এক থাপ্পড়ে সংগীত শিল্পীর মৃত্যু। চাঞ্চল্যকর এই খবর পুলিশের এসআই এর নিকট অপরাধীর মুখে স্বীকার উক্তি।কিন্তু পুলিশ অপরাধীর মুখের স্বীকার উক্তি পেয়েও হেঁসে হেঁসে ছেড়ে দিল। কি হয়েছিল পুলিশ ও অপরাধীর মাঝে। কেন অপরাধীকে ছেড়ে দিল পুলিশ। এর ব্যাখ্যা জানতে হলে নিচের বর্ণনা পড়ুন--
অপরাধীঃ খুন করে পুলিশের এসআই এর নিকট এসে বল্ল, স্যার আমি ঘটনা ঘটাই পেলেছি।
পুলিশঃ কি ঘটনা! খুলে বল।
অপরাধীঃ স্যার, আমি খুন করেছি।
পুলিশঃ চোখ রাগিয়ে বলে, খুন।
অপরাধীঃ জি স্যার, খুন করেছি।
পুলিশঃ কখন খুন করেছো!!?
অপরাধীঃ গত রাতে?
পুলিশঃ কেন? তাহলে তুমি খুনি! জান, খুন করার অপরাধে কি সাজা হতে পারে?
অপরাধীঃ জানি স্যার, জানি। খুনের অপরাধে পাসি। তারপরেও আমি খুন করেছি।
পুলিশঃ ঠিক আছে তাহলে। নিজ মুখে অপরাধ স্বীকার করার জন্য মানবিক দিক বিবেচনা করে সাজা কমিইয়ে দেওয়ার জন্য সুপারিস করা হবে। এবার বল কিভাবে খুন করেছো।
অপরাধীঃ স্যার, এক থাপ্পড়ে খুন করেছি।
পুলিশঃ এক থাপ্পড়ে খুন করেছো!!
অপরাধীঃ জি স্যার, এক থাপ্পড়ে খুন করেছি।
পুলিশঃ কি বল, কেন খুন করেছো।
অপরাধীঃ স্যার, প্রতিদিন সে আমার রক্ত খেয়ে পেলে। তার জ্বালা যন্ত্রণা সইতে না পেরে এক থাপ্পড়ে খুন করেছি।
পুলিশঃ কে সে?
অপরাধীঃ স্যার, মশা।
পুলিশঃ হাহাহাহা
অপরাধীঃ হাহাহাহা---