স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

শিক্ষনিয় পোষ্ট- সাহাবীর কাহিনী

একদিন এক সাহাবী তার সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক্ষণ খোঁজাখুঁজির পর এক সময় এক জায়গায় এসে তার সন্তানকে পেলেন যেখানে কিছু শিশুসহ সে খেলছিল।আর তাদের পাশে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে খেলা দেখছিলেন। সাহাবী নবীজী (সাঃ) এর পাশে এসে বললেন ইয়াহ রাসূলাল্লাহ , 'অনেক্ষণ ধরে আমি আমার পুত্রকে খুঁজছিলাম,আমি কি ওকে এখন নিয়ে যেতে পারি?' জবাবে তিনি বললেন, 'তোমার পুত্রকে আরেকটু খেলতে দাও'। কিছুক্ষণ পর সাহাবী আবার এলেন এবং বললেন ইয়াহ রাসূলাল্লাহ, আমি কি আমার পুত্রকে এবার নিয়ে যেতে পারি? তিনি (স.) বলেন হে ,নিয়ে যাও,কিন্তু ' তাকে ওর নাম ধরে ডাকবে সবার সামনে, আমার পুত্র' বলে ডেকো না। জবাবে সাহাবী জিজ্ঞেস করলেন , ইয়াহ রাসূলাল্লাহ ,আমার পুত্র কে আমি পুত্র বলে ডাকতে পারবো না কেন? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোরে কাদতেঁ শুরু করে দিলেন আর বলেন 'কারণ ওখানে অনেক ইয়াতীম শিশু আছে যাদের বাবা নেই,আর তুমি যখন তোমার পুত্রকে নিজের পুত্র বলে ডাকবে তখন তাদের মধ্যে বাবা হারানোর কষ্টটা জেগে উঠবে, তারা দুঃখিত হবে। তাই আমি তোমাকে বারণ করেছি।

সাহাবি অবাক হয়ে গেলেন আর বিস্মিত সুরে জিজ্ঞাসা করলেন ' ইয়াহ রাসূলাল্লাহ, আপনি এখানে বসে খেলা দেখছেন কেনো?' তিনি অশ্রুসিক্ত নয়নে উত্তর দিলেন ,'যেনো তারা তাদের বাবার শুন্যতা অনুভব না করে আর তারা যেনো বুঝতে পারে তাদের পাশে আল্লাহের রাসুল আছেন।
সুবহানাল্লাহ, কতই সুন্দর ভাবে আমাদের রাসুল (সাঃ) পুরো জীবন জুড়ে আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছেন। আল্লাহ আমাদের সকলের হৃদয়ে এতিম শিশুদের জন্য বেশি বেশি সহানুভুতি আর ভালোবাসা জাগিয়ে দিক। আমিন। - নেট থেকে সংগৃহীত। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...