ইংরাজি মাসের প্রথম মাস জানুয়ারি।জানুয়ারি মাস ৩১ দিনে হয়। বাংলাদেশে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস (সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস)। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস।
- ইংরেজি নববর্ষের দিন : ১ জানুয়ারি
- স্বাধীনতা দিবস (হাইতি) : ১ জানুয়ারি
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস : ১০ জানুয়ারি
- মকর সংক্রান্তি (ভারত) : ১৪ জানুয়ারি
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুদিবস : ১৬ জানুয়ারি
- শহীদ আসাদ দিবস : ২০ জানুয়ারি
- মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন : ২৫ জানুয়ারি
- প্রজাতন্ত্র দিবস (ভারত) : ২৬ জানুয়ারি
- মার্টিন লুথার কিং দিবস (যুক্তরাষ্ট্র) : ৩য় সোমবার
জানুয়ারি ২০২১ সরকারি ছুটি তালিকা অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি মাসের ঐচ্ছিক ছুটি ২৮ জানুয়ারি মাঘী পূর্ণিমা।
বৈশ্বিক দিবস বা বিশ্ব দিবস বা আন্তর্জাতিক দিবসসমূহের তালিকা মতে জানুয়ারি মাসের দিবস সমূহঃ
১ জানুয়ারি- নববর্ষ
২ জানুয়ারী- বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস৪ জানুয়ারী- বিশ্ব ব্রেইল দিবস
৪ জানুয়ারি- বিশ্ব সম্মোহন দিবস
৯ জানুয়ারী- প্রবাসী ভারতীয় দিবস (NRI Day)
১০ জানুয়ারি- বিশ্ব হিন্দি দিবস
২৬ জানুয়ারি- আন্তর্জাতিক শুল্ক দিবস
২৭ জানুয়ারি- International Day of Commemoration in Memory of the Victims of the Holocaust জাতিসংঘ
৩১ জানুয়ারি- পথশিশু দিবস এবং জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস।
প্রতি বৎসর বিভিন্ন দিনে বিশ্বব্যাপী নানা "দিবস" পালিত হয়। এই সকল বৈশ্বিক দিবস বা বিশ্ব দিবস বা আন্তর্জাতিক দিবসসমূহের তালিকা - আরও জানুন
জানুয়ারি গান