স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

কম্পিউটার চালু হতে বেশি সময় নিলে কি করবেন?


Image result for কম্পিউটার চালু হতে বেশি সময় লাগলে

আপনার কম্পিউটার চালু হতে বেশি সময় নিচ্ছে। কাজের শুরুতে বিরক্ত কর এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য কম্পিউটার চালু হওয়ার সময় কমিয়ে আনতে নিচের ধাপ অনুসরণ করতে পারেন। হয়ত কাজে লাগতে পারে।এসব ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় অনুসরণ করে কম্পিউটার চালু করলে কিছু সময় কমিয়ে আনা সম্ভব।  তাহলে আর সময় নষ্ট না করে নিজে নিজেই এই বিরক্তকর সমস্যার সমাধান করুন। 
 কম্পিউটার চালু হতে বেশি সময় লাগে কেন?    
সাধারণত কম্পিউটারে কিছু প্রোগ্রাম স্বয়ংক্রিয় ভাবেই থাকে। এর ফলে কম্পিউটার চালু হতে বেশি সময় লাগে।স্বয়ংক্রিয় থাকা কিছু প্রোগ্রাম থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলী বন্ধ করে দিলে কম্পিউটার চালু হয়ে সময় কিছুটা কম লাগবে। এখন প্রশ্ন হল- কীভাবে এগুলো বন্ধ করবেন? 


যা  করতে হবে আপনাকেঃ  
আপনার কম্পিউটারে স্বয়ংক্রিয় থাকা প্রোগ্রাম বন্ধ করতে  কিবোর্ড থেকে (Windows Key+R) এক সঙ্গে চেপে রান চালু করুন।
Image result for কম্পিউটার চালু হতে বেশি সময় নিলে কি করবেন?
তারপরে ওখানে লিখুন msconfig এবং ok 
নির্বাচন করুন করুন। এখন যে উইন্ডো আসবে সেইখানে star tup ট্যাব নির্বাচন করুন। দেখবেন যে সব স্বয়ংক্রিয় প্রোগ্রাম কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে নিজে থেকেই চালু হয়ে যায় তার একটা তালিকা। এখন অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলোর তালিকা থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন। ok 
নির্বাচন করুন। এখন আপনার কম্পিউটার  restart করুন। খিয়াল করে দেখুন কম্পিউটার আগের থেকে কম সময় নিয়ে চালু হচ্ছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...