The mood is hot মেজাজ গরম এটি আঞ্চলিক ভাষা। আমাদের দেশে বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় বলে মেজাজ গরম করিছ না, মাথা গরম করিছ না, জিদ তুলিছ না, রাগ তুলিছ না ইত্যাদি।এই সব শব্দ ব্যাবহারের মাধ্যমে নিজের রাগকে প্রকাশ করে মাত্র।
অপরিচিত ফোন কল এসে শীতের মাঝেও মেজাজ গরম করে দিল। কোথায় থেকে যে এই সব ভণ্ডামি কল আসে কিছু বুঝতে পারি না। সকালটা মাথা গরম করে দিল একটি ফোন কলে।