিন মজুর, চাষা আর কত কি। এই সব বলার কারন পোশাক আশাক, চলাফেরা এবং কথাবার্তা ইত্যাদি।

আবার দেখুন শহরের কালচারে গড়ে ওঠা মানুষ, গ্রামের কালচারের লোকের কাছে ভালো লাগে না। অনেকে বলে থাকে যে, লেংটি ইদুর, বিহায়া, বেয়াদব, অসভ্য আর কত কি। এই সব বলার কারন পোশাক আশাক, চলাফেরা এবং কথাবার্তা ইত্যাদি।

অথচ আমরা, সভ্য নীতিতে অসভ্যতার লালন করে যাচ্ছি। আঞ্চলিক ভাষায় একটি প্রবাধ বচন আছেঃ আধা কইলে গাধায় বুঝে, পুরা কইলে বলদেও বুঝে।

আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে জিন, ফেরেশতা ও মানুষ সেরা; তবে মানুষই আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে মহাল আল্লাহ্‌ তাআলা। ভালো মন্দ বুঝার শক্তি দিয়েছে। তার পরেও আমরা নাছোড়বান্দা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না। আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। একবার বলুন- আলহামদুলিল্লাহ্‌। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ এর নিকট শুকরিয়া আদায় করা হয়।বেশী বেশী করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ এর নিকট শুকরিয়া আদায় করুন।

শুকরিয়া আদায় করার দোয়াঃ

উচ্চারণ : ‘আল্লাহুম্ম মা আসবাহা বি মিন নিমাতিন আও বি আহাদিম মিন খলকিকা ফামিংকা ওয়াহদাকা লা শারিকা লাকা, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু’।

অর্থ : ‘হে আল্লাহ! এই সকালে আমার মাঝে বা আপনার যেকোনো সৃষ্টির মাঝে যা কিছু নেয়ামত, সব আপনারই তরফ থেকে। আপনি একক, আপনার কোনো শরিক নেই। সুতরাং আপনারই হামদ, আপনারই শোকর।’

পরিশেষে আসুন আল্লাহর দরবারে তওবা করে গুনাহ মাফ চাওয়ার দোয়া করি।

সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। [সহীহ আল-বুখারী-৭/১৬৮,সহীহ মুসলিম-৪/২০৭১]

ক্ষমা চাওয়ার ছোট্ট দোয়াঃ أتُوبُ إلى اللَّهِ ممَّا أذْنَبْتُ

উচ্চারণ : আতুবু ইলাল্লাহি মিম্মা আজনাবতু।
অর্থ : ‘আমি যে গোনাহ করেছি, তা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...