আমার মত নতুন যারা লেখতে লেখতে শিখতেছেন তাদের জন্য এই পোস্ট কাজে লাগবে আশা করি। শিরোনাম দেখে বুঝতে পারছেন যে, এখানে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। শিরোনাম যদি বুঝে না থাকেন, তাহলে তার আগে জানুন ব্যাকলিংক কি? এখন আপনার ওয়েব সাইটের ব্যাকলিংক চেক করতে চান? তাহলে আপনিও করে নিতে পারবেন।
আপনার ওয়েব সাইটের ব্যাকলিংক চেক করবেন কিভাবেঃ ফ্রীতে
এখানে Backlink Checker এর মাধ্যমে আপনার website page এর backlink check করতে পারবেন। এখান থেকে জানতে পারবেন, কোথায় থেকে কিভাবে backlink পেয়েছেন।