ব্যাকলিংক কি? ব্যাকলিংক হচ্ছে একটি এক্সটারনাল লিংক External Link যা অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার সাইট পেয়ে থাকে।
ব্যাকলিংক কাকে বলে? মনে করেন, আপনার একটি ওয়েব সাইট আছে ''সবার জন্য উন্মুক্ত'' এবং ''সবার জন্য উন্মুক্ত'' ওয়েব সাইটের লিংকটি অন্য একটি সাইটে কমেন্ট বা পোষ্ট করে রাখলেন। তাহলে আপনি আপনার ''সবার জন্য উন্মুক্ত'' সাইটের জন্য একটি ব্যাকলিংক পাবেন। এভাবে যতগুলো সাইটে আপনার সাইটের লিংক দিবেন ততো গুলো ব্যাকলিংক পাবেন। এক কথায় ব্যাকলিংক হল, আপনার ওয়েবসাইটের “URL লিংক” অন্য একটি ওয়েবসাইটে থাকা।
কি ভাবে আপনার সাইটের জন্য ব্যাকলিংক পাওযা যাবে? নীচের পয়েন্ট গুলোর মাধ্যমে ব্যাকলিংক পাওয়া যায়।
- আর্টিকেল এর মাধ্যমে
- ব্লগিং এর মাধ্যমে
- অন্যের ব্লগে কমেন্ট করার মাধ্যমে
- ফোরাম পোষ্টের মাধ্যমে
- ফোরামে কমেন্ট করার মাধ্যমে
- প্রেস রিলিজের মাধ্যমে।
- ডাইরেক্টরিতে ওয়েব সাইট সাবমিট এর মাধ্যমে
- লিংক এক্সচেন্জ এর মাধ্যমে
- ওয়েব সাইটে এড দেয়ার মাধ্যমে
- ব্যাকলিংক কেনার মাধ্যমে। (পেড ব্যাকলিংক) ইত্যাদি।