আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পের নাম হল (গল্প হলেও সত্যি)। একান্ত নিজের চিন্তা, ভাবনা ও অতীতের পেলে আসা দিন গুলো থেকে নেয়া। অনেকের ভালো লাগবে আবার অনেকের লাগবেনা। এই আধুনিক যুগে অতীতের দিন গুলোর খুব মিস করি, আর পিরে পাবোনা অতীতের সুন্দর দিন গুলো । সৃতি হয়ে থাকবে মরনের আগ পর্যন্ত। প্রবাদ আছে, যাই দিন ভালো আসে দিন খারাপ এইটা বাস্তব। আগে গ্রামে মারামারি ছিলনা সমাজ ব্যবস্থা ছিল অনেক সুন্দর।
প্রতিটি বাড়িতে একজন করে বড় ভাই এর সম্মান ছিল। সবাই তাকে সম্মানের সাথে শ্রদ্ধা করত, বাড়িতে কিছু হলে, ভালো খারাপ বিচার করে দেওয়ার জন্য বড় ভাইকে ডেকে নিত। বড় ভাই, যাহা বলে সবাই তাহা মেনে নিত। বড়দের কথা ছোটরা মেনে চলত আর ছোটরা বড়দের সম্মানের সাথে দেখত। রাস্তা দিয়ে চলার পথে বড় ভাইদের দেখলে ছোট ভাইয়েরা লুকায়ে থাকত এই জন্য যে, বাড়িতে মা, বাবার কাছে যেন নালিশ করতে না পারে। যেখানে সেখানে বড়দের উপরে কথা বলতনা আর এখন দেখতেছেন বলব কি আর। বাস্তব বড়ই কঠিন হয়ে গেছে বড়দের এখন আর কেউ সম্মান করে না। নোংরা রাজনীতির স্বীকার হয়ে গ্রামের তরুন সমাজ একে বারে খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে।
আগে প্রতিটি গ্রামে সমাজ ছিল এখনো আছে কিন্তু মূল্যায়ন নাই। সমাজ বলতে গ্রামের আইন ব্যবস্থাকে বুঝনো হয়। সমাজের আইন অনেক কঠিন ও সুন্দর ভাবে পরিচালনা হতো সমাজ পতিদের নিয়ে। সবাই মিলেমিশে নেয়্য অন্যায় বিচার করত। আজ সমাজের মূল্যায়ন নেই বলে গ্রামের সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। কে শুনে কার কথা সবাই নিজেকে নিজেই বড় মনে করে। বলতেই গেলে এখন সমাজ ব্যবস্থা ওঠেই গেছে। দেশ অনেক আধুনিক হয়ে যাচ্ছে এইটা মানতে হবে কিন্তু গ্রামের অবস্তা যে খারাপ হচ্ছে এইটা অস্বীকার করা যাবে না। আধুনিকতার নামে আজ হানাহানি আর মারামারি চলতেছে।