প্রেমিকঃ তোমাকে বধু রুপে দেখতে চাই।
প্রেমিকাঃ হ্যাঁ দেখবেইত।
প্রেমিকঃ এইভাবে আর কত দিন।
প্রেমিকাঃ এইত আর কিছু দিন পরে। এই বলে প্রেমিক প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল।
প্রেমিক এর মোবাইলে পরের দিন সকালে ফোন করে প্রেমিকা, বলে... তোমার আশা পূরণ হতে যাচ্ছে।
প্রেমিকঃ খুশিতে বলে কবে।
প্রেমিকাঃ আজকে রাতে।
প্রেমিকঃ অভাগ হয়ে গেল। মুখ দিয়ে কথা আর বাহির হইনা।
প্রেমিকাঃ চুপ করে আচ কেন??
প্রেমিকঃ আমি যে প্রস্তুত নই।
প্রেমিকাঃ তোমাকে প্রস্তুত হতে হবেনা। রাতে আমাদের বাড়িতে এসো।
প্রেমিক প্রেমিকার বাড়িতে গিয়ে দেখে অনেক লোকের আয়োজন কিন্তু তার প্রেমিকা বধু সাজে বসে আছে।