স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

বসন্ত ঋতু নিয়ে কিছু কথা

বসন্ত ঋতু আগমনে চুপে চুপে শীত চলে যাচ্ছে। হারীয়ে যাচ্ছে, জীবনের পাতা থেকে গুরুত্ব পূর্ণ দিন গুলি। নতুন দিনের নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে কে কেমন আছেন??  সবাই ভালো থাকেন এই শুভ কামনা করি। আজ বসন্ত ঋতু নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। 

‘ফুল ফুটুক আর নাই ফুটুক তবু বসন্ত ঋতু।
ঋতু রাজ বসন্ত এসে গেছে। বলা আছে ৬(ছয়) ঋতুর বাংলাদেশ। এই ৬(ছয়) ঋতুর মাঝেই বসন্ত ঋতু শেষ ঋতু। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। এই ঋতুতে গাছে গাছে ফুটবে রক্ত শিমুল-পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম, পুরাতন পাতা ঝড়ে নতুন সবুজ পাতা গজায়। এই সময় পাখির কণ্ঠের মিষ্টি গান শুনা যায়, পশুপাখি মিলন ঘটায় এবং বাচ্চার জন্ম দেয়। আবার পৃথিবীর অনেক জায়গায় এই সময় বৃষ্টিও হয়। এর ফলে ধুলায় ঢেকে যাওয়া লতা পাতা ও পরিবেশ সুন্দর রুপের প্রকাশ ঘটে এবং গাছপালা বেড়ে উঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। এই বসন্ত মাসকে নিয়ে গুরু জনেরা কত রকমের চড়া, কবিতা , গল্প,  কাহিনী বলে ও লিখে তাহার কোন শেষ নেই। 

বসন্ত কে নিয়ে গাওয়া সুন্দর একটি গান 

বসন্ত বাতাসে সই গো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ 
আমার বাড়ি আসে
সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুল বাগানে
নানান বর্ণের ফুল
ফুলের গন্ধে মনানন্দে
ভ্রমর হয় আকুল
সই গো, বসন্ত বাতাসে

ইউটিউব এ গান শুনে মন ভালো করে নিন। 
ইউটিউব এ বসন্তের নাচ দেখুন এইখানে। 

এই ঋতু রাজ বসন্ত কে নিয়ে বাঙালিকে আপন সংস্কৃতি সম্পর্কে সচেতন করে তুলতে ষাটের দশক থেকেই ঋতু উৎসবের আয়োজন করে আসছে ছায়ানট। বসন্ত ঋতু নিয়ে  থাকবে নাচ ও গানের আয়োজন।

bosonto sms/ বসন্তের এসএমএস 
  • ফুলের রানি, রূপের রানি, কোথায় তুমি যাও ? তোমার সাথে সঙ্গী করে আমায় নিয়ে যাও। কি সুন্দর হাসি তোমার , মায়াবীতে ভরা, তোমায় পেলে সত্যি আমি, হব দিশে হারা “শুভ বসন্ত”
  • প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে, মনের মাঝে একি সুর বাজে। শিমুলের বনে আজ লেগেছে আগুন, আজ কি তবে আবার এসেছে ফাগুন?
  • গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ। সব পাখির মন খারাপ, শিতের হল শেষ। নতুন রুপে,নতুন সাঁঝে, নিভাবে মনের আগুন।তাইতো আজ প্রকৃতি জুড়ে। বসন্তের ফাগুন
  • একটি কবিতা, একটি পলাশ, একটি কোকিল, তুমি আর আমি, সব মিলিয়ে আজ বসন্ত।
  • ফুল ফুটলো রাশি রাশি, উদাস মনটা বেজাই খুশি। বসন্তের আগমনে, ফুল ফুটেছে সব বাগানে। তাই কোকিল গান করে,মনের টানে-- ফুলের রানি,রূপের রানি,
  • কোথায় তুমি যাও ? তোমার সাথে সঙ্গী করে, আমায় নিয়ে যাও। কি সুন্দর হাসি তোমার, মায়াবীতে ভরা, তোমায় পেলে সত্যি আমি হব দিশে হারা, "শুভ বসন্ত
  • শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল। গরমের এখনো নুতন রুপ, নদীতে দিতে হবে ডুপ। ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ

বসন্তের রোমান্টিক এসএমএস 
  • বসন্ত মাস ভালোবাসায় ভরপুর, তুমি আর আমি ঘুরবো সারা দুপুর, বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়, ভালোবাসার এটাই তো সেরা সময় । 
  • দেখো বসন্তের বাতাস বইছে আজি, এসো বসন্তের রঙে সাজি, আজ ঘুরে ফিরে চাইছে না যে আমার এ মনের মাঝি ।
  • বসন্তের আগমনে কোকিলের সুর, গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর। বর্ষার আগমনে সাদা কাশফুল,
    এই দুপুরে তোমাকে দেখতে মন হলো বেকুল।
  • ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, শুভ বসন্ত! সবাইকে বসন্তের ভালবাসার শুভেচ্ছা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...