স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

মেয়েদের সাদা স্রাব নিয়ে আলোচনা

সাদা স্রাব কি এবং কেন হয়

লিউকোরিয়া বা সাদা স্রাব হচ্ছে নারীদের একটি বিশেষ সমস্যা। অধিকাংশ স্রাব জীবন শৈলী ও শারীর বৃত্তীয় সংক্রান্ত যার কোন চিকিৎসা প্রয়োজন হয় না। তবে প্রচুর পরিমাণে, রক্তে দাগ, দুর্গন্ধ যুক্ত, স্বাভাবিক রংয়ের না হলে গুরুত্বের সাথে দেখতে হবে। 

সাধারণত, স্বাভাবিক স্রাব পাতলা এবং সামান্য চটচটে হয়। এটা অনেকটা  সর্দির মত। সাধারণত যোনি সাদা স্রাবের পরিমাণ ডিম্বস্ফূটন এবং যখন মানসিক চাপের বৃদ্ধি, মাসিক চক্রে তারতম্য হয় । 

স্বাভাবিক শারীরবৃত্তীয়, বয়সন্ধিকালে রক্ত চলাচল বেড়ে যায় ফলে নিঃসরণ-ও বেশি হয়, যৌন মিলনকালে, যৌন আবেগে, গর্ভাবস্থায়, শরীরের রাসায়নিক সমতা বজায় রাখতে এবং যোনির কোষগুলোকে সচল রাখতে ইস্ট্রজেন (oestrogen ) হরমোনের প্রভাবে সাদা স্রাবের নিঃসরণ হতে পারে।

এছাড়া মেয়ে শিশুর জন্মের প্রথম ৭-১০ দিনের মধ্যেও সাদা স্রাবে চাপ দিতে পারে।

মায়ের শরীরে যদি অত্যাধিক হরমোন থাকে তবেও সাদাস্রাব হতে পারে।, সন্তান প্রসবের প্রথম কয়েকদিন-ও সাদা স্রাব বেশি হতে পারে, হস্তমৈথুন বা মাস্টারবেশন, অভুলেশন ( ডিম্বাণু নিঃসরণ কালে ) জন্ম বিরতিকরণ পিল ব্যবহার করলে। 

সাদা স্রাব কখন হয়: 

আসুন জেনে নেই নারীদের সাদাস্রাব কেন হয়।আর এই সাদাস্রাব হলেই বা আপনার কী করা উচিত।

 মানসিক অশান্তিঃ শরীরের সঙ্গে মনের একটি ভালো যোগাযোগ রয়েছে। মনের ভালো মন্দের প্রভাব অবশ্যই শরীরের ওপর পরে।তাই মানসিক চাপ হতে পারে সাদা স্রাবের অন্যতম কারণ।

পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টির অভাবঃ পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টির অভাব হতে পারে সাদা স্রাবের সমস্যা।তাই বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে ডিম, দুধ, মাছ, মাংস , সবুজ সবজি ও ফলমূল খেতে হবে।

কৃমির সংক্রমণঃ নারীদের শরীরে পুষ্টিহীনতার জন্য কৃমির কৃমির সংক্রমণ হতে পারে।আর কৃমির সংক্রমণ হলে আপনি  যা-ই খান, তার একটি বড় অংশ কৃমির পেটে চলে যাবে। কৃমির সমস্যা থেকে হতে পারে সাদাস্রাব।  

অপরিচ্ছন্নতা কাপড়ঃ অপরিচ্ছন্নতা কাপড় সঠিকভাবে না শুকিয়ে স্যাঁতস্যাঁতে পরিবেশে রেখে ব্যবহার করা মোটেই ঠিক নয়।এত করে হতে পারে সাদাস্রাবের সমস্যা।পরনের কাপড় রোদে শুকিয়ে ব্যবহার করা ভালো।

জন্ম বিরতিকরণ পিল" জন্ম বিরতিকরণ পিল খাওয়ার কারণেও সাদা স্রাবের সম্মুখীন হওয়ার আশঙ্ক্ষা থাকে।আর যদি পিল খেতেই হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

তবে প্রথমে ভয় না পেয়ে দেখুন ও বুঝে নিন আপনার সাদা স্রাবে আধিক্য কি অত্যাধিক নাকি স্বাভাবিক।যদি আপনার সামান্যতম সমস্যা মনে হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সংগৃহীত সূত্র- jugantorলেখক: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ,সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, ঢাকা

সাদা স্রাব এর কারণ ও প্রতিকার

 স্বাভাবিক ভাবে ১৩-১৯ বছরের মেয়েদের, প্রেগনেন্সির সময় স্বাভাবিক সাদাস্রাব হয় । লিউকরিয়ায় আক্রান্ত নারীদের ভিন্ন ভিন্ন লক্ষন দেখা যায় । আবার অনেকের একসাথে অনেক লক্ষন দেখা দেয়।

অতিরিক্ত সাদাস্রাব-এর কারণ ও লক্ষণসমূহঃ 

  • জরায়ূরতে ব্যাকটেরিয়া জন্মালে। জরায়ূ সব সময় ভেজা থাকে তাই তাড়াতাড়ি ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে।
  • ছোঁয়াচে যৌন রোগ।
  • ইস্ট এর সংক্রামন ঘটলে।
  • অতিরিক্ত সাদা স্রাব-এর কারণে কোমরে ব্যথা করে।
  • গন্ধ যুক্ত সাদাস্রাব নিঃসরণ।
  • তলপেট ভারি হয়ে থাকা।
  • শরীর দুর্বল লাগা।
  • চোখের নিচ গর্ত হয়ে যাওয়া, চোখের নিচ কালো হয়ে যাওয়া।
  • বদ হজম।
  • জরায়ূতে চুলকানি অথবা জ্বালাপোড়া।
  • আন্ডার গার্মেন্টস এ দাগ লেগে থাকা।
  • মুখের মলিনতা নষ্ট হয়ে যাওয়া ও
  • সহবাসের সময় যৌনিতে জ্বালা করা।

সাদা স্রাব প্রতিরোধে করনীয়ঃ

  • কখনও খালি পেটে থাকা যাবে না।
  • খুব বেশি জরায়ূ চুলকালে কুসুম গরম পানিতে লবন দিয়ে, জরায়ূরর মুখ ভালো করে ধুতে হবে।
  • জরায়ূরর মুখ সব সময় পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। মনে রাখতে হবে জরায়ূর মুখ ভেজা থাকে বলেই বেশি ইনফেকশন হয়।
  • স্যানিটারি ন্যাপকিন ৫ ঘণ্টা অন্তর বদলাতে হবে।

সাদা স্রাব এর করণীয়:

  • প্রতিদিন ২ চামচ টক দই খান।
  • ভাজাপোড়া খাওয়া একদমই বাদ দিতে হবে।
  • অ্যালার্জি যুক্ত খাবার পরিহার করতে হবে।

জীবন যাত্রায় পরিবর্তনঃ

  • রাতে কম পক্ষে ৬-৭ ঘণ্টা ঘুমাতে হবে।
  • বেশি রাত জাগা যাবে না।
  • ফাস্ট ফুড জাতীয় খাবার পরিহার করতে হবে।

চিকিৎসা: সাদাস্রাব খুব বেশি আকার ধারন করলে চিকিৎকের শরণাপন্ন হতে হবে। জরায়ূর মুখ পরিষ্কার এবং শুকনো রাখলে ইনফেকশন হওয়ার হার অনেক কমে যায়। হোমিওপ্যাথিতে এ রোগের যথাযথ চিকিৎসা রয়েছে। অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন । সংগৃহীত সূত্র-  dailyinqilab সাদাস্রাব দূর করবেন কি ভাবে -ডা. এস এম আব্দুল আজিজ 


সাদা স্রাব কি পবিত্র?

প্রশ্ন: যদি সাদাস্রাব বের হয় তাহলে কি কাপড় পাল্টিয়ে নামাজ পড়তে হবে নাকি এমনিতেই নামাজ পড়া যাবে?
উত্তর: ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পরে মহিলাদের লজ্জাস্থান থেকে নির্গত সাদাস্রাব নাপাক নয়।
এটি ইমাম আবু হানিফা রহ. সহ অধিকাংশ আলেমদের অভিমত। আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমীন এই অভিমত গ্রহণ করেছেন। (দেখুন, শারহুল মুমতে ১/৪৫৮)
সুতরাং তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। ফলে নামাজের পূর্বে কাপড় পাল্টানোরও প্রয়োজন নাই।
তবে যথাসম্ভব, কাপড়ে না লাগানোর চেষ্টা করা উত্তম। তাই প্যাড, আন্ডারওয়্যার অথবা কোন কাপড়ের টুকরো লজ্জাস্থানে দিয়ে রাখা ভালো।
তবে মনে রাখতে হবে যে, সাদা স্রাব বের হলে ওযু নষ্ট হয়ে যাবে।সুতরাং সালাতের পূর্বে লজ্জাস্থান ধৌত করার পর অজু করে সালাত আদায় করবে।
সংগৃহীত সূত্র - facebook-সাদা স্রাব কি পবিত্র? উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়) দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

প্রশ্নঃ মহিলাদের লিকিউরিয়া বা সাদা স্রাব দেখা দিলে অজু, নামাজ, রোজা হবে কিনা?
উত্তরঃ মহিলাদের পিরিয়ড এর পর এ ধরনের যে স্রাব দেখা যায় তা নাপাক নয় বরং পাক আর এ অবস্থায় নামাজ রোজা যথারীতি আদায় করতে হবে।
এখানে আরো একটি প্রশ্ন জাগে যে এ সাদা স্রাব এর কারনে কি অজু ভেঙ্গে যাবে?
এর উত্তরে বলা যায় এ ব্যাপারে ফোকাহাগনের মাঝে মতভেদ আছে একদলের মতে সাদা স্রাব বের হওয়ার ফলে অজু ভঙ্গ হয় না আর এক দলের মতে সাদা স্রাব বের হওয়ার ফলে অজু ভঙ্গ হয়। তবে উত্তম হল অজু ভঙ্গ হয়েছে ধরে নেয়া এবং নতুন অজু করা।
তবে কাহারো যদি এ স্রাব অনবরত বের হয় তখন তিনি মাজুর শরীয়ী অসুস্থ হিসাবে গন্য হবেন আর তখন তিনি প্রতি ওয়াক্তের জন্য নতুন নতুন অজু করে নামাজ আদায় করবেন।
আরেকটা কথা মনে রাখবেন লিকিউরিয়ার পানি নাপাক নয় সুতরাং এ পানি যদি কাপড়ে লাগে তাতে কাপড় নাপাক হবে না। সংগৃহীত সূত্র- facebook- সত্যপ্রচার ও ইসলামী শরীয়ত

 

এই পোষ্ট থেকে যা জানতে পারলাম- সাদা স্রাব কিভাবে দূর করা যায়/ সাদা স্রাব কি খেলে ভালো হয় / সাদা স্রাব বন্ধ করার ঔষধ/ সাদা স্রাব এর ঔষধ এর নাম/  sada srab medicine, সাদা স্রাব হলে কি বাচ্চা হয়, মেয়েদের সাদা স্রাব হলে করণীয় কি, মেয়েদের সাদা স্রাব বন্ধ করার উপায় sada srab bondo korar upay, মেয়েদের সাদা স্রাব এর ঘরোয়া চিকিৎসা, মেয়েদের সাদা স্রাব এর আয়ুর্বেদিক চিকিৎসা, অতিরিক্ত সাদা স্রাব কেন হয়, অতিরিক্ত সাদা স্রাব হলে করণীয়, গর্ভাবস্থায় সাদা স্রাব কেন হয়, গর্ভাবস্থায় সাদা স্রাব হলে করণীয়সাদা স্রাব কি নাপাক sada srab ki napak, , sada srab kivabe kombe, sada srab english name

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...