স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

রাগ নিয়ে কিছু কথা আল কুরআন, আল হাদিস, বাণী উক্তি

আজ মন ভালো নেই। আপনজন হোক আর প্রিয় মানুষ যদি রাগ করে থাকে ভালো কি আর থাকা যায়। তাই বেস্ত সময় কাটানোর চেষ্টা করে যচ্ছি রাগ নিয়ে। রাগ করে  রাগ সম্পর্কে ইসলাম কি বলে, রাগ কমানোর দোয়া রাগ সম্পর্কে হাদিসরাগ নিয়ে উক্তি রাগ এসএমএস ইত্যাদি দিয়ে (নেট থেকে সংগ্রহীত) এই পোষ্ট সাজানো হল । আশা করি আপনাদের ভালো লাগবে।

Rag komanur Dua

রাগ নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনাঃ শয়তানের শত্রুতা হতে নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা তাঁরই নিকট আশ্রয় চাইতে বলেছেন।  রাগ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এক সাহাবি হজরত রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। প্রচণ্ড রাগ বা ক্রোধের সময় করণীয় সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তম আমল করার কথা উল্লেখ করেছেন। রাগ কমানোর দোয়া বা আমলটি হচ্ছে-  اَعُوْذُ بِاللهِ مِنَ الشّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণঃ  আউজুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম।

অর্থঃ ‘আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি।-(বুখারি, তিরমিজি ও মুসনাদে আহমদ)

রাগ সম্পর্কে ইসলাম কি বলে - রাগ সম্পর্কে কুরআনঃ রাগধ্বংস করে দিতে পারে জীবন, সম্পদ, সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক। জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। এ কারণেই নবীজি (সা.) এটাকে বলেছেন, ‘আদম সন্তানের অন্তর একটি উত্তপ্ত কয়লা’ (তিরমিজি)। আল্লাহর ক্ষমা পেতে হলে তাঁর বান্দাকে ক্ষমা করতে হবে। কোরআনে বলা হয়েছে, ‘তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সত্কর্মশীলদিগকেই ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৪)।  

যারা নিজেদের রাগকে সংবরণ করে, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, (তারাই মহসিন বা সৎকর্মশীল) বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদের কেই ভালোবাসেন। -(আল কোরআন)

রাগ নিয়ে হাদিসঃ সে প্রকৃত বীর নয়, যে কাউকে কুস্তীতে হারিয়ে দেয়। বরং সেই প্রকৃত বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। - আল হাদিস

 যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে, তবে সে যেন বসে পড়ে । যদি তাতে রাগ চলে যায় ভালো। আর যদি না যায়, তবে শুয়ে পড়বে। -আল হাদিস

 নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে । আর শয়তান আগুনের তৈরি । নিশ্চয় পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে । -আল হাদিস

রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয় যেমনিভাবে তিক্ত ফল মধুকে নষ্ট করে দেয়। -আল হাদিস

রাগ মানুষের ঈমানকে নষ্ট করেহিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করেআর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় । -বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) 

রাগ ভাঙ্গানোর sms hbangla-love-sms থেকে সংগৃহীত 

  •  আপনার রাগের জন্য হয়তো কেউ আপনাকে শাস্তি দেবে না , কিন্তু আপনার রাগই আপনাকে শাস্তি দেবে।
  •  প্রকৃত স্মার্ট তারা , যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে ।
  • ৫ মিনিট সময় চেয়ে ৫০ মিনিট ধরে সাজু গুজু করা মেয়েদের জন্মগত অধিকার !
  • শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না ! . তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?
  • ঘুম ভাঙ্গেছে তবু বিছানা আমাকে ছাড়ে না কেন আরও ঘন্টাখানেক শুয়ে থাকা মানে কি অলসতা নাকি সত্যি বিছানা আমাকে ভালোবাসে
  • মানবহৃদয় আয়নার মত। সে আয়নায় ভালবাসার আলো পড়লে তা ফিরে আসবেই।
  • সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা অসুখী।
  • যার কাছে ঘুম আনন্দময় সে-ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে।
  • খুব বেশি সুন্দর কোন কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভাল মানুষরাও বেশি দিন বাঁচে না। স্বল্পায়ু নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে।
  • যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া-মমতা-ভালবাসা এসব যুক্তির বাইরের ব্যাপার।
  • বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। প্রিয়জনদের থেকে তাই দূরে থাকাই ভাল। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল।
  •  মোহের কাছে পরাজিত হওয়া ঠিক নয়। কিন্তু খুব কম মানুষই মোহযুদ্ধে অপরাজিত থাকে।
  • সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ। বাস্তবতা যতই মধুরই হোক, স্বপ্নের মত হয় না। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করতে হয় এটা হচ্ছে সত্যি।
  • প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানোই শ্রেয়।বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর, সমালোচনার আগে ধৈর্য্য ধর, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেয়ার আগে চেষ্টা কর।
  • অতিরিক্ত যেকোন কিছু পতন নিয়ে আসে। সবকিছু তাই নির্দিষ্ট সীমায় রাখাই শ্রেয়।
  • চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যাতা হচ্ছে সে মুখ বন্ধই রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়

রাগ সম্পর্কিত উক্তি

অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়-- সেখান হইতে রাগ-দ্বেষের দ্বন্দ্বকোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না রবীন্দ্রনাথ ঠাকুর

“ অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়-- সেখান হইতে রাগ-দ্বেষের দ্বন্দ্বকোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না ” - রবীন্দ্রনাথ ঠাকুর

“ রণক্ষেত্রে সহস্রযোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ ”-- গৌতম বুদ্ধ 

রাগ নিয়ে হুমায়ুন আহমেদের উক্তি “ আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ”- হুমায়ূন আজাদ

মিনিট রাগ করার কারনে আপনি ৬০ সেকেন্ড সুখের সময় মিস করলেন । এইচ আর এস

রেগে গিয়ে কোন সমস্যার সমাধান করা যায় না। গ্রেস কেলি

  আমি বিশ্বাস করি রাগ হলো নষ্ট হওয়া আবেগ এবং আমি আবেগ নষ্ট করতে পছন্দ করি না । জিম ওয়েব

 যতবারই আপনি রাগান্বিত হন, আপনি নিজেই নিজের শরীরে বিষ প্রয়োগ করেন । - আলফ্রেড এ মন্টপোর্ট

 রাগ কোন সমস্যার সমাধান করে না -এটি বিষয়গুলিকে আরও খারাপ করে তোলে ।  আমি এই কথাটি শুনেছি , ‘রাগান্বিত অবস্থায় কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না । লিওনেল সোসা

যে কোন কিছুতে রাগ করবে, সে কোন কারণ ছাড়াই রাগ করবে । সালুস্ট

 রাগ উঠলে এর পরিণতি ভেবে দেখুন । কনফুসিয়াস

 

যদি একটি রাগের মুহুর্তে আপনি ধৈর্য ধরেন, তাহলে আপনি ১০০ দিনের দুঃখ থেকে মুক্তি পাবেন । চাইনিজ প্রবাদ

 আপনি যদি সবসময় রাগান্বিত থাকেন বা অভিযোগ করেন তাহলে লোকেরা আপনার জন্য সময় পাবে না । স্টিফেন হকিং

 আপনার মেজাজ ঠিক রাখুন। রাগে সিদ্ধান্ত নেওয়া কখনই ভালো না। ফোর্ড ফ্রিক

 রাগ হলে চার পর্যন্ত গুনুন  ; খুব রেগে গেলে, গুনতেই থাকুন । মার্ক টোয়েন

ঘুমানোর আগে মানুষের তার সব রাগ ভুলে যাওয়া উচিত। মহাত্মা গান্ধী

 ক্রোধ এমন বাতাস যা মনের প্রদীপকে উড়িয়ে দেয়। -রবার্ট গ্রিন ইনজারসোল

 তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না, তোমার ক্রোধের দ্বারা তুমি শাস্তি পাবে।  বুদ্ধ

মানুষের সবচেয়ে বড় দায়বদ্ধতা হলো ক্রোধ । নিকোস কাজান্টজাকিস

 ক্রোধ একটি পঙ্গু আবেগ। আপনি তখন কিছুই করতে পারবেন না । টনি মরিসন

 

তথ্য সুত্রঃ 

bani.com.bd বাণী চিরন্তণীঃ বাণী তালিকা রাগ

bangla-love-sms রাগ নিয়ে উক্তি 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...