স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

ফেব্রুয়ারি মাসের বিশেষ দিবসসমূহ

ইংরাজি মাসের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি । ফেব্রুয়ারি মাস ২৮/২৯ দিনে হয়। যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিন হয়, সেই বছরটাকেই লিপ ইয়ার বলা হয়। অন্যান্য সময়ে ২৮ দিনের হয়।  

ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিনসমূহঃ 
  • ২ ফেব্রুয়ারি: বিশ্ব জলাভূমি দিবস 
  • ০৫ ফেব্রুয়ারিঃ জাতীয় গ্রন্থাগার দিবস
  • ১১ই ফেব্রুয়ারিঃ সড়ক হত্যা দিবস
  • ১২ ফেব্রুয়ারি: বিশ্ব ডারউইন দিবস,
  • ১৪ ফেব্রুয়ারি:বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন'স ডে
  • ১৪ ফেব্রুয়ারিঃ সুন্দরবন দিবস
  • ১৫ ফেব্রুয়ারি: বিশ্ব শিশু ক্যান্সার দিবস
  • ২১ ফেব্রুয়ারি কি দিবস? ২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 
  • ২১ ফেব্রুয়ারিঃ শহীদ দিবস  
  • ২২ ফেব্রুয়ারি: বিশ্ব স্কাউট দিবস,
  • ২৮ ফেব্রুয়ারি কি দিবস? ২৮ ফেব্রুয়ারিঃ জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস  (এছাড়াও প্রতি বছরই ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়।) 

বিশেষ দিবসসমূহ
  • অন্ধকার ইতিহাসের মাস (যুক্তরাষ্ট্র ও কানাডা)
  • জাতীয় পাখি-খাদ্যদান মাস : (যুক্তরাষ্ট্র)
  • স্বাধীনতা দিবস (শ্রীলঙ্কা) : ৪ ফেব্রুয়ারি
  • আব্রাহাম লিংকনের জন্মদিন : ১২ ফেব্রুয়ারি
  • ভালোবাসা দিবস : ১৪ ফেব্রুয়ারি
  • সুন্দরবন দিবস(বাংলাদেশ) : ১৪ ফেব্রুয়ারি
  • পতাকা দিবস: (কানাডা) : ১৫ ফেব্রুয়ারি
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : ২১ ফেব্রুয়ারি
  • স্বাধীনতা দিবস (সেন্ট লুসিয়া) : ২২ ফেব্রুয়ারি
  • জর্জ ওয়াশিংটনের জন্মদিন : ২২ ফেব্রুয়ারি
  • স্বাধীনতা দিবস (এস্তোনিয়া) : ২৪ ফেব্রুয়ারি
  • পতাকা দিবস (মেক্সিকো) : ২৪ ফেব্রুয়ারি
  • বিজয় দিবস (কুয়েত) : ২৬ ফেব্রুয়ারি
  • পরিবার দিবস (কানাডা) : তৃতীয় সোমবার
  • বিশ্ব পরিণয় দিবস : দ্বিতীয় রবিবার 

ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস এই মাসকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন'স ডে উৎযাপন করে প্রেম ভালোবাসা ও বন্ধুত্ব স্থাপন করে। ফেব্রুয়ারি মাস এর প্রতিটি দিনকে প্রেমিক প্রেমিকারদের রোমান্টিক। কীভাবে ফেব্রুয়ারি মাসের দিনগুলো পালন করে এক নজরে দেখুন- 


৭ ফেব্রুয়ারি-গোলাপ দিবস
৮ ফেব্রুয়ারি-প্রস্তাব দিবস
৯ ফেব্রুয়ারি-চকলেট দিবস
১০ ফেব্রুয়ারি-টেডি ডে
১১ ফেব্রুয়ারি-প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)
১২ ফেব্রুয়ারি-কিস ডে (চুম্বন দিবস)
১৩ ফেব্রুয়ারি-হাগ ডে (আলিঙ্গনের দিবস)
১৪ ফেব্রুয়ারি-ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)
১৫ ফেব্রুয়ারি-স্ল্যাপ ডে (চর মারার দিবস)
১৬ ফেব্রুয়ারি-কিক ডে
১৭ ফেব্রুয়ারি-পারফিউম ডে
১৮ ফেব্রুয়ারি-ফ্লার্টিং ডে
১৯ ফেব্রুয়ারি-কনফেশন ডে
২০ ফেব্রুয়ারি-মিসিং ডে
২১ ফেব্রুয়ারি-ব্রেক ডে-  নেট থেকে সংগৃহীত 

লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার (Leap year)। বাংলায় যাকে অধিবর্ষ বলা হয়।
লিপ ইয়ার কাকে বলে? যে বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিন হয়, সেই বছরটাকেই লিপ ইয়ার বলা হয়।

লিপ ইয়ার অর্থ কি/ লিপ ইয়ার কেন হয়/ লিপ ইয়ার কত দিনে হয় / লিপ ইয়ার কিভাবে বের করে দেখুন-  আসলে আমরা বছর গণনা করি ৩৬৫ দিনে। কিন্তু পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ৩৬৫ দিনের কিছু বেশি সময় লাগে। এই সময়টা হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। অর্থাৎ, আমরা প্রতি বছরে কয়েক ঘণ্টা কম হিসাব করি। এই কয়েক ঘণ্টার তাহলে কী হবে?
এই ভাবনা থেকেই এসেছে লিপ ইয়ার। প্রতি চার বছরে আমাদের এই না হিসাব করা সময়টা মিলে প্রায় একদিন হয়ে যায়। সেজন্য চার বছর পর পর একটা বছরে একটা দিন বাড়তি হিসাব করা হয়। সেই বছরে থাকে ৩৬৬ দিন। এই বাড়তি দিনটাই হলো ২৯ ফেব্রুয়ারি। আর এরকম বছরকেই বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ।
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যেই বছরগুলো ৪ দিয়ে বিভাজ্য, সেগুলোই লিপ ইয়ার বা অধিবর্ষ। তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ঠিক ৩৬৫.২৫ দিন নেয় না, কিছুটা কম সময় নেয়। তাই চার বছর পর পর বছরে একদিন বেশি হিসাব করলে প্রতি চারশ বছরে তিনদিন বেশি হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয়- তাদের লিপ ইয়ার হিসেবে গণনা করা হয় না। 

তথ্য সূত্র- 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...