ঢাকা বাংলাদেশের রাজধানি। সব ধর্মের মানুষের বাস। গ্রাম এর সহজ সরল মানুষ ছুটে আসে শহরে। বেঁচে থাকার জন্য কতনা পরিশ্রম করে টাকা আয় করে। সরলতার সুযোগ নিয়ে কিছু অসাধু লোক অসহাই লোকদের ঠকাই চলছে দিন কে দিন। কেউ কথার মায়া ঝালে ধরা পরে কেউ চুর ডাকাতের হাতে পরে আর কেউ বাটপারে হাতে পরে ইত্যাদি। আজকে আমি আপনাদের কাছে শিয়ার করব জলজেন্ত মানুষকে কি ভাবে হাতিয়ে বাটপারেরা টাকা নিয়ে যাই। রাজধানী ঢাকার গুলিস্থান মোরে অনেক লোক ঘোল করে দাড়িয়ে আছে তার মাঝে বক্তিতা দিতাছে একজন ভদ্র লোকের আড়ালে বিশ্ব বাটপার। মানুষকে আনন্দ দেরার জন্য মাঝে মাঝে দেখানো হচ্ছে কিছু যাদুর খেলা আর ঐ খেলা দেখে সহজ সরল মানুষ বোকা বনে যাচ্ছে বাটপারের কাছে। বোকা মানুষ গুলোকে বড় লোক বানিয়ে দেবে বলে বক বক করে যাচ্ছে বাটপার। বোকা মানুষেরা গভির মন দিয়ে শুন্তেছে। কতনা মধুর কণ্ঠে আলাপ ছাড়তেছে আল্লাহ রাসুল ও বিভিন্ন পির অলিয়ার মাজার শরিপ কে নিয়ে। বাটপারের কতা মত কাজ করলে ঘুমের মাঝে পেয়ে যাবে কোটি প্রতির টিকেট। আর ঐ বাটপারে কথা সবাই মনযোক দিয়ে শুনে যাচ্ছে। ঘোলের মাঝে না গেলে বুঝাই কেমন করে। কিছুখন
পরে নতুন আলাপ জমাল ছোট একাটা তেলের শিশি নিয়ে। এই তেল যে গায়ে লাগাবে সব বিপদ থেকে পার পেয়ে যাবে!!!!!! বাটপারের কথা। দাম মাত্র ১০ টাকা। টাকার অংক টা কম বলেই সবাই তেলের শিশি ১০ টাকা দিয়ে নিল। এই বার তার সেবন বিধি নিয়ম আলচনা করতে লাগ্ল বাটপার। যাদের কাছে ৫০০ টাকার কম আছে তারা থাকতে পারবেনা বাটপারে কথা। বাটপারের কথা শুনে অনেক লোক চলে গেল। হাতে গনা পাঁচ ছয় জন দাড়িয়ে আছে বেশি টাকাওয়ালা। এইভার বাটপারের শেষ ইচ্ছা পূরণের পালা। সবাইকে কাছে ডাকল, মাথা নিচু করে কানে কানে কি যেন মন্ত্র পড়লো। সবাই পকটে হাত দিল। ১ মিনিট পরে সবাইকে তারাহুড়া করে চলে যেতে বলল। বাটপার ওখান থেকে চলে দ্রুত গতিতে পালালো। আমি কিছু বুঝলাম কানে কানে কি যে মন্ত্র পড়লো আর কেন সবাই দ্রুত গতিতে স্থান প্রস্তান করলো???? আমি এখনো দাড়িয়ে আছি, কিছুক্ষণ পরে বোকা লোক গুলি অশ্রু মাখা চুখ নিয়ে ঘুর পাক খাচ্ছে। আমি ওদের জিজ্ঞাস করলাম কি হল আপনাদের???? উত্তরে বলল ভাইয়া আমাদের কাছ থেকে একটু আগে এইখান থেকে বাটপারে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেল।!!!!!!!!এই কেমন বাটপারি!!!!!!!!!!!???
বিঃদ্রঃ বাটপারের হাত থেকে মুক্তি পেতে হলে পুতপাথে মানুষে ঘেরা স্থান থেকে দূরে থাকুন।