স্বাগতম

সবার জন্য উন্মুক্ত পেইজ ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। *** শিক্ষার কোন বয়স নাই, জানার কোন শেষ নাই। *** বিঃদ্র ( যে সকল ব্লগ বা ওয়েবসাইট এর লেখা কোন অনুমতি ছাড়া কপি করে এখানে পোষ্ট করেছি, যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে জানাবেন। E-mail: nchafa10@gmail.com, ভালো লাগলে আবার আসবেন।***ধন্যবাদ***

লিচুর বড় গুণ

এখন বাজারে লিচু পাওয়া যাচ্ছে। লিচু দেখতে যেমন সুন্দর, স্বাদেও তেমন। লিচুতে রয়েছে ভিটামিন ‘সি’ ও ‘এ’, ক্যালিসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস এবং মিনারেল। বাংলামেইলের পাঠকদের জানিয়ে দেয়া হচ্ছে ছোট লিচুর বড় গুণগুলো।
লিচুতে বিদ্যমান ‘অলগোনাল’ নামক উপাদানটি ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ করে শরীর সুস্থ রাখে।
 
লিচুতে রয়েছে উচ্চমানের ক্যালসিয়াম, যা হাড়, দাঁত ও নখ ভালো রাখে। এছাড়া ভিটামিন ‘সি’ অতিবেগুণী রশ্মির প্রভাব থেকে ত্বককে ভালো রাখে। ভিটামিন ‘এ’ চোখ ওঠা,  রাতকানা, চোখের কর্নিয়ার অসুখ দূর করে।
 
যেসব নারীর মনোপজ হয়ে গেছে, তাদের জন্য লিচু খুবই গুরুত্বপূর্ণ।
 
লিচুতে বিদ্যমান ‘নিয়ামিন’ ও ‘রিবোফ্ল্যাভিন’ নামক দুটি উপাদান শরীরের দূর্বলতা দূর করে শরীরকে শক্তিশালী করে তোলে।
 
সতর্কতা: ডায়বেটিস, উচ্চ রক্তচাপের রোগীদের অধিক মাত্রায় লিচু না খাওয়া ভালো।
 
নেট থেকে সংগৃহীত 

ফেসবুক পেইজে লাইক দিয়ে একটিভ থাকুন

১লা মে দিবস / শ্রমিকের অধিকার আদায়ের দিন

১লা মে দিবসের ছবি ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১লা মে মহান মে দিবস। ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ স...