স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

তোমার খোলা চিঠি

প্রান প্রিয় সোনায়,
তুমি কেমন আছ যানিনা। যে খানে থাকই ভালো থাক এই আমার শুভ কামনা। আমি ও আল্লাহর রহমতে তোমাদের দোয়াই ভালো আছি।
পরসমচার, আজ আকাশ মেঘলা সব কিছু কেমন যেন মনে হচ্ছে, থেমে আছে। আকাশের সাথে মনের একটা গভির সম্পরক আছে। আমার মনের আকাশে মেঘ জমে আছে। আজ তুমি কাছে নেই তাই মনটা ডানা ভাংগা পাখির মত থরপর থরপর করে যাচ্ছে। বুকের ভিতর থেকে গরম গরম দিরঘ নিরসাস বাহির হচ্ছে। মনে হয় বুকের বিতর কেউ আগুন নিয়ে খেলা করতেছে। এমত অবস্থায় তোমার ঘুমটা পরা কপালে টিপ আর দুটি মিস্টি কমলা মত ঠুটের বাকা হাসি মাখা চবিটি মোবাইলের পরদায় দেখতেছি। তোমাকে অনেক মিস করতেছি। মিস করতেছি আমাদের ভালোবাসার উপহার ছোট সন্তানটিকে তার সাথে পরিবারে সবাইকে। কি আর করব, নিস্টুর এই দুনিয়াই দু-বেলার আহার যোগার করার জন্য বিদাতা তোমাদের কাছ থেকে অনেক দূরে করে রেখেছে। আমি বিসসাস করি আল্লাহ যা করে ভালোই করে। বিসসাস কর আমার হাত পা কেন যানি নিথর হয়ে যাচ্ছে তার সাথে শরির কাপ্তেছে।
মনে হচ্ছে কাল-বইশাখি ঝড হাওয়া বয়ে যাচ্ছে বুকের ভিতর। ২ চোখের জল টল-মল করতেছে। চোখে  ঝাপছা ও ঘন অন্ধকার নেমে এসেছে। এই নিরম্ম পরিহাসে কি আর লেখব। শুধু মনে গভির থেকে ঘন ঘন গরম নিসশাস বাহির হচ্ছে। ভালো থাক এই কামন করি..................আজ আর নই পরে সময় পেলে আবার লেখতে বসব। আল্লাহ হাপেয।
ইতি
তোমার
পরবাসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...